‘খোলা হাতে দান কর এবং তোমাদের ধনসম্পত্তির ভাগ অন্যদেরও দাও’
১ বেশ কয়েক শতাব্দী আগে পৌল তার ভাইদের উৎসাহ দেওয়ার জন্য তীমথিয়কে দিয়ে বলেছিলেন: “যেন তারা অন্যের উপকার করে, সৎ কাজে ব্যস্ত থাকে, খোলা হাতে দান করে এবং তাদের ধন-সম্পত্তির ভাগ অন্যদেরও দেয়।” (১ তীম. ৬:১৮, প্রেমের বাণী) এছাড়া পৌল ইব্রীয় খ্রীষ্টানদেরকেও বলেছিলেন যে তারা যেন “ভাল কাজ করতে ও অন্যদের অভাবের সময় সাহায্য করতে” না ভোলে। (ইব্রীয় ১৩:১৬, প্রে.বা.) তিনি কেন তাদেরকে এই কথাগুলো বলেছিলেন? কারণ তিনি জানতেন যে “যারা ভাল কাজ করে তারা গৌরব, সম্মান ও শান্তি লাভ করবে।”—রোমীয় ২:১০, প্রে.বা.
২ আকাশ ও পৃথিবীর সবকিছু যিহোবা ঈশ্বর সৃষ্টি করেছেন, তাই তিনিই সমস্তকিছুর মালিক। (প্রকা. ৪:১১) যিহোবা আমাদের এই সবকিছু ব্যবহার করতে দিয়েছেন বলে আমাদের তাঁকে কতই না ধন্যবাদ দেওয়া উচিত! যদিও অনেকেই যিহোবাকে একেবারেই ধন্যবাদ দেয় না, তবুও তিনি আমাদের খোলা হাতে সমস্ত কিছু দেন যার জন্য আমরা বেঁচে থাকতে পারি। (মথি ৫:৪৫) শুধু এটুকুই নয়, আমরা যাতে চিরকাল বেঁচে থাকতে পারি তারজন্য তিনি তাঁর একমাত্র প্রিয় পুত্রকে বলি হতে দিয়েছিলেন। যিহোবার এই দান কি আমাদের মধ্যেও খোলা হাতে দান করার ইচ্ছা জাগায় না? আর তা করে আমরা কি দেখাতে চাই না যে আমরা যিহোবাকে ধন্যবাদ দিই?—২ করি. ৫:১৪, ১৫.
৩ আমরা কী ভাগ করে নেব? আমাদের যা কিছু আছে তা দিয়ে আমরা যিহোবাকে খুশি করতে পারি। আমরা অবশ্যই আমাদের টাকাপয়সা দিয়ে ও বেশি সময় যিহোবার কাজ করে সারা পৃথিবীতে হয়ে চলা রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। সত্যিই রাজ্যের সুসমাচারের চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না কারণ তা হল “ঈশ্বরের শক্তি যার দ্বারা তিনি . . . উদ্ধার করেন।” (রোমীয় ১:১৬, প্রে.বা.) তাই আমরা যদি প্রত্যেক মাসে লোকেদের কাছে প্রচার করার ও তাদেরকে শেখানোর জন