ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০২ পৃষ্ঠা ৮
  • এক সঠিক রিপোর্ট তৈরিতে আপনি কি অবদান রাখেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এক সঠিক রিপোর্ট তৈরিতে আপনি কি অবদান রাখেন?
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রশ্ন বাক্স
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষের সঙ্গে সহযোগিতা করুন
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষরা যেভাবে ব্যক্তিগত আগ্রহ দেখান
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি নিয়মিত রাজ্যের সুসমাচার প্রচার করেন?
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০২ পৃষ্ঠা ৮

এক সঠিক রিপোর্ট তৈরিতে আপনি কি অবদান রাখেন?

১ বাইবেলের অনেক বিবরণে নির্দিষ্ট সংখ্যার বিষয় উল্লেখ করা হয়েছে, যেগুলো কী ঘটেছিল সেই বিষয়ে স্পষ্ট ধারণা পেতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, গিদিয়োন মাত্র ৩০০ জন পুরুষকে সঙ্গে নিয়ে মিদিয়নীয় শিবিরকে পরাজিত করেছিলেন। (বিচার. ৭:⁠৭) যিহোবার দূত ১,৮৫,০০০ অশূরীয় সৈন্যকে হত্যা করেছিল। (২ রাজা. ১৯:৩৫) সা.কা. ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিনে প্রায় ৩,০০০ জন বাপ্তিস্ম নিয়েছিল এবং এর কিছুদিন পর বিশ্বাসীদের সংখ্যা বেড়ে প্রায় ৫,০০০ জনে দাঁড়িয়েছিল। (প্রেরিত ২:৪১; ৪:⁠৪) এই বিবরণগুলো থেকে এটা স্পষ্ট যে, ঈশ্বরের প্রাচীন দাসেরা পূর্ণ ও সঠিক নথি সংগ্রহ করার জন্য যথেষ্ট প্রচেষ্টা করেছিল।

২ আজকে যিহোবার সংগঠন প্রত্যেক মাসে আমাদের ক্ষেত্রের পরিচর্যার কাজের রিপোর্ট দিতে নির্দেশ দেয়। এই ব্যবস্থার সঙ্গে বিশ্বস্তভাবে আমাদের সহযোগিতা করা, কার্যকারীভাবে প্রচার কাজ দেখাশোনা করার ক্ষেত্রে অবদান রাখে। রিপোর্টগুলো হয়তো প্রকাশ করতে পারে যে, পরিচর্যার কোন একটা দিকে হয়তো মনোযোগ দেওয়ার দরকার বা ক্ষেত্রের নির্দিষ্ট একটা অংশে হয়তো আরও কর্মীর প্রয়োজন আছে। মণ্ডলীতে, ক্ষেত্রের পরিচর্যার রিপোর্টগুলো প্রাচীনদের সেই ব্যক্তিদের শনাক্ত করতে সাহায্য করে, যারা তাদের পরিচর্যাকে বাড়াতে পারে ও যাদের সাহায্যের দরকার রয়েছে। আর রাজ্যের প্রচার কাজের উন্নতির রিপোর্টগুলো পুরো খ্রীষ্টীয় ভ্রাতৃসমাজের জন্য উৎসাহ জোগায়। এক সঠিক রিপোর্ট তৈরিতে অবদান রাখতে আপনি কি আপনার অংশটুকু করছেন?

৩ আপনার ব্যক্তিগত দায়িত্ব: আপনি পরিচর্যায় কতখানি করেছেন, মাস শেষে তা মনে করতে কি আপনার অসুবিধা হয়? যদি হয়, তা হলে প্রতিবার ক্ষেত্রের পরিচর্যায় অংশগ্রহণ করার পর তা লিখে রাখুন না কেন? কেউ কেউ একটা ক্যালেন্ডার বা একটা ডায়েরি ব্যবহার করে। অন্যেরা ক্ষেত্রের পরিচর্যার একটা খালি রিপোর্ট স্লিপ তাদের সঙ্গে রাখে। মাস শেষে, দেরি না করে আপনার রিপোর্ট আপনার বই অধ্যয়ন অধ্যক্ষকে দিন। অথবা যদি চান, তা হলে আপনি হয়তো কিংডম হলের রিপোর্ট ফেলার বাক্সে আপনার রিপোর্ট জমা দিতে পারেন। যদি আপনি রিপোর্ট দিতে ভুলে যান, তা হলে বই অধ্যয়ন অধ্যক্ষ আপনার কাছে আসবেন বলে অপেক্ষায় না থেকে বরং, আপনি তার সঙ্গে শীঘ্র যোগাযাগ করুন। মনে করে আপনার কাজের রিপোর্ট দেওয়া যিহোবার ব্যবস্থার প্রতি সম্মান এবং যে-ভাইয়েরা রিপোর্ট সংগ্রহ ও তালিকাবদ্ধ করে, তাদের প্রতি প্রেমময় বিবেচনা দেখানো হয়।​—⁠লূক ১৬:⁠১০.

৪ বই অধ্যয়ন অধ্যক্ষের ভূমিকা: একজন সতর্ক ও মনোযোগী পালক হিসেবে, বই অধ্যয়ন অধ্যক্ষ সারামাসে দলের কাজের প্রতি আগ্রহ দেখান। (হিতো. ২৭:২৩) তিনি জানেন যে, প্রত্যেক প্রকাশক নিয়মিত, অর্থপূর্ণ ও আনন্দ সহকারে অংশগ্রহণ করছে কি না এবং সারামাসে কেউ যদি অংশ না নেয়, তা হলে দ্রুত তাকে সাহায্য করার জন্য তৈরি থাকেন। প্রায়ই দেখা যায় যে, যে-জিনিসটা দরকার তা হল একটু উৎসাহজনক কথা, ব্যবহারিক পরামর্শ বা তাকে সঙ্গে নিয়ে ক্ষেত্রের পরিচর্যায় বের হওয়ার আমন্ত্রণ।

৫ মাস শেষে বই অধ্যয়ন অধ্যক্ষ এই বিষয়ে নিশ্চিত হন যে, দলের সকলে তাদের কাজের রিপোর্ট দেওয়ার দায়িত্বটা পালন করেছে, যাতে সচিব পরের মাসের ছয় তারিখের মধ্যে শাখা অফিসে মণ্ডলীর সঠিক রিপোর্ট পাঠিয়ে দিতে পারেন। মাস শেষ হয়ে আসলে, দলকে রিপোর্ট দেওয়ার বিষয় একবার মনে করিয়ে দেওয়া এবং বই অধ্যয়নের জায়গায় রিপোর্ট স্লিপ রাখা তার জন্য সাহায্যকারী হতে পারে। যদি কেউ তাদের কাজের রিপোর্ট দিতে ভুলে যান, তা হলে তিনি তাদেরকে উপযুক্তভাবে মনে করিয়ে দিতে ও উৎসাহ দিতে পারেন।

৬ আমাদের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট সময়মতো দেওয়া এমন এক রিপোর্ট তালিকাবদ্ধ করতে অবদান রাখে, যা সঠিকভাবে প্রকাশ করে যে ক্ষেত্রে কী সম্পন্ন করা হয়েছিল। তাই, প্রতি মাসে সময়মতো আপনার কাজের রিপোর্ট দিয়ে আপনি কি আপনার অংশটুকু করবেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার