যেভাবে পরিবারের সদস্যরা পূর্ণরূপে অংশ নেওয়ার জন্য সহযোগিতা করে—বাইবেল অধ্যয়নে
১ সত্য যদিও পারিবারিক জীবনে প্রকৃত অর্থ এবং উদ্দেশ্য যুক্ত করে, কিন্তু পরিবারগতভাবে যিহোবার সেবায় সফলতা এমনি এমনিই আসে না। আধ্যাত্মিকভাবে দৃঢ় এক পরিবার গড়ে তোলার জন্য সময় ও কঠোর পরিশ্রম করা দরকার। আর এই প্রচেষ্টায় পরিবারের সদস্যদের একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা খুবই জরুরি। এই প্রবন্ধ, যেভাবে পরিবারগুলো উত্তম অধ্যয়নের অভ্যাস গড়ে তোলায় সহযোগিতা করতে পারে, সেই বিষয়ের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করবে।
২ প্রতিদিন বাইবেল পড়ার মাধ্যমে: হিতোপদেশ ২৪:৫ পদ বলে, “বিদ্বান পরাক্রমে বুদ্ধি পায় [“নিজের শক্তি বাড়ায়,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন]।” নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য পড়ে যে-জ্ঞান লাভ করা যায়, তা একজন ব্যক্তিকে তার আধ্যাত্মিকতার ওপর আসা শয়তানের আক্রমণ প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় মনোবল জোগায়। (গীত. ১:১, ২) আপনি কি প্রতিদিন পরিবারগতভাবে বাইবেল পড়েন? আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রত্যেক সপ্তাহের জন্য বাইবেল পাঠের নির্ধারিত অংশ দেওয়া থাকে। সেটা অনুসরণ করার জন্য একটা পরিবারকে প্রতিদিন দশ মিনিটেরও কম সময় দিতে হবে। বাইবেল পড়ার এবং প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকা থেকে দিনের শাস্ত্রপদ আলোচনা করার জন্য সুবিধাজনক কোনো সময় বেছে নিন যেমন, সকালের জলখাবারের সময়, রাতের খাবারের পর অথবা ঘুমাতে যাওয়ার আগে। এই বিষয়গুলোকে আপনার পরিবারের দৈনন্দিন কাজকর্মের এক অংশ করে তুলুন।
৩ প্রতি সপ্তাহে একসঙ্গে অধ্যয়ন করার মাধ্যমে: পারিবারিক উপাসনার সন্ধ্যাটা যেন পরিবারের সাপ্তাহিক কাজের সবচেয়ে আগ্রহজনক অংশ হয়ে ওঠে। প্রত্যেক সদস্য যেন অধ্যয়নে আগ্রহ সহকারে অংশগ্রহণ করার মাধ্যমে এটাকে সমর্থন করে। পরিবারের মস্তক অধ্যয়নের বিষয়বস্তু এবং দিন, সময় ও অধ্যয়ন কতক্ষণ করা হবে, তা ঠিক করার সময় পরিবারের চাহিদাগুলো বিবেচনা করবেন। সাপ্তাহিক তালিকায় পারিবারিক অধ্যয়নকে অগ্রাধিকারের বিষয় করুন। এক্ষেত্রে কম শ্রেয় বা কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাধা হতে দেবেন না।—ফিলি. ১:১০, পাদটীকা, ১১.
৪ একজন বাবা, যার ঘরে প্রায়ই তার ব্যাবসা সংক্রান্ত ফোন কল আসত, তিনি পারিবারিক অধ্যয়নের সময় টেলিফোনের লাইন খুলে রাখতেন। যদি ঘরে ক্লায়েন্টরা আসত, তাহলে তাদের অধ্যয়নে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হতো অথবা তা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হতো। সেই বাবা পারিবারিক অধ্যয়নের সময় কোনো কিছুকেই বাধা হতে না দেওয়ার ব্যাপারে দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন। এটা তার সন্তানদের ওপর গভীর ছাপ ফেলেছিল আর তার ব্যাবসার বিষয়ে বলা যায়, সেটা ভালোই চলছিল।
৫ পরিবারের সদস্যরা যখন আধ্যাত্মিক কাজকর্মে সহযোগিতা করে, তখন তা কতই না আনন্দদায়ক হয়! পারিবারিক বাইবেল অধ্যয়নে পূর্ণরূপে অংশ নেওয়ার জন্য আমরা যদি সর্বাত্মক চেষ্টা করি, তাহলে সেটা যিহোবার আশীর্বাদ নিয়ে আসবে।—গীত. ১:৩.