আগস্ট কি একটি স্বতন্ত্র মাস হবে?
১ যিহোবার লোকেদের জন্য ১৯৬৩ সাল ছিল একটি স্বতন্ত্র বছর। আপনি কি জানেন কেন? কারণ সেই সময় জগদ্ব্যাপী প্রকাশকদের সংখ্যা দশ লক্ষে পৌঁছেছিল। সেই সময় যদি আপনি সত্যে থেকে থাকেন, তাহলে আপনি হয়ত স্মরণ করতে পারেন যে রাজ্যের বার্তা প্রচারের জন্য এত জন প্রকাশক থাকায় আমরা কতই না রোমাঞ্চিত হয়েছিলাম! এখন, কেবল যুক্তরাষ্ট্রেই এই সংখ্যক প্রকাশক আছেন। কিন্তু প্রত্যেক মাসে, কেবল যুক্তরাষ্ট্রেই গড়ে ৯০,০০০ জন প্রকাশক তাদের পরিচর্যার রিপোর্ট দেন না। ভারতেও অনুরূপ পরিস্থিতি বর্তমান।
২ প্রতিদ্বন্দ্বিতাটি গ্রহণ করুন: আগস্ট মাসে সোসাইটি যুক্তরাষ্ট্রে দশ লক্ষ প্রকাশকের সর্বকালীন শীর্ষ সংখ্যায় পৌঁছানোর চেষ্টা করছে। আর ভারতের জন্য আমাদের লক্ষ্য হল ২০,০০০ জন প্রকাশক। আমাদের প্রচেষ্টা যদি সফল হয়, তাহলে এখানেও আগস্ট একটি স্বতন্ত্র মাস হবে! আর আমরা তা করতে পারি যদি কিনা আমরা সকলে আমাদের অংশটুকু করি।
৩ যারা দূরে কোথাও ছুটি কাটানোর পরিকল্পনা করছেন তারা যাওয়ার পূর্বে কিছুটা সময় পরিচর্যায় ব্যয় করতে পারেন। আপনার সঙ্গে কিছু ট্র্যাক্ট, ব্রোশার অথবা পত্রিকা নিন যাতে করে যাত্রাপথে যে লোকেদের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়, তাদের কাছে আপনি সাক্ষ্য দিতে পারেন। এছাড়া, আপনার গন্তব্যস্থলে পৌঁছে সেখানকার স্থানীয় প্রকাশকদের সঙ্গে আপনি পরিচর্যায় অংশ নেওয়াকে উপভোগ করতে পারেন।
৪ এমনকি যদি আপনি অক্ষম হন, তবুও পরিচর্যায় আপনার অংশ থাকতে পারে। আপনি হয়ত চিকিৎসক, নার্স অথবা আপনাকে যারা দেখতে আসেন তাদের কাছে সাক্ষ্য দিতে পারেন। কিংবা আপনি হয়ত চিঠি অথবা টেলিফোনের মাধ্যমে সাক্ষ্যদান করতে পারেন।
৫ আগস্ট মাসে ক্ষেত্রের পরিচর্যায় অংশ নেওয়ার জন্য কিছুজন নিঃসন্দেহেই সাহায্য পেতে চাইবেন। প্রাচীন, পরিচারক দাস এবং বুকস্টাডি পরিচালকদের এই সাহায্য প্রদানের জন্য ব্যবস্থা করা উচিত। তাই যে কোন রকমেই, মাসের শেষে আপনার ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দিতে যেন ভুলে যাবেন না যাতে করে আগস্ট মাসে আপনি একজন প্রকাশক হিসাবে পরিগণিত হতে পারেন।
৬ সুযোগটিকে মূল্যবান জ্ঞান করুন: পরিচর্যা হল একটি “উত্তম ধন।” (২ তীম. ১:১৪) সুসমাচার প্রচার করার যে সুযোগ আমাদেরকে অর্পণ করা হয়েছে সেটি আমরা উপলব্ধি করি। (১ থিষল. ২:৪) যিহোবা আমাদের জন্য যা কিছু করেছেন তা যখন আমরা বিবেচনা করি, তখন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে সারা বছর ধরে অবিরতভাবে অংশ নিতে আমাদের অনুপ্রাণিত হওয়া উচিত। এমন কোনকিছুকেই আমরা অনুমতি দেব না যা আমাদের নিয়মিতভাবে প্রচার করা থেকে বিরত করতে পারে। তাই আসুন আমরা যিহোবার পরিচর্যায় আগস্ট মাসকে একটি স্বতন্ত্র মাসে পরিণত করি ও তারপর থেকে প্রতিটি মাসে তাঁর সম্বন্ধে সাক্ষ্য দিতে দৃঢ়সংকল্প হই!—গীত. ৩৪:১.