আপনার মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষের সঙ্গে সহযোগিতা করুন
১ আমরা প্রত্যেকেই মণ্ডলীর বই অধ্যয়ন থেকে অনেক উপকার লাভ করি। গত মাসে আমরা আলোচনা করেছিলাম যে, কীভাবে মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষ তার ভূমিকা পালন করেন। কিন্তু তার সঙ্গে সহযোগিতা করার আর এর ফলে নিজেদের ও অন্যদের উপকৃত করার জন্য আমরা কী করতে পারি?
২ প্রত্যেক সপ্তাহে উপস্থিত থাকুন: বই অধ্যয়ন দলগুলোকে ছোট রাখা হয় বলে, আপনার উপস্থিত হওয়া জরুরি। প্রত্যেক সপ্তাহে উপস্থিত থাকাকে আপনার লক্ষ্য করুন। এ ছাড়া, ঠিক সময়ে উপস্থিত হয়েও আপনি সাহায্য করতে পারেন, কারণ এটা অধ্যক্ষকে সুনিয়মিতভাবে সভা শুরু করতে সুযোগ দেয়।—১ করি. ১৪:৪০.
৩ গঠনমূলক মন্তব্যগুলো: আরেকটা যে-উপায়ে আপনি সহযোগিতা করতে পারেন তা হল, ভালভাবে প্রস্তুত হয়ে ও গঠনমূলক মন্তব্যগুলো করে। শুধু একটা বিষয়কে তুলে ধরে এমন মন্তব্যগুলো করা সাধারণত সবচেয়ে ভাল আর এটা অন্যদেরও মন্তব্য করতে সুযোগ দেয়। একটা অনুচ্ছেদের সবকিছু বলা এড়িয়ে চলার চেষ্টা করুন। বিষয়বস্তুর কোন একটা বিষয় যদি আপনার হৃদয় স্পর্শ করে, তা হলে আপনার চিন্তাধারাকে মন্তব্যের মাধ্যমে প্রকাশ করে আলোচনাকে আগ্রহজনক করে তুলুন।—১ পিতর ৪:১০.
৪ দলের উপকারার্থে আপনার যদি অনুচ্ছেদগুলো পড়ার সুযোগ থাকে, তা হলে সেই দায়িত্ব পূর্ণ করার ক্ষেত্রে অধ্যবসায়ী হোন। ভাল করে পড়া অধ্যয়নের সফলতায় অবদান রাখে।—১ তীম. ৪:১৩.
৫ দলগত সাক্ষ্যদান: অনেক বই অধ্যয়নের জায়গায় ক্ষেত্রের পরিচর্যার জন্য সভা হয়ে থাকে আর এই ব্যবস্থাগুলোতে আপনার সমর্থন অধ্যক্ষকে সুসমাচার প্রচারের কাজে নেতৃত্ব দিতে সাহায্য করে। এই ব্যবস্থাগুলোকে আপনার ভাইদের আরও কাছে আসার এবং তাদের উৎসাহিত করার সুযোগ হিসেবে দেখুন।
৬ ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট: প্রত্যেক মাসের শেষে দেরি না করে আপনার ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়া হল অধ্যক্ষের সঙ্গে সহযোগিতা করার অন্য আরেকটা উপায়। আপনি হয়তো সরাসরি তার হাতে সেটা দিতে পারেন অথবা কিংডম হলে ক্ষেত্রের পরিচর্যার জন্য নির্ধারিত বাক্সে ফেলতে পারেন। বই অধ্যয়ন অধ্যক্ষদের দ্বারা সংগৃহীত ক্ষেত্রের পরিচর্যার রিপোর্টগুলো একত্রিত করতে সচিব বাক্সটা ব্যবহার করতে পারেন।
৭ আপনার মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষের সঙ্গে আপনার সহযোগিতা কারও নজর এড়াবে না। সর্বোপরি, আপনি নিশ্চিত থাকতে পারেন যে, যিহোবা ‘আপনার আত্মার সহবর্ত্তী’ হবেন।—ফিলি. ৪:২৩.