ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৭ পৃষ্ঠা ৮
  • যেকারণে আমরা বার বার ফিরে যাই

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যেকারণে আমরা বার বার ফিরে যাই
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “আমরা আমাদের এলাকায় অনেকবার কাজ করেছি!”
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • কেন প্রচার কাজ চালিয়ে যেতে হবে?
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • কেন আমরা ফিরে যেতে থাকব?
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রচার কাজে রত থাকুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
আরও দেখুন
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৭ পৃষ্ঠা ৮

যেকারণে আমরা বার বার ফিরে যাই

১ অনেক জায়গায়, আমরা ঘন ঘন আমাদের এলাকায় কাজ করে থাকি। আমরা বার বার একই ঘরগুলোতে ক্রমাগত ফিরে যাই, যদিও গৃহকর্তা হয়তো আমাদেরকে বলেছেন যে, তিনি আগ্রহী নন। অতীতে যারা অনুকূলভাবে সাড়া দেয়নি, তাদের সঙ্গে কেন আমরা সাক্ষাৎ করে চলি?

২ যিহোবা ও লোকেদের জন্য ভালবাসা: পরিচর্যায় আমাদের অধ্যবসায়ী হওয়ার মূল কারণ হল, যিহোবার জন্য আমাদের ভালবাসা। আমাদের হৃদয় আমাদেরকে অন্যদের কাছে আমাদের মহান ঈশ্বর সম্বন্ধে ক্রমাগত বলে চলতে পরিচালিত করে। (লূক ৬:৪৫) যিহোবার জন্য আমাদের ভালবাসা আমাদেরকে তাঁর আজ্ঞাগুলো পালন করতে এবং অন্যদেরকেও তা করতে সাহায্য করার জন্য অনুপ্রাণিত করে। (হিতো. ২৭:১১; ১ যোহন ৫:৩) এই কাজে বিশ্বস্তভাবে আমাদের ধৈর্য ধরা লোকেদের সাড়াদানের ওপর নির্ভর করে না। এমনকি প্রথম শতাব্দীর খ্রিস্টানদেরকে যখন তাড়না করা হয়েছিল, তখনও তারা ‘ক্ষান্ত না হইয়া’ ক্রমাগত প্রচার করে চলেছিল। (প্রেরিত ৫:৪২) লোকেরা যখন শুনতে প্রত্যাখ্যান করে, তখন সেই বিষয়কে আমাদের নিরুৎসাহিত করার সুযোগ না দিয়ে বরং যিহোবার জন্য আমাদের প্রগাঢ় ভালবাসা ও ভক্তি দেখিয়ে আমরা অটল থাকি।

৩ এ ছাড়া, আমরা আমাদের প্রতিবেশীকে ভালবাসি বলে অধ্যবসায়ী হই। (লূক ১০:২৭) কেউ বিনষ্ট হোক, যিহোবা তা চান না। (২ পিতর ৩:৯) এমনকি ঘন ঘন কাজ করা হয়েছে এমন এলাকায় আমরা এখনও এমন ব্যক্তিদের খুঁজে পাচ্ছি, যারা যিহোবাকে সেবা করতে চায়। উদাহরণস্বরূপ গোয়াডেলুপ, যেখানে প্রতি ৫৬ জন লোকের মধ্যে ১ জন হল যিহোবার সাক্ষি, সেখানে গত বছর ২১৪ জন বাপ্তিস্ম নিয়েছে। প্রায় ২০,০০০ জন লোক স্মরণার্থ সভায় যোগদান করেছিল, যে-সংখ্যাটা হচ্ছে, গোয়াডেলুপের প্রতি ২২ জন লোকের মধ্যে প্রায় ১ জন!

৪ এলাকার পরিবর্তনগুলো: আমাদের এলাকার গঠন অনবরতভাবে পরিবর্তিত হচ্ছে। অনুকূল সাড়া পাওয়া যায়নি এমন জায়গায় পরের বার আমরা যখন সাক্ষাৎ করি, তখন পরিবারের অন্য এক সদস্য​—⁠সম্ভবত কখনো আমাদের বার্তা শোনেননি এমন একজন ব্যক্তি—হয়তো দরজা খোলেন এবং কথা শোনেন। অথবা আমরা হয়তো নতুন বাসিন্দাদের খুঁজে পাই, যারা আগ্রহী হয়ে থাকে। বিরোধী বাবামা রয়েছে, এমন সন্তানরা বড় হয়ে ঘর ছেড়ে চলে যায়। এই সন্তানরা হয়তো রাজ্যের বার্তা শুনতে ইচ্ছুক হতে পারে।

৫ এ ছাড়া, লোকেরাও পরিবর্তিত হয়। প্রেরিত পৌল একসময়ে “ধর্ম্মনিন্দক, তাড়নাকারী ও অপমানকারী” ছিলেন। (১ তীম. ১:১৩) একইভাবে, আজকে যিহোবার সেবা করছে এমন অনেকে একসময়ে সত্যের প্রতি আগ্রহী ছিল না। এমনকি কেউ কেউ হয়তো একসময় সুসমাচারের বিরোধিতা করেছে। জগৎ পরিস্থিতির পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিছু বিরোধী অথবা যারা উদাসীন ছিল, তারা হয়তো শোনার জন্য অনুপ্রাণিত হতে পারে। অন্যেরা হয়তো পরিবারের কোনো ব্যক্তির মৃত্যু, চাকরি হারানো, আর্থিক সমস্যা অথবা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলোর মতো কোনো ব্যক্তিগত দুঃখজনক ঘটনার অভিজ্ঞতা লাভ করার পর আরও বেশি করে সাড়া দিতে পারে।

৬ এই বিধিব্যবস্থা শেষ হতে চলেছে কিন্তু আমাদের প্রচার ও শিক্ষাদানের কাজ সত্বর বা দ্রুতগতিতে এগিয়ে চলেছে। (যিশা. ৬০:২২) তাই, আমরা উদ্যমের সঙ্গে ক্রমাগত প্রচার করে চলি ও এক ইতিবাচক মনোভাব বজায় রাখার জন্য প্রাণপণ চেষ্টা করি। পরের বার আমরা যে-ব্যক্তির সঙ্গে কথা বলব, তিনি হয়তো শুনতে পারেন। আমাদের কথা বলে চলতে হবে! ‘তাহা করিলে আমরা নিজেদেরকে ও যাহারা আমাদের কথা শুনে, তাহাদিগকেও পরিত্রাণ করিব।’​—⁠১ তীম. ৪:১৬.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. আমাদের প্রচার কাজ সম্বন্ধে কোন প্রশ্ন উত্থাপিত হয়ে থাকে?

২. পরিচর্যায় আমাদের অধ্যবসায়ী হওয়ার মূল কারণটা কী?

৩. কীভাবে লোকেদের জন্য ভালবাসা আমাদেরকে ক্রমাগত প্রচার করে চলতে সাহায্য করবে?

৪. কীভাবে এলাকাগুলো পরিবর্তিত হয়?

৫. কোন বিষয়গুলো লোকেদেরকে আরও বেশি করে সাড়া দিতে পরিচালিত করতে পারে?

৬. কেন আমাদের উদ্যমের সঙ্গে ক্রমাগত প্রচার করে চলতে হবে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার