২৮ জানুয়ারি সপ্তাহের তালিকা
২৮ জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১১ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২১ অনু. ১-৮ (৩০ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: মথি ১৬-২১ (১০ মিনিট)
নং. ১: মথি ১৭:২২–১৮:১০ (৪ মিনিট বা এর চেয়ে কম)
নং. ২: যিহোবার কোন “মঙ্গলবাক্য” যিহোশূয় সত্য হতে দেখেছিলেন?—যিহো. ২৩:১৪ (৫ মিনিট)
নং. ৩: মৃত্যু সম্বন্ধে যিশু যা বলেছিলেন—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ৫৯ অনু. ৭-৮ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: আমরা কী শিখতে পারি? আলোচনা। মথি ৬:১৯-৩৪ পদ পড়তে বলুন। এই বিবরণ কীভাবে আমাদের পরিচর্যায় সাহায্য করতে পারে, সেই বিষয়ে আলোচনা করুন।
২০ মিনিট: “যেভাবে পরিবারের সদস্যরা পূর্ণরূপে অংশ নেওয়ার জন্য সহযোগিতা করে—বাইবেল অধ্যয়নে।” একটা পরিবার আলোচনা করবে। তারা পরীক্ষা করে দেখবে যে, কীভাবে তারা পারিবারিক বাইবেল পাঠ ও অধ্যয়ন সম্বন্ধে ১৯৯৬ সালের ১৫ মে প্রহরীদুর্গ পত্রিকার ১৪-১৫ পৃষ্ঠায় এবং ১৯৯৭ সালের ১ আগস্ট প্রহরীদুর্গ পত্রিকার ২৮-২৯ পৃষ্ঠায় প্রাপ্ত পরামর্শগুলো কাজে লাগাচ্ছে।
গান ৩৪ এবং প্রার্থনা