ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৭ পৃষ্ঠা ১০
  • মণ্ডলীর বই অধ্যয়ন ব্যবস্থা যেভাবে আমাদের সাহায্য করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মণ্ডলীর বই অধ্যয়ন ব্যবস্থা যেভাবে আমাদের সাহায্য করে
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • মণ্ডলীর বই অধ্যয়ন —যে-কারণে এটা আমাদের দরকার
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষরা যেভাবে ব্যক্তিগত আগ্রহ দেখান
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যেভাবে আপনার ক্ষেত্রের পরিচর্যার দল থেকে উপকার লাভ করা যায়
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রশ্নবাক্স
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৭ পৃষ্ঠা ১০

মণ্ডলীর বই অধ্যয়ন ব্যবস্থা যেভাবে আমাদের সাহায্য করে

১ আমাদের সাপ্তাহিক পাঁচটা সভার প্রত্যেকটা, পরিচালনা ও উদ্দেশ্যের দিক দিয়ে ভিন্ন। কিন্তু, এর সবগুলোই ‘পরস্পর মনোযোগ করিবার, প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিবার’ জন্য আমাদের সাহায্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। (ইব্রীয় ১০:২৪, ২৫) মণ্ডলীর বই অধ্যয়ন ব্যবস্থার কিছু অদ্বিতীয় ও উপকারজনক দিক কী?

২ আধ্যাত্মিকভাবে উন্নতি করার জন্য সাহায্য: কোনো বই অধ্যয়নে লোকেদের উপস্থিতির সংখ্যা সাধারণত মণ্ডলীর অন্যান্য সভায় উপস্থিতির সংখ্যার চেয়ে অনেক কম। এটা বন্ধুত্ব গড়ে তোলাকে আরও সহজ করে, যা হল আধ্যাত্মিক সাহায্যের এক উৎস। (হিতো. ১৮:২৪) আপনি কি আপনার বই অধ্যয়ন দলের প্রত্যেকের সঙ্গে পরিচিত হতে চেষ্টা করেছেন, প্রত্যেককে পরিচর্যায় আপনার সঙ্গে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন? এ ছাড়া বই অধ্যয়ন ব্যবস্থা, বই অধ্যয়ন অধ্যক্ষকে দলের প্রত্যেকের আলাদা আলাদা পরিস্থিতি সম্বন্ধে জানতে ও ব্যক্তিগত উৎসাহ প্রদান করতে সাহায্য করে।​—⁠হিতো. ২৭:২৩.

৩ আপনি কি আপনার বাইবেল ছাত্রদের আপনার সঙ্গে বই অধ্যয়নে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন? আমাদের বড় সভাগুলোতে যোগদান করতে অনিচ্ছুক এমন আগ্রহী ব্যক্তিরা হয়তো একটা ছোট সভায়, বিশেষ করে কারো বাড়িতে যোগ দিতে ততটা অস্বস্তি বোধ করবে না। বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছোট ছেলেমেয়েদের ও যারা নতুন মেলামেশা করছে, তাদের জন্য মন্তব্য করাকে আরও সহজ করে দেয়। আর যেহেতু দলটি অপেক্ষাকৃত ছোট হয়, তাই মন্তব্য করার ও যিহোবার প্রশংসা করার জন্য আমাদের আরও বেশি সুযোগ থাকে।​—⁠গীত. ১১১:⁠১.

৪ বই অধ্যয়নগুলো সাধারণত এলাকা জুড়ে সুবিধাজনক জায়গাগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে। যদিও সকলকেই তাদের কাছাকাছি জায়গায় যোগদান করার জন্য ভাগ করে দেওয়া সম্ভবপর হয় না কিন্তু মণ্ডলীর অন্যান্য সভায় যোগদান করার জন্য আমাদের যতখানি যাত্রা করতে হয়, সেই তুলনায় আমাদের নির্ধারিত বই অধ্যয়নে যোগদান করার জন্য হয়তো তার চেয়ে কম যাত্রা করতে হতে পারে। এ ছাড়া, বই অধ্যয়নের জায়গা হয়তো ক্ষেত্রের পরিচর্যার জন্য এক সুবিধাজনক সভাস্থল হিসেবেও ব্যবহৃত হতে পারে।

৫ পরিচর্যার জন্য সাহায্য: বই অধ্যয়ন অধ্যক্ষ প্রত্যেককে সাহায্য করতে আগ্রহী, যাতে তারা পরিচর্যায় নিয়মিতভাবে, অর্থপূর্ণভাবে ও আনন্দের সঙ্গে অংশ নিতে পারে। তাই, দলের প্রত্যেকের সঙ্গে কাজ করার জন্য তিনি প্রচেষ্টা করেন ও পরিচর্যার বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিগত সাহায্য প্রদান করেন। পরিচর্যার নির্দিষ্ট কোনো ক্ষেত্র, যেমন পুনর্সাক্ষাৎ করাকে যদি আপনি কঠিন বলে মনে করেন, তা হলে আপনার বই অধ্যয়ন অধ্যক্ষকে তা জানান। সম্ভবত তিনি দলের অভিজ্ঞ একজন প্রকাশকের সঙ্গে আপনার কাজ করার ব্যবস্থা করে দিতে পারেন। বই অধ্যয়ন অধ্যক্ষ যখন বই অধ্যয়ন পরিচালনা করেন, তখন তার উত্তম শিক্ষাদানের পদ্ধতিগুলোর প্রতি ভাল করে মনোযোগ দেওয়ার দ্বারা বাইবেল অধ্যয়নগুলোতে আপনার শিক্ষাদানের দক্ষতা উন্নত হবে।​—⁠১ করি. ৪:১৭.

৬ মণ্ডলীর বই অধ্যয়ন ব্যবস্থা কী এক আশীর্বাদ! যিহোবার কাছ থেকে আসা এই প্রেমময় ব্যবস্থা আমাদেরকে যে-কঠিন সময়ে আমরা বাস করছি, সেই সময়ে আমাদের নিশ্চিত আধ্যাত্মিক অবস্থানকে বজায় রাখতে সাহায্য করে।​—⁠গীত. ২৬:১২.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. আমাদের সাপ্তাহিক পাঁচটা সভা কীভাবে আমাদেরকে সাহায্য করে?

২. বই অধ্যয়নে একটা ছোট দলের সভা থেকে কোন উপকারগুলো লাভ করা যায়?

৩. কীভাবে বই অধ্যয়ন ব্যবস্থা বাইবেল ছাত্রদের মন্তব্য করতে ও সেইসঙ্গে যোগদান করতে উৎসাহিত করে?

৪. বই অধ্যয়ন ব্যবস্থা হয়তো কোন কোন দিক দিয়ে সুবিধাজনক হতে পারে?

৫. আমাদের বই অধ্যয়ন অধ্যক্ষের কাছ থেকে আমরা কীভাবে পরিচর্যায় সাহায্য পেতে পারি?

৬. কেন আমাদের বই অধ্যয়ন ব্যবস্থা থেকে পূর্ণরূপে উপকার লাভ করার জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার