আপনি কি নিয়মিত রাজ্যের সুসমাচার প্রচার করেন?
১ ১৯৯৯ সালের আগস্ট মাসে, ভারতে আজ পর্যন্তের মধ্যে প্রকাশকদের সর্বোচ্চ সংখ্যা ছিল ২১,২১২ জন, যে বৃদ্ধি দেখে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। সত্যিই সবাই মিলে চেষ্টা করাতেই এটা সম্ভব হয়েছিল! কিন্তু, তার পরের মাসগুলো থেকে প্রতি মাসে প্রচারকের গড় সংখ্যা ২০,০৯৫ হয়ে গিয়েছে, যা দেখায় যে কিছু প্রকাশকেরা নিয়মিত প্রচারে যেতে পারেন না। আর এর থেকে বোঝা যায় যে প্রতি ১৯ জনের মধ্যে ১ জন প্রতি মাসে প্রচারে যান না। তাই নিচে কিছু পরামর্শ দেওয়া হল, যা মেনে চলে এই সমস্যাকে দূর করা যেতে পারে।
২ সুযোগের জন্য উপলব্ধি দেখান: অন্যদের কাছে রাজ্যের সুসমাচার প্রচার করা আমাদের জন্য এক বিরাট সুযোগ আর এই সুযোগের জন্য আমাদের মন থেকে উপলব্ধি দেখানো দরকার। কারণ এটা করে আমরা যিহোবাকে খুশি করি ও ভাল মনের লোকেদের জীবনের পথ দেখাই। (হিতো. ২৭:১১; ১ তীম. ৪:১৬) এছাড়া নিয়মিত প্রচার করলে আমাদের অভিজ্ঞতা বাড়ে আর তার ফল দেখে আমরা আনন্দ পাই।
৩ সময় মতো রিপোর্ট দিন: কিছু ভাইবোনেরা আছেন, যারা প্রচার করেন ঠিকই কিন্তু সময় মতো রিপোর্ট দেন না। কোন ভাইবোনেরই এমন মনে করা উচিত নয় যে তারা যতটুকু প্রচার করেছেন, তা রিপোর্ট দেওয়ার মতো নয়। (মার্ক ১২:৪১-৪৪ পদের সঙ্গে তুলনা করুন।) আমরা যতটুকুই প্রচার করি না কেন, তার রিপোর্ট আমাদের দেওয়া উচিত! আর তার জন্য আপনি এক কাজ করতে পারেন, সবসময় প্রচারের পর কতখানি প্রচার করেছেন তা ক্যালেন্ডারে লিখে রাখতে পারেন। এটা করে আপনি মাসের শেষে ঠিক মতো রিপোর্ট দিতে পারবেন।
৪ ভাইবোনদের সাহায্য করুন: মণ্ডলীর ব্যবস্থাগুলোকে আরেকটু সুবিধাজনক করা যেতে পারে যেন যে ভাইবোনেরা নিয়মিত প্রচারে যেতে পারেন না তাদের সাহায্য করা যায়। এছাড়া মণ্ডলীর সচিব এবং বুকস্টাডির পরিচালক, এই ভাইবোনদের সাহায্য করার জন্য অভিজ্ঞ প্রকাশকদের বলবেন। আপনার ছেলেমেয়ে বা আপনার বাইবেল ছাত্র যদি অবাপ্তাইজিত প্রকাশক হয়, তাহলে প্রত্যেক মাসে তাদেরকে তাদের নিজেদের রিপোর্ট দিতে শেখান।
৫ ১৯৯৭ সালের ১লা অক্টোবরের প্রহরীদুর্গ-এ একটা জীবন কাহিনী আছে, যার শিরোনাম হল “যিহোবার সেবায় এক দীর্ঘ জীবনের জন্য কৃতজ্ঞ।” যেখানে বলা হয়েছে যে নরওয়ের এক বোন ওটিলি মিডল্যান্ড ১৯২১ সালে বাপ্তিস্ম নেওয়ার আগেই নিয়মিত সুসমাচার প্রচার করা শুরু করেছিলেন। ৭৬ বছর পর, ৯৯ বছর বয়সে তিনি বলেন: “আমি খুশি যে এক নিয়মিত প্রকাশক থাকা আমার পক্ষে এখনও সম্ভব হয়ে চলেছে।” সত্যিই সমস্ত যিহোবার সাক্ষিদের জন্য এই বোন কতই না ভাল এক উদাহরণ!