যিহোবাকে অনুকরণ করে পক্ষপাতশূন্য হোন
১ যিহোবা সমস্ত মানুষের জন্য চিন্তা করেন। তিনি পক্ষপাত করেন না আর তাই যে কেউ তাঁর ইচ্ছা পালন করে তিনি তাকে গ্রাহ্য করেন। (প্রেরিত ১০:৩৪, ৩৫) যীশুও পক্ষপাত না দেখিয়ে সব লোকেদের কাছে প্রচার করেছিলেন। (লূক ২০:২১) আমাদের সবার তাঁদের এই উদাহরণ অনুকরণ করে চলা দরকার। পৌল তাঁদের অনুকরণ করেছিলেন আর যে জন্য তিনি লিখেছিলেন: “সকলেরই একমাত্র প্রভু; যত লোক তাঁহাকে ডাকে, সেই সকলের পক্ষে তিনি ধনবান্।”—রোমীয় ১০:১২.
২ আমরা যখন সবরকমের লোকেদের কাছে গিয়ে ঈশ্বরের রাজ্যের সুসমাচার শোনাই তখন আমরা ঈশ্বরের গৌরব করি। তাই একজন লোক যে কোন জাতিরই হোন না কেন, সামাজিক মর্যাদা তার যাই হোক না কেন, তিনি শিক্ষিত হোন বা অশিক্ষিত, ধনী হোন বা গরিব আমরা সকলকে এই সুসমাচার জানাব। (রোমীয় ১০:১১-১৩) আমরা স্ত্রী, পুরুষ, যুবক, বৃদ্ধের মধ্যেও কোনরকম পক্ষপাত করব না কিন্তু যারাই আমাদের কথা শুনবেন তাদের কাছে আমরা প্রচার করব। প্রত্যেক ব্যক্তি যাতে সত্য শোনার সুযোগ পান তার জন্য আমাদের প্রতিটা ঘরে যাওয়া দরকার।
৩ সবার প্রতি সত্যিকারের আগ্রহ দেখান: আমাদের লক্ষ্য সবার কাছে গিয়ে সাক্ষ্য দেওয়া। আর এই কথা মাথায় রেখে কিছু ভাইবোনেরা অনেক চেষ্টাও করেছেন যার ফলে তারা ডাক্তারখানায়, হাসপাতালে, নার্সিংহোমে, সমাজসেবামূলক প্রতিষ্ঠানে এবং পুনর্বাসন কেন্দ্রগুলোতে গিয়ে প্রচার করতে পেরেছেন। এছাড়া, ভাইবোনেরা পুলিশ অফিসার, স্কুল কর্তৃপক্ষ, উপদেষ্টা ও বিচারকদের কাছে গিয়েও প্রচার করেছেন। এই সমস্ত বড় বড় আধিকারিকদের কাছে প্রচার করার সময়, আমরা একটা কথা মনে রাখতে পারি যে সমাজের উপকারের জন্য তারা যে কাজ করেন তার জন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাদেরকে সম্মান দিয়ে কথা বলুন এবং পত্রিকা থেকে সেই প্রবন্ধগুলো বেছে নিন যেগুলো বিশেষ করে তারা যে কাজ করেন ও তারা যে ধরনের সমস্যার মুখোমুখি হন সেগুলো নিয়ে আলোচনা করে।
৪ একবার এক বোন একজন বিচারকের অফিসে গিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন। খুব ভাল আলোচনা হওয়ার পর তিনি বলেছিলেন: “আপনি জানেন যিহোবার সাক্ষিদের কোন্ জিনিসটা আমার ভাল লাগে? তারা তাদের নীতিগুলোর ব্যাপারে কখনও আপোশ করেন না।” এইভাবে এই উচ্চপদস্থ ব্যক্তির কাছে ভাল সাক্ষ্য দেওয়া হয়েছিল।
৫ লোকেদের হৃদয়ে কী আছে তা আমরা জানি না। কিন্তু, আমরা যখন ছোট বড় সবার কাছে প্রচার করি আমরা দেখাই যে যিহোবা আমাদের এই কাজে সাহায্য করছেন বলে আমরা বিশ্বাস করি। এছাড়া, এটা লোকেদেরকে আশার বার্তা শোনার ও তার প্রতি সাড়া দেওয়ার সুযোগ করে দেয়। (১ তীম. ২:৩, ৪) তাই আসুন আমরা বুদ্ধির সঙ্গে আমাদের সময়কে ব্যবহার করি এবং যিহোবাকে অনুকরণ করে পক্ষপাত না দেখিয়ে সকলের কাছে সুসমাচার প্রচার করি।—রোমীয় ২:১১; ইফি. ৫:১, ২.