যিহোবার সাক্ষিদের ২০০৩ সালের “ঈশ্বরকে গৌরব প্রদান করুন” জেলা সম্মেলন
১ যিহোবা তাঁর বিশ্বস্ত ভাববাদী যিশাইয়ের মাধ্যমে আদেশ দিয়েছিলেন: “হে আমার প্রজাগণ, আমার বাক্যে অবধান কর; হে আমার জনবৃন্দ, আমার বচনে কর্ণপাত কর।” (যিশা. ৫১:৪) শেষ কালের এই বৃদ্ধিরত বিষম সময়ে আমরা কি একমত নই যে, যিহোবার আদেশগুলোর প্রতি কর্ণপাত করা আগের চেয়ে এখন আরও বেশি গুরুত্বপূর্ণ? যে-উপায়গুলোতে আমরা যিহোবার কথায় ‘কর্ণপাত করি,’ সেগুলোর মধ্যে একটা হল, উপাসনার জন্য মিলিত হওয়ার ব্যাপারে তাঁর আদেশের বাধ্য হওয়া। আমাদের বার্ষিক জেলা সম্মেলনগুলো যা জোগাবে, সেই বিশেষ সুযোগের জন্য আমরা কতই না আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি! যিহোবার সাক্ষিদের পরিচালক গোষ্ঠী ২০০৩ সালে পুনরায় ভারত শাখার অধীনে বিভিন্ন জায়গায় অনেকগুলো জেলা সম্মেলনের ব্যবস্থা করেছে।
২ গত বছর ভারতে আধ্যাত্মিকভাবে সতেজদায়ক “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলনগুলোতে ৩৩,৩৭২ জন ব্যক্তি উপস্থিত ছিল। এটা দেখা খুবই উৎসাহজনক যে, নয়টি সম্মেলনে ৮০৭ জন ব্যক্তি জলে বাপ্তিস্ম নিয়ে তাদের উৎসর্গীকরণকে প্রকাশ করেছিল। সম্মেলনগুলোতে যে-ব্যবস্থা করা হয়েছিল, তা সম্মেলন অভ্যাগতদের গভীরভাবে প্রেরণা দিয়েছে। চারটে সম্মেলন শহরের (চেন্নাই, কোচি, মুম্বাই এবং সেকেন্দ্রাবাদ) ভাইবোনেরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার অভ্যাগতদের প্রতি আতিথেয়তা দেখিয়েছিল, যাদের মধ্যে অনেকেই জীবনে এই প্রথমবারের মতো এইধরনের বড় সমাবেশ দেখেছে। আর নিঃসন্দেহে সমস্ত অভ্যাগতরা আনন্দদায়ক মেলামেশা এবং আধ্যাত্মিক পুষ্টি উপভোগ করেছিল। এইধরনের উৎসাহ পেয়ে আমরা কি আমাদের প্রেম ও ভাল কাজগুলো আরও বাড়ানোর জন্য উদ্দীপিত হই না? কোনো সন্দেহ নেই যে, এই প্রসন্নতার সময়ে ঈশ্বরের গৌরব করতে আরও অনেককে সাহায্য করার জন্য আমরা উত্তমভাবে সজ্জিত হয়েছি এবং প্রেরণা পেয়েছি।—২ করি. ৬:১, ২.
৩ আমরা যখন আমাদের ২০০৩ সালের জেলা সম্মেলনের বিষয় আগে থেকে চিন্তা করি, তখন আমরা আমাদের মূল্যবান ভ্রাতৃত্ব উপভোগ করার সতেজ সুযোগগুলোর জন্য সানন্দে প্রতীক্ষা করব এবং যিহোবা আমাদের যে-একতা দিয়েছেন, সেইজন্য তাঁকে ধন্যবাদ জানাব। আমাদের সম্মেলনগুলোর জন্য যে-ব্যবস্থাগুলো করা হচ্ছে, এর থেকে পূর্ণ উপকার লাভ করার জন্য আমরা কী করতে পারি?
