আপনি কি আপনার ঘর ব্যবহার করতে দিতে পারেন?
১ প্রথম শতাব্দীতে, মণ্ডলীর সভাগুলোর জন্য অনেক খ্রিস্টান তাদের ঘর ব্যবহার করতে দিয়েছিল। (১ করি. ১৬:১৯; কল. ৪:১৫; ফিলী. ১, ২) আজকে কিছু কিছু মণ্ডলীতে, মণ্ডলীর বই অধ্যয়ন দলগুলোর জন্য এবং ক্ষেত্রের পরিচর্যার সভাগুলো করার জন্য যথেষ্ট জায়গা নেই। আর এর ফলে কোনো কোনো বই অধ্যয়ন দলে উপস্থিতির সংখ্যা হয়তো ৩০ বা আরও অধিক, যা কিনা সুপারিশকৃত উপস্থিতির সংখ্যার চেয়ে প্রায় ১৫ জন বেশি।
২ এক উত্তম সুযোগ: আপনি কি আপনার ঘর মণ্ডলীর বই অধ্যয়নের জন্য ব্যবহার করতে দেওয়ার বিষয়ে চিন্তা করেছেন? পরিষ্কার-পরিচ্ছন্ন, যথেষ্ট আলো ও বাতাস রয়েছে এমন পর্যাপ্ত আকারের একটা রুম সভার জন্য যথাযথ হবে। যেহেতু বই অধ্যয়ন হল মণ্ডলীর একটা সভা এবং যিহোবার লোকেদের শিক্ষা দেওয়ার জন্য তাঁর আয়োজনের অংশ, তাই আপনার ঘরে বই অধ্যয়নের ব্যবস্থা থাকা এক উত্তম সুযোগ। অনেকেই জানায় যে, এই উদ্দেশ্যে তাদের ঘর ব্যবহার করতে দিয়ে তারা আধ্যাত্মিকভাবে উপকৃত হয়েছে।
৩ যদি আপনি মনে করেন যে আপনার ঘর এর জন্য উপযুক্ত, তা হলে প্রাচীনদের তা জানান। তারা হয়তো আরও জায়গা খুঁজছে। যদি আপনার ঘরে বই অধ্যয়ন করা সম্ভবপর না হয়, তা হলে সেখানে কি ক্ষেত্রের পরিচর্যার সভাগুলো করা যেতে পারে? এমনকি বর্তমানে যদি দরকার না-ও থাকে, তারপরও প্রাচীনরা এটা জেনে কৃতজ্ঞ থাকবে যে আপনার ঘর ব্যবহারের জন্য পাওয়া যাবে। আপনি হয়তো ভবিষ্যতে এই বিশেষ সুযোগটি উপভোগ করতে পারেন।
৪ ভদ্র আচরণ দেখানো: কারও ব্যক্তিগত ঘরে একত্রিত হলে, উপস্থিত সকলের সেই গৃহকর্তার জিনিসপত্রের প্রতি যত্নশীল হওয়া দরকার। বাবামাদের নিশ্চিত হওয়া উচিত যে, তাদের ছেলেমেয়েরা অধ্যয়নের জন্য নির্ধারিত জায়গাতেই আছে, ঘরের ব্যক্তিগত জায়গাগুলোতে যাচ্ছে না। এ ছাড়া, প্রতিবেশীদের জন্যও বিবেচনা দেখানো উচিত, তাদের অযথা ঝামেলায় ফেলা এড়িয়ে চলার ব্যাপারে সতর্ক থাকা উচিত।—২ করি. ৬:৩, ৪; ১ পিতর ২:১২.
৫ ইব্রীয় ১৩:১৬ পদ আমাদের “উপকার ও সহভাগিতার কার্য্য” ভুলে না যেতে উৎসাহ দেয় “কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন।” তাই, মণ্ডলীর সভার জন্য আপনার ঘর ব্যবহার করতে দেওয়া হবে উপকার ও সহভাগিতার কাজ করার এবং ‘আপনার ধনে সদাপ্রভুকে সম্মান করিবার’ এক উত্তম উপায়।—হিতো. ৩:৯.