আশীর্বাদস্বরূপ হতে পারে এমন একটি পরিদর্শন
১ আনন্দের সাথে সক্কেয় যীশুকে তার গৃহে একজন অতিথি হিসাবে গ্রহণ করেছিলেন। আর সেই পরিদর্শন কত আশীর্বাদই না নিয়ে এসেছিল!—লূক ১৯:২-৯.
২ আজকে, মণ্ডলীর মস্তক হিসাবে, যীশু খ্রীষ্ট “ঈশ্বরের যে পাল আছে, তাহা পালন” করতে প্রাচীনদের নির্দেশনা দেন। (১ পিতর ৫:২, ৩; যোহন ২১:১৫-১৭) সভাগুলিতে শিক্ষা দেওয়া এবং ক্ষেত্র পরিচর্যায় নেতৃত্ব নেওয়া ছাড়াও, মণ্ডলীর অধ্যক্ষেরা মণ্ডলীর প্রত্যেক সদস্যকে প্রেমময়, ব্যক্তিগত সহায়তা প্রদান করে থাকেন। সেইজন্য মাঝে মাঝে, আপনি হয়ত প্রাচীনদের কাছ থেকে ব্যক্তিগত মনোযোগ লাভের জন্য প্রত্যাশা করতে পারেন, হতে পারে তা আপনার গৃহে, কিংডম হলে, যখন ক্ষেত্র পরিচর্যায় একসাথে কাজ করছেন অথবা অন্যান্য উপলক্ষ্যগুলিতে। প্রাচীনদের পরিদর্শন সম্বন্ধে আপনার কি শঙ্কিত হওয়া উচিত? কখনই না। আপনার সাথে তাদের সাক্ষাৎ করার অর্থ বোঝায় না যে আপনি কোনভাবে কিছু ভুল করেছেন। তাহলে, পালনার্থে এক সাক্ষাতের উদ্দেশ্য কী?
৩ পৌল বলেছিলেন যে তিনি ‘তাহারা কেমন ছিলেন দেখিবার’ জন্য ভাইদের পরিদর্শন করতে চেয়েছিলেন। (প্রেরিত ১৫:৩৬) হ্যাঁ, আপনি কেমন আছেন তা জানার জন্য প্রেমময় পালক হিসাবে প্রাচীনেরা অত্যন্ত আগ্রহী। তারা আধ্যাত্মিক সাহায্য প্রদান করতে চান যা হয়ত আপনার জন্য সাহায্যকারী এবং গঠনমূলক হতে পারে। আমাদের প্রত্যেকের জন্য এইধরনের ব্যক্তিগত যত্ন নেওয়া হোক বলে আমাদের প্রেমময় পালক যিহোবা চান।—যিহি. ৩৪:১১.
৪ প্রাচীনদের পরিদর্শনকে স্বাগত জানান: তার ভাইদের পরিদর্শন করার সময় পৌলের লক্ষ্য ছিল ‘তাহাদিগকে এমন কোন আত্মিক বর প্রদান করা, যাহাতে তাহারা স্থিরীকৃত হন; অর্থাৎ যাহাতে তিনি আপনিও সঙ্গে সঙ্গে আশ্বাস পান।’ (রোমীয় ১:১১, ১২) এই কষ্টকর শেষকালে আমাদের সকলের আধ্যাত্মিক উৎসাহের প্রয়োজন আর বিশ্বাসে দৃঢ় থাকতে আমাদের সাহায্যের প্রয়োজন। তাই পালনার্থে পরিদর্শনের প্রতি আপনি যখন ইতিবাচকভাবে সাড়া দেন তখন তার ফলে নিঃসন্দেহে পরস্পর আশ্বাস পাওয়া সম্ভব হয়।
৫ প্রাচীনদের পালনার্থে করা কাজ থেকে পাওয়া অনেক উপকারগুলিকে উপলব্ধি করুন। যদি এমন কোন বিষয় বা প্রশ্ন আপনার থাকে যে সম্বন্ধে আপনি চিন্তিত, স্মরণে রাখুন যে সাহায্য করার জন্য মণ্ডলীতে প্রাচীনেরা আছেন। আপনার আধ্যাত্মিক মঙ্গলের উপর প্রভাব ফেলতে পারে এমন কোন বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করতে ইতস্তত বোধ করবেন না। যিহোবার কাছ থেকে আসা এই প্রেমময় ব্যবস্থার প্রতি উপলব্ধি দেখান আর সেই আশীর্বাদগুলির জন্য আনন্দ করুন যা এইধরনের একটি পরিদর্শন নিয়ে আসতে পারে।