৪ প্রতিদিনই উপস্থিত থাকুন: বিশ্বস্ত বুদ্ধিমান দাস শ্রেণীর জোগানো নির্দেশনা থেকে পুরোপুরি উপকার পাওয়ার জন্য আমরা নিশ্চিত হতে চাই যে আমরা সম্মেলনের পুরো কার্যক্রমেই উপস্থিত থাকব। (মথি ২৪:৪৫) আপনার কি প্রতিদিন সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনার কর্মকর্তার কাছে ছুটি চাইতে হবে? নহিমিয়, রাজা অর্তক্ষস্তের কাছে যিরূশালেমের প্রাচীর পুনরায় নির্মাণ করতে যাওয়ার অনুমতি নেওয়ার আগে ‘স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করিয়াছিলেন।’ (নহি. ২:৪) একইভাবে, সম্মেলনের তিন দিনই যাতে আপনি উপস্থিত থাকতে পারেন, তাই আপনার কর্মকর্তার কাছে ছুটি চাওয়ার জন্য সাহস চেয়ে আপনারও যিহোবার কাছে প্রার্থনা করা উচিত। যদি আপনার কর্মকর্তা ছুটি দিতে না চান, তা হলে? হয়তো তার কাছে ব্যাখ্যা করা যেতে পারে যে, আমাদের সম্মেলনগুলোতে আমরা যে-নির্দেশনা পাই সেগুলো আমাদের সৎ, পরিশ্রমী এবং বিশ্বস্ত কর্মী হতে সাহায্য করে আর তা হলে তিনি হয়তো রাজি হতে পারেন। এ ছাড়া, আমাদের পরিবারে যদি অবিশ্বাসী সদস্যরা থাকে, তা হলে তাদেরকে আমাদের সম্মেলনের পরিকল্পনার বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব আগে থেকে জানানো প্রেমের কাজ হবে।
৫ নতুন রুমিং ব্যবস্থা: একটা বড় সম্মেলনে উপস্থিত শত শত ব্যক্তির জন্য থাকার জায়গা খোঁজা সবসময়ই এক বিরাট কর্মভার হয়ে থাকে। অনেকেই এখন হোটেলে অথবা ডরমিটরিগুলোতে থাকতে পছন্দ করে। যদিও সম্মেলনের রুমিং বিভাগগুলো ভাইদের জন্য হোটেল খুঁজে পেতে সাহায্য করতে পেরে আনন্দিত হয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বেশির ভাগ ভাই আরও কম খরচে নিজেরাই সরাসরি ব্যবস্থা করা বেছে নিয়েছে।
৬ প্রত্যেকের থাকার ব্যবস্থায় সহযোগিতা এবং সার্বিক রুমিং কর্মকাণ্ড আরও সহজতর করতে এই বছর “ঈশ্বরকে গৌরব প্রদান করুন” জেলা সম্মেলনে যারা উপস্থিত থাকবে, তাদের জন্য শাখা অফিস নতুন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, রুমিং বিভাগ হোটেলে থাকার জন্য আগে থেকেই কোনো বুকিংয়ের ব্যবস্থা করবে না কিন্তু এর পরিবর্তে, উপযুক্ত হোটেল ও সেগুলোর ভাড়ার তালিকা সরবরাহ করবে, যাতে আগ্রহী ব্যক্তিরা নিজেরাই সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় আলোচনার মাধ্যমে নিজেদের জন্য ব্যবস্থা করতে পারে। এটা অবশ্য যারা ডরমিটরিতে থাকতে চায় সেই আবেদনকারীদের প্রতি প্রযোজ্য হবে না। তারা সম্মেলনের রুমিং বিভাগের মাধ্যমেই বুকিং করতে পারে।
৭ ডরমিটরিগুলো: হোটেলের প্রথম তালিকা পাঠানোর পর, বেশির ভাগ মণ্ডলী এই ব্যাপারে এই মাসে বা পরে তথ্য পাবে। যাদের এইধরনের থাকার জায়গা প্রয়োজন তাদের নির্ধারিত তালিকার সঙ্গে দেওয়া নির্দেশনাগুলো মেনে চলা উচিত, যা সম্মেলনের রুমিং বিভাগের মাধ্যমে মণ্ডলীগুলোতে সরবরাহ করা হবে।
৮ বিশেষ প্রয়োজনগুলো: বিশেষ প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের যত্ন নেওয়ার জন্য বেশির ভাগ ব্যবস্থাই সাধারণত তারা যেখানে যোগদান করে সেই স্থানীয় মণ্ডলীই করে থাকে। প্রাচীন এবং অন্য যারা তাদের পরিস্থিতি সম্বন্ধে অবগত আছে, তারা প্রেমের সঙ্গে সাহায্য জুগিয়েছে, যা প্রশংসনীয়। প্রায়ই এর অন্তর্ভুক্ত হল সেইসব ব্যক্তিদের তাদের দলভুক্ত করা—যারা পূর্ণ-সময়ের পরিচারক, বয়স্ক, দুর্বল বা অভাবী। এ ছাড়া, তারা অন্যভাবেও তাদের প্রয়োজনগুলোর যত্ন নিয়েছে, যেমন আর্থিকভাবে সহযোগিতা করার ব্যবস্থা করে বা যদি সম্ভব হয়, যেখানে দরকার আর্থিক সাহায্য দিয়ে। (যাকোব ২:১৫-১৭; ১ যোহন ৩:১৮) আমাদের এই আস্থা আছে যে, এই প্রেমপূর্ণ চিন্তা সবসময় দেখানো হবে। (যোহন ১৩:৩৫) কিন্তু, বিশেষ প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিরা যদি নিজেদের জন্য কোনো ব্যবস্থা করতে না পারে, এমনকি তারা যেখানে যোগ দেয় সেখানকার মণ্ডলীও না পারে, তা হলে সেই ক্ষেত্রে সম্মেলনের রুমিং বিভাগ তাদের থাকার জন্য রুমের ব্যবস্থা করবে। এইধরনের ব্যক্তিরা তাদের মণ্ডলীর সম্মেলন কোঅর্ডিনেটরের সঙ্গে তাদের পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করে একটা স্পেশাল নিডস্ রুম রিকোয়েস্ট ফর্ম চাইতে পারে।
৯ শুধুমাত্র যাদের বিশেষ প্রয়োজন রয়েছে, তাদেরই এই ফর্ম ব্যবহার করা উচিত। তাদের এই ফর্ম পূরণ করে সম্মেলন কোঅর্ডিনেটরের কাছে পাঠিয়ে দেওয়া উচিত, যাতে তা পুরোপুরি, সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না তা পরীক্ষা করে দেখা এবং পরিস্থিতির সত্যতা যাচাই করা যায়। যদিও তিনি তা সম্মেলনের রুমিং বিভাগে পাঠিয়ে দেবেন, তবে প্রত্যেকেই তাদের থাকার ব্যবস্থা সম্বন্ধে সরাসরি রুমিং বিভাগ থেকে জানতে পারবেন। যাদের বিশেষ প্রয়োজন রয়েছে তাদের যত্ন নিতে তাদের পরিস্থিতি অনুযায়ী থাকার জন্য ব্যক্তিগত ঘর এবং হোটেল উভয়ই ব্যবহার করা হবে। দয়া করে মনে রাখবেন যে, ব্যক্তিগত ঘরগুলো সাধারণত কেবল তাদের জন্যই আলাদা করে রাখা হয়, যাদের সীমিত টাকাপয়সা রয়েছে ও যাদের জন্য এইরকম ব্যবস্থা করা না হলে তাদের পক্ষে সত্যিই বেশ কষ্ট হবে। এগুলো সেই ব্যক্তিদের জন্য নয়, যারা ছুটি কাটানো বা অন্যান্য কারণের জন্য কেবল টাকা বাঁচাতে বিনামূল্যে বা সস্তায় রুম পেতে চায়। আর শুধুমাত্র সম্মেলনের সময়ের জন্যই ব্যক্তিগত ঘরগুলোতে থাকার ব্যবস্থা করা হয়। তাই, আমাদের ভাইদের কাছে এমনটা আশা করা কখনোই ঠিক হবে না যে, তারা সম্মেলনে আসা অভ্যাগতদের জন্য অতিরিক্ত দিনেরও থাকার ব্যবস্থা করবে, যাতে তারা সম্মেলনের আগে ও পরে সেই এলাকার ছুটি কাটানোর জায়গাগুলোতে যেতে পারে।
১০ আরেকটি সম্মেলনে উপস্থিত থাকা: যদি আপনাকে আপনার জন্য নির্ধারিত একটার চাইতে আরও বেশি সম্মেলনে উপস্থিত থাকতে হয় এবং এর জন্য আপনার হোটেল রুমের দরকার হয়, তা হলে দয়া করে আপনার মণ্ডলীর সচিবের সঙ্গে দেখা করুন। তিনি আপনাকে সম্মেলন হেড কোয়ার্টারগুলোর ঠিকানা দিতে পারেন। উপযুক্ত ঠিকানায় আপনার আবেদন ডাকযোগে পাঠান এবং এর সঙ্গে ডাকটিকিট সহ একটা খামে আপনার ঠিকানা যুক্ত করুন। সেই শহরের রুমিং বিভাগ আপনাকে অনুমোদিত হোটেল ও সেগুলোর ভাড়ার নতুন তালিকা পাঠিয়ে দেবে।
১১ আমরা এক নাটকীয় দৃশ্য: লোকেরা কি যিহোবার সাক্ষিদের এবং এই জগতের লোকেদের মধ্যে পার্থক্য দেখতে পায়? অবশ্যই! কিন্তু, একই সময়ে হোটেলের ম্যানেজারদের কাছ থেকে কিছু নেতিবাচক মন্তব্যও আমাদের শুনতে হয়েছে। তারা অভিযোগ করেছে যে, অভ্যাগতরা তাদের জন্য যে-বুকিং করেছিল, সেটার প্রতি সম্মান দেখায়নি অথবা কোনো কোনো ক্ষেত্রে তারা তাদের ভাড়ার অতিরিক্ত সুযোগসুবিধাগুলো দাবি করেছে। কেউ কেউ এও বলেছে যে, ভবিষ্যৎ সম্মেলনের জন্য তারা তাদের হোটেলে অভ্যাগত হিসেবে যিহোবার সাক্ষিদের আর রাখবে না। এটা ইঙ্গিত করে, আমরা সবাই উপলব্ধি করি না যে, আমরা আমাদের ঈশ্বর যিহোবার নামের প্রতিনিধিত্ব করি আর তাই আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়।
১২ তবে আনন্দের বিষয় যে, বেশির ভাগ হোটেল ম্যানেজারের মন্তব্য ইতিবাচক ছিল। একটা শহরের একজন ম্যানেজার বলেন: “আমরা সবসময়ই বিভিন্ন সম্মেলনের বিষয়ে কাজ করি, তবে আপনারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন এবং দয়ালু।” “গত সপ্তাহে অন্য একটি ধর্মীয় দল আমাদের এখানে ছিল। আপনাদের এবং তাদের মধ্যে পার্থক্য একেবারে স্পষ্ট।” “আমরা জানি আমরা সবসময় আপনাদের সাহায্য ও সহযোগিতা পাব।” এইধরনের মন্তব্যগুলো কি আমাদের উপলব্ধি করতে সাহায্য করে না যে, “যে জ্ঞান উপর হইতে আইসে,” তা আমাদের ব্যক্তিত্বের ওপর এক বিরাট ইতিবাচক প্রভাব ফেলে? (যাকোব ৩:১৭) যেহেতু আমরা ‘জগতের সামনে এক নাটকীয় দৃশ্য,’ তাই আমাদের আচরণে যেন সবসময় আমাদের ঈশ্বর যিহোবার মর্যাদা ও মহিমা প্রকাশ পায়।—১ করি. ৪:৯, NW.
১৩ যেহেতু “এই জগতের দৃশ্যপট পরিবর্তিত হচ্ছে,” তাই আমাদের জেলা সম্মেলনগুলোর দরকার রয়েছে, যাতে সেগুলো আমাদের আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত রাখতে সাহায্য করে। (১ করি. ৭:৩১, NW) প্রতিদিন উপস্থিত থাকার জন্য ব্যবস্থা করতে প্রচেষ্টার দরকার হবে কিন্তু তা করা উপযুক্ত। শয়তানের জগতের ওপর যিহোবার সেই প্রতীক্ষিত বিচারের সময়ে স্থির থাকতে আমাদের সাহায্য করার জন্য এই বছর “ঈশ্বরকে গৌরব প্রদান করুন” জেলা সম্মেলন প্রস্তুত করা হয়েছে। কোনো কিছুই যেন আমাদেরকে যিহোবার নির্দেশনা গ্রহণে বাধা দিতে না পারে, যা তিনি আমাদের জন্যই প্রস্তুত করেছেন।—যিশা. ৫১:৪, ৫.
[৩ পৃষ্ঠার বাক্স]
কার্যক্রমের সময়
শুক্রবার এবং শনিবার
সকাল ৯:৩০ - বিকাল ৫:০০টা
রবিবার
সকাল ৯:৩০ - বিকাল ৪:০৫টা