আমি একটা বাইবেল অধ্যয়ন পেতে চাই!
১ আমাদের অনেকেরই একটা বাইবেল অধ্যয়ন পাওয়ার ইচ্ছা হয় আর এই ইচ্ছা খুবই স্বাভাবিক। কারণ একমাত্র বাইবেল অধ্যয়ন করেই আমরা নতুন শিষ্য তৈরি করতে পারি। (মথি ২৮:১৯, ২০) কিন্তু তবুও আমাদের মধ্যে অনেকেই মাসের পর মাস, হয়ত বা বছরের পর বছর অন্যকে সত্য শেখানোর অদ্ভুত আনন্দ থেকে বঞ্চিত আছি। নভেম্বর মাসে বাইবেল অধ্যয়ন পাওয়ার জন্য আমরা কী করতে পারি? যেহেতু এই মাসে আমরা জ্ঞান বই অর্পণ করছি, আমরা এটাকে একটু বিশেষভাবে ব্যবহার করে একটা নতুন বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করতে পারি।
২ একটা বা দুটো সপ্তাহশেষ বিশেষভাবে এই উদ্দেশ্যেই রাখুন: এই মাসে একটা নতুন বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য কিছুটা সময় আলাদা করে রাখতে ও মনপ্রাণ দিয়ে চেষ্টা করতে আমরা সবাইকে উৎসাহিত করছি। মণ্ডলীর বুকস্টাডি পরিচালক বিশেষকরে এই উদ্দেশ্যে ব্যবহার করার জন্য একটা বা কয়েকটা সপ্তাহশেষ ঠিক করতে পারেন আর তারপর যাতে সকলে মিলে একসঙ্গে বিশেষ লক্ষ্য নিয়ে পুনর্সাক্ষাৎ করতে পারা যায় তার জন্য তার বুকস্টাডি দলকে সংগঠিত করতে পারেন।
৩ ক্ষেত্রের পরিচর্যায় যাওয়ার আগে যে সভা হয় সেটাতে আসার সময় সবসময় আপনার পুনর্সাক্ষাতের রেকর্ডগুলো সঙ্গে করে নিয়ে আসুন। তারপর, যারা আগ্রহ দেখিয়েছেন, সাহিত্য নিয়েছেন বা কখনও সভায় এসেছেন তাদের সবার কাছে যান। আমাকে একটা অধ্যয়ন শুরু করতেই হবে এমন মনোভাব নিয়ে পুনর্সাক্ষাৎ করুন।
৪ বাইবেল অধ্যয়ন কিভাবে করা হয় তা দেখান: ক্ষেত্রের পরিচর্যায় যাওয়ার আগের সভায় ভালভাবে তৈরি একটা নমুনা দেখানো যেতে পারে আর তাতে দেখান যে পুনর্সাক্ষাতে গিয়ে কিভাবে একটা অধ্যয়ন শুরু করা যায়। আপনি হয়তো বলতে পারেন: “অনেকের কাছেই বাইবেল আছে কিন্তু তারা জানেন না যে আমাদের মনে আসে এমন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর বাইবেল দিয়ে থাকে। [জ্ঞান বইয়ের সূচিপত্র দেখান ও ৩, ৫, ৬, ৮ ও ৯ অধ্যায়ের শিরোনামগুলো পড়ুন।] এই অধ্যয়ন সহায়কটা থেকে সপ্তায় একদিন এক ঘন্টা আলোচনা করে আপনি অল্প কয়েক মাসের মধ্যে বাইবেল কী শেখায় সে সম্বন্ধে একটা মৌলিক ধারণা পেতে পারেন। যদি আপনি এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা বেছে নেন, তাহলে আমি আপনাকে দেখাতে পারি যে কিভাবে আমরা বাইবেল অধ্যয়ন করি।” যদি সেই ব্যক্তি খুব ব্যস্ত জীবন যাপন করায় অধ্যয়ন শুরু করতে ইতস্তত করেন, তাহলে তাকে জানান যে আমাদের এক সংক্ষিপ্ত প্রক্রিয়াও আছে। চান ব্রোশারটা দেখান ও প্রত্যেক সপ্তাহে মাত্র ১৫- ৩০ মিনিট সময় নিয়ে একটা পাঠ অধ্যয়ন করার কথা বলুন।
৫ যদি আমরা সকলে মিলে নতুন অধ্যয়ন শুরু করার জন্য প্রাণপণ চেষ্টা করি আর যদি আমরা আমাদের চেষ্টাকে আশীর্বাদ করার জন্য যিহোবার কাছে প্রার্থনা করি, আমরা সত্যিই নতুন অধ্যয়ন খুঁজে পাব! (১ যোহন ৫:১৪, ১৫) যদি আপনি একটা বাইবেল অধ্যয়ন পেতে চান, তাহলে এই নভেম্বর মাসই আপনাকে তা শুরু করার জন্য সুযোগ দেবে।