বাবামায়েরা—ছেলেমেয়েদের জন্য ভাল উদাহরণ হোন
১ ঈশ্বরের বাক্য আমাদের জানায় যে “ধার্ম্মিকের পিতা [এবং মাতা] মহা-উল্লাসিত হন।” (হিতো. ২৩:২৪, ২৫) ছেলেমেয়েদের জন্য যে বাবামায়েরা ভাল উদাহরণ হন তারা কত বড় আশীর্বাদই না পান! শাখা কমিটির একজন সদস্য তার বাবামার সম্বন্ধে বলেছিলেন: “সত্যই ছিল তাদের জীবনের সবকিছু আর আমিও সত্যকেই আমার জীবনের সবকিছু করতে চেয়েছিলাম।” তাহলে বাবামাদের কোন্ কোন্ বিষয়ে উদাহরণ হতে হবে?
২ ভদ্র আচরণ এবং গভীর সম্মান: ছেলেমেয়েদের মধ্যে ভাল গুণগুলো গেঁথে দেওয়া সব বাবামাদের দায়িত্ব। ভদ্র আচরণ কেবল মুখে শেখানোই নয় কিন্তু বাবামাদের নিজেদের ভদ্র হওয়া দরকার যাতে ছেলেমেয়েরা তাদের দেখে শিখতে পারে। তাই, আপনাদের আচার-ব্যবহার কেমন? আপনাদের ছেলেমেয়েরা কি আপনাদের এই কথাগুলো বলতে শোনে যেমন “ক্ষমা কর,” “দয়া করে,” এবং “ধন্যবাদ”? পরিবারে, আপনারা কি একে অন্যের প্রতি গভীর সম্মান দেখান? অন্যেরা যখন আপনাদের সঙ্গে কথা বলে আপনারা কি মন দিয়ে তা শোনেন? ছেলেমেয়েরা যখন আপনাদের সঙ্গে কথা বলে আপনারা কি শোনেন? এই ভাল গুণগুলো আপনারা শুধুমাত্র কিংডম হলেই নয় কিন্তু ঘরেতেও কি দেখান?
৩ দৃঢ় আধ্যাত্মিকতা এবং উদ্যোগী কাজ: ৫০ বছরেরও বেশি সময় ধরে পূর্ণ-সময়ের কাজ করেছেন এমন এক ভাই বলেন: “আমার মা আর বাবা সভাগুলোর জন্য উপলব্ধি দেখানোয় এবং পরিচর্যায় উদ্যোগী হওয়ার ব্যাপারে চমৎকার উদাহরণ ছিলেন।” কীভাবে আপনারা আপনাদের ছেলেমেয়েদের দেখান যে তাদের ও পুরো পরিবারের আধ্যাত্মিকতা বজায় রাখার ব্যাপারটা আপনাদের কাছে খুব বড় বিষয়? আপনারা কি পুরো পরিবার মিলে একসঙ্গে দৈনিক পাঠ করেন? আপনাদের ঘরে কি নিয়মিত পারিবারিক অধ্যয়ন হয়? আপনাদের ছেলেমেয়েরা কি আপনাদেরকে বাইবেল ও সোসাইটির প্রকাশনাগুলো পড়তে দেখে? পরিবারের সঙ্গে বসে প্রার্থনা করার সময় প্রার্থনায় আপনারা কোন্ কথাগুলো বলেন? আপনারা কি ছেলেমেয়েদের সঙ্গে আধ্যাত্মিক বিষয় নিয়ে কথাবার্তা বলেন, সত্য সম্বন্ধে, মণ্ডলীর ভাইবোনদের সম্বন্ধে আলোচনা করেন যাতে তারা গড়ে ওঠে? পরিবারগতভাবে আপনারা কি সমস্ত সভাগুলোতে এবং প্রচারে যান?
৪ বাবামায়েরা, একটু চিন্তা করুন যে ছেলেমেয়েদের জন্য আপনারা কেমন উদাহরণ। যদি আপনারা সবচেয়ে ভাল উদাহরণ হন, তাহলে তারা সারা জীবন ধরে সেই উদাহরণ অনুসারে চলবে। একজন সীমা অধ্যক্ষের স্ত্রী, এখন যার বয়স ৭০ বছরেরও বেশি, তিনি বলেন: “আমার খ্রীষ্টীয় বাবামা এত ভাল উদাহরণ ছিলেন যে আমি এখনও তাদের উদাহরণ থেকে উপকার পাই। আর আমি অন্তর থেকে প্রার্থনা করি যে আমি যেন আমার বাকি জীবন ধরে তাদের উদাহরণ অনুসারে চলে তাদের শ্রদ্ধা দেখাই।”