ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/১৩ পৃষ্ঠা ২
  • একটা ব্যক্তিগত এলাকা নিয়ে আপনি কি উপকৃত হবেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • একটা ব্যক্তিগত এলাকা নিয়ে আপনি কি উপকৃত হবেন?
  • ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার কি একটা ব্যক্তিগত এলাকা রয়েছে?
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্যবসায়িক এলাকায় যেভাবে প্রচার করা যায়
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার পরিচর্যায় কার্যকারী হোন
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/১৩ পৃষ্ঠা ২

একটা ব্যক্তিগত এলাকা নিয়ে আপনি কি উপকৃত হবেন?

১. ব্যক্তিগত এলাকা বলতে কী বোঝায়?

১ ব্যক্তিগত এলাকা বলতে কী বোঝায়? প্রচুর এলাকা রয়েছে এমন মণ্ডলীগুলোতে, ব্যক্তিগত এলাকা হচ্ছে আপনার নিজের একটা এলাকা আর তা হতে পারে আপনি যেখানে থাকেন, সেটার কাছাকাছি কোনো জায়গা। ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৭ পৃষ্ঠা ব্যাখ্যা করে: “সুবিধাজনক স্থানে ব্যক্তিগত এলাকা থাকা আপনাকে ক্ষেত্রের পরিচর্যায় আপনি যে-সময় দিতে পারেন, সেটাকে কার্যকারীভাবে ব্যবহার করতে সক্ষম করবে। এ ছাড়া, আপনার ব্যক্তিগত এলাকায় আপনার সঙ্গে কাজ করার জন্য আপনি আরেকজন প্রকাশককে আমন্ত্রণ জানাতে পারেন।”

২. একটা ব্যক্তিগত এলাকাকে কীভাবে দলগত সাক্ষ্যদানের পাশাপাশি এক ব্যবস্থা হিসেবে ব্যবহার করা যেতে পারে?

২ দলগত সাক্ষ্যদানের পাশাপাশি এক ব্যবস্থা: আপনি যদি আপনার কর্মস্থলের কাছাকাছি কোনো ব্যক্তিগত এলাকা নিয়ে থাকেন, তাহলে দুপুরের খাবারের বিরতির সময় অথবা ঘরে ফিরে যাওয়ার আগে আপনি হয়তো সেই এলাকার কাছাকাছি কাজ করেন এমন আরেকজন প্রকাশককে সঙ্গে নিয়ে পরিচর্যায় অংশ নিতে পারেন। আপনি যদি আপনার ঘরের কাছাকাছি কোনো এলাকা নিয়ে থাকেন, তাহলে আপনি ও আপনার পরিবার সন্ধ্যায় সাক্ষ্যদানের জন্য আপনাদের সুবিধামতো সেই এলাকা ব্যবহার করতে পারেন। অবশ্য, আপনি যদি কোনো ক্ষেত্রের পরিচর্যা সভায় যোগ না দেন, তাহলে প্রচার শুরু করার আগে যিহোবার নির্দেশনার জন্য প্রার্থনা করা উপযুক্ত। (ফিলি. ৪:৬) তা ছাড়া, আপনার ব্যক্তিগত এলাকায় কাজের সময় এবং মণ্ডলীর দলগত সাক্ষ্যদানের ব্যবস্থাকে সমর্থন করার জন্য আপনি যে-সময় দেন, সেটার মধ্যে আপনার ভারসাম্য বজায় রাখা উচিত। বিশেষভাবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে, যখন অনেকে ক্ষেত্রের পরিচর্যার জন্য মিলিত হয়, তখন আপনার ক্ষেত্রের পরিচর্যা দলকে সমর্থন করাই সাধারণত সর্বোত্তম।

৩. একটা ব্যক্তিগত এলাকা থাকার উপকারগুলো কী?

৩ উপকারগুলো: যদি আপনার কোনো ব্যক্তিগত এলাকা থাকে, তাহলে আপনার কাছে এমন এক জায়গা থাকবে, যেখানে আপনি আপনার তালিকা অনুযায়ী যখনই সম্ভব প্রচার করতে পারেন। প্রচারের জন্য আপনি বেশি সময় দিতে পারবেন আর সেইসঙ্গে যাত্রার জন্য আপনাকে কম সময় দিতে হবে। আরও নমনীয় এই ব্যবস্থার কারণে কেউ কেউ সহায়ক অথবা নিয়মিত অগ্রগামীর কাজ করার সুযোগ পেয়েছে। যেহেতু আগ্রহী গৃহকর্তারা একই পাড়াতে থাকে, তাই পুনর্সাক্ষাৎ এবং বাইবেল অধ্যয়ন পরিচালনা করা আরও সহজ হয়। অনেকে দেখেছে যে, ব্যক্তিগত এলাকায় প্রচার করার ফলে তারা গৃহকর্তাদের সঙ্গে পরিচিত হতে এবং তাদের আস্থা গড়ে তুলতে পেরেছে, বিশেষভাবে যদি সেই এলাকা মণ্ডলীকে ফিরিয়ে দেওয়ার আগে তারা সেখানে একাধিক বার কাজ করে, কারণ অন্যেরাও হয়তো সেখানে কাজ করার জন্য অনুরোধ করতে পারে। একটা ব্যক্তিগত এলাকায় কাজ করা কি আপনাকে ও আপনার পরিবারকে আরও পূর্ণরূপে আপনাদের পরিচর্যা সম্পন্ন করতে সাহায্য করবে?—২ তীম. ৪:৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার