যেভাবে আপনার ক্ষেত্রের পরিচর্যার দল থেকে উপকার লাভ করা যায়
১. আমাদের ক্ষেত্রের পরিচর্যার দলের মাধ্যমে মণ্ডলীর বই অধ্যয়ন ব্যবস্থার কোন উপকারগুলো এখনও পাওয়া যায়?
১ আপনি কি মণ্ডলীর বই অধ্যয়নের নির্দিষ্ট কিছু দিক থেকে বঞ্চিত হচ্ছেন? দলগুলো ছিল ছোটো আর পরিবেশটা ছিল আরও খোলামেলা। এটা বন্ধুত্ব গড়ে তোলাকে সহজ করেছিল, যেটা আমাদেরকে বিশ্বাসে দৃঢ় থাকতে সাহায্য করেছিল। (হিতো. ১৮:২৪) বই অধ্যয়ন অধ্যক্ষ আমাদের স্বতন্ত্র পরিস্থিতির বিষয়ে জানতে এবং ব্যক্তিগতভাবে উৎসাহ প্রদান করতে পারতেন। (হিতো. ২৭:২৩; ১ পিতর ৫:২, ৩) আমাদের ক্ষেত্রের পরিচর্যার দলের মাধ্যমে এই উপকারগুলো এখনও পাওয়া যায়।
২. কীভাবে আমরা আমাদের ক্ষেত্রের পরিচর্যার দলের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলার জন্য নিজে থেকে এগিয়ে যেতে পারি, যেটা আমাদেরকে বিশ্বাসে দৃঢ় থাকতে সাহায্য করে?
২ নিজে থেকে এগিয়ে যান: ক্ষেত্রের পরিচর্যার দলগুলো সাধারণত, বই অধ্যয়ন দলগুলোর মতোই একই আকারের হয়ে থাকে। অন্যদের সাথে পরিচর্যায় “একসংগে” কাজ করার ফলে এক ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠতে পারে। (ফিলি. ১:২৭, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন) আপনি আপনার দলের কতজনের সঙ্গে কাজ করেছেন? এই ক্ষেত্রে আপনি কি “প্রশস্ত” হতে পারেন? (২ করি. ৬:১৩) এ ছাড়া, আমরা হয়তো মাঝে মাঝে আমাদের দলের কাউকে আমাদের পারিবারিক উপাসনার সন্ধ্যায় যোগ দেওয়ার অথবা খাবারের জন্য আমন্ত্রণ জানাতে পারি। কিছু মণ্ডলীতে, ক্ষেত্রের পরিচর্যার দলগুলো পালা পালা করে অতিথি বক্তার প্রতি আতিথেয়তা দেখিয়ে থাকে। তাদের নির্ধারিত সপ্তাহে অতিথি বক্তা খাবারের জন্য আসতে পারুক বা না পারুক, দলটি খাবারের জন্য একত্রিত হয়ে পারস্পরিক উৎসাহ বিনিময় করতে পারে।
৩. আমাদের ক্ষেত্রের পরিচর্যা দলে থেকে যত্ন লাভ করার কয়েকটা সুযোগ কী?
৩ যদিও মণ্ডলী এখন সপ্তাহে দুবার একত্রিত হয়, কিন্তু এর মানে এই নয় যে, প্রকাশকরা কম যত্ন পাবে। দল অধ্যক্ষদেরকে প্রতিটা দলে নিযুক্ত করা হয়েছে, যাতে তারা আলাদা আলাদাভাবে প্রত্যেককে পরিচর্যার জন্য উৎসাহিত করে ও প্রশিক্ষণ দেয়। আপনার দল অধ্যক্ষ যদি এখনও আপনার সঙ্গে পরিচর্যায় কাজ না করে থাকেন, তাহলে তার সঙ্গে কাজ করার কথা বলুন না কেন? এ ছাড়া, পরিচর্যা অধ্যক্ষ প্রতি মাসের একটা সপ্তাহান্তে এক-একটা দলের সঙ্গে পরিচর্যায় অংশ নিয়ে থাকেন। ছোটো মণ্ডলীগুলোতে, যেখানে কেবলমাত্র কয়েকটা ক্ষেত্রের পরিচর্যা দল রয়েছে, সেখানে তিনি হয়তো প্রতিটা দলের সঙ্গে বছরে দুবার সাক্ষাৎ করার ব্যবস্থা করতে পারেন। তিনি যখন আপনার দলে সেবা করেন, তখন পরিচর্যায় যাওয়ার জন্য আপনি কি আপনার তালিকার রদবদল করেন?
৪. (ক) ক্ষেত্রের পরিচর্যার সভাগুলোকে কীভাবে সংগঠিত করা হয়ে থাকে? (খ) ক্ষেত্রের পরিচর্যার সভাগুলোর জন্য কেন আমাদের নিজেদের বাড়ি ব্যবহার করতে দেওয়ার বিষয়টা বিবেচনা করা উচিত?
৪ সপ্তাহান্তগুলোতে প্রতিটা দলের জন্যই ক্ষেত্রের পরিচর্যায় আলাদাভাবে মিলিত হওয়া প্রায়ই সুবিধাজনক হয়ে থাকে। প্রায় একই সময়ে বিভিন্ন জায়গায় পরিচর্যার জন্য মিলিত হওয়া হয়তো, প্রকাশকদের জন্য ক্ষেত্রের পরিচর্যার সভায় আর সম্ভবত প্রচারের এলাকায় যাওয়াকে আরও সহজ করতে পারে। প্রকাশকদেরকে দ্রুত ছোটো ছোটো দলে ভাগ করে দেওয়া যেতে পারে, যাতে তারা দেরি না করে এলাকার দিকে যাওয়া শুরু করতে পারে। এ ছাড়া, এতে দল অধ্যক্ষের জন্যও তার দলের প্রতি ভালোভাবে মনোযোগ দেওয়া আরও সহজ হয়। তবে, পরিস্থিতির কারণে হয়তো দুই বা ততোধিক দল একসঙ্গে যোগ দেওয়া প্রয়োজন বলে মনে করতে পারে। মাসের প্রথম শনিবার অথবা প্রহরীদুর্গ অধ্যয়নের পর পুরো মণ্ডলী যদি ক্ষেত্রের পরিচর্যা সভার জন্য একত্রে মিলিত হয়, তাহলে প্রতিটা দলের জন্য একত্রে বসা প্রায়ই উপকারজনক, যাতে প্রার্থনা দিয়ে ক্ষেত্রের পরিচর্যা সভা শেষ করার আগে, দল অধ্যক্ষ কয়েক মিনিট সময় নিয়ে তার দলকে ছোটো ছোটো দলে ভাগ করে দিতে পারেন। “আপনি কি আপনার বাড়ি ব্যবহার করতে দিতে পারেন?” শিরোনামের বাক্সটা দেখুন।
৫. যদিও মণ্ডলীর বই অধ্যয়নের ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে, তবুও কোন বিষয়ে আমরা আস্থা রাখতে পারি?
৫ যদিও মণ্ডলীর বই অধ্যয়নের ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে, তবুও যিহোবা তাঁর ইচ্ছা পালন করার জন্য আমাদের প্রয়োজনীয় সমস্তকিছু ক্রমাগত জুগিয়ে যাচ্ছেন। (ইব্রীয় ১৩:২০, ২১) যিহোবার যত্নাধীনে আমাদের কোনোকিছুরই অভাব নেই। (গীত. ২৩:১) আমাদের ক্ষেত্রের পরিচর্যা দলের মাধ্যমে অনেক আশীর্বাদ লাভ করা যাচ্ছে। আমার যদি নিজে থেকে এগিয়ে যাই এবং ‘আশীর্ব্বাদের সহিত বীজ বুনি,’ তাহলে আমরা ‘আশীর্ব্বাদের সহিত শস্যও কাটিব।’—২ করি. ৯:৬.
[৬ পৃষ্ঠার বাক্স]
আপনি কি আপনার বাড়ি ব্যবহার করতে দিতে পারেন?
ব্যবহার করার জন্য যথেষ্ট বাড়ি না থাকায় কিছু কিছু মণ্ডলীর দলগুলো সপ্তাহান্তে ক্ষেত্রের পরিচর্যা সভার জন্য একসঙ্গে মিলিত হয়ে থাকে। ক্ষেত্রের পরিচর্যা সভা হল মণ্ডলীর ব্যবস্থার একটা অংশ, তাই এই সভাগুলোর জন্য আমাদের বাড়ি ব্যবহার করতে দেওয়া সত্যিই এক বিশেষ সুযোগ। আপনি কি আপনার বাড়ি ব্যবহার করতে দিতে পারেন? আপনার বাড়ি ছোটো বলে তা করা থেকে বিরত হবেন না। প্রাচীনেরা বই অধ্যয়নের জন্য স্থানগুলো বেছে নেওয়ার সময় যে-বিষয়গুলো বিবেচনা করত, সেই একই বিষয়গুলো তারা আপনার বাড়ির অবস্থান এবং অন্যান্য বিষয় সম্বন্ধে চিন্তা করার সময় বিবেচনা করবে। আপনি যদি আপনার বাড়ি ব্যবহার করতে দিতে চান, তাহলে আপনার দল অধ্যক্ষকে তা জানান।