প্রশ্নবাক্স
▪ মণ্ডলীতে কখন আরও একটা বই অধ্যয়ন দল গঠন করা ঠিক হবে?
নতুন বই অধ্যয়ন দল গঠন করার বিষয়টা তখনই বিবেচনা করা উচিত যখন কিংডম হল ও সেইসঙ্গে অন্যান্য প্রত্যেকটা বই অধ্যয়ন দলের সদস্য সংখ্যা ১৫ কিংবা তার একটু কম রাখার দরকার হয়। কেন এরকম পরামর্শ দেওয়া হয়েছে?
বই অধ্যয়ন দল ছোট রাখলে, যে ভাই বই অধ্যয়ন পরিচালনা করেন তিনি সভায় উপস্থিত সকলের প্রতি আরও ভাল করে মনোযোগ দিতে পারেন। এছাড়া এতে সকলেই উত্তর দেওয়ার যথেষ্ট সুযোগ পান, যা তাদেরকে তাদের বিশ্বাস সকলের সামনে প্রকাশ করতে সাহায্য করে। (ইব্রীয় ১০:২৩; ১৩:১৫) মণ্ডলীর এলাকার বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট দল থাকলে, মণ্ডলীর বই অধ্যয়ন ও ক্ষেত্রের পরিচর্যা সভায় আসা আরও সুবিধাজনক হয়। যে মণ্ডলীগুলোতে বই অধ্যয়ন দলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, দেখা গেছে যে বই অধ্যয়নগুলোর একত্রিত উপস্থিতির সংখ্যাও বেড়ে গেছে।
বিশেষ পরিস্থিতির জন্য হয়তো আরেকটা বই অধ্যয়ন দল গঠন করার পরামর্শ দেওয়া হয়, এমনকি তা যদি ছোট আকারেও হয়ে থাকে। আর এটা হয়তো তখনই হয়, যখন এলাকাটা বিচ্ছিন্ন অথবা বর্তমানে যেখানে বই অধ্যয়ন হয় সেখানে উপস্থিত সংখ্যা অতিরিক্ত বা সবার বসার জায়গা নেই। প্রয়োজন হলে বয়স্ক লোকেদের, যারা রাতে কাজ করেন অথবা যে বোনদের স্বামীরা সাক্ষি নন তাদের সকলের সুবিধার জন্য নতুন একটা দল গঠন করা যেতে পারে আর তারা দিনের বেলায় মিলিত হবেন।
প্রতিটা বই অধ্যয়ন দলে এমন কয়েকজন প্রকাশক ও সেইসঙ্গে একজন যোগ্য পরিচালক এবং পাঠককে নিযুক্ত করা উচিত, যারা আধ্যাত্মিক দিক দিয়ে দৃঢ় ও সক্রিয়। মণ্ডলীর প্রয়োজনগুলো মেটানোর জন্য ভাইদের আকাঙ্ক্ষা থাকা উচিত।
মণ্ডলীর বই অধ্যয়ন দলগুলোর আকার সঠিক আছে কি না এবং তাদেরকে আধ্যাত্মিক দিক দিয়ে যত্ন নেওয়া হচ্ছে কি না আর বই অধ্যয়নের জায়গা সকলের জন্য সুবিধাজনক কি না, এই বিষয়গুলোতে নিশ্চিত হয়ে প্রাচীনরা মণ্ডলীর প্রচার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাই, ঠিক বলে মনে হলে নতুন দল গঠন করা উচিত, যাতে এই অদ্বিতীয় আধ্যাত্মিক ব্যবস্থা থেকে সকলেই পুরোপুরি উপকার লাভ করতে পারেন। আপনি কি আপনার বাড়িতে বই অধ্যয়ন করতে দিতে পারেন? যারা দিয়েছেন তাদের অনেকেই প্রচুর আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করেছেন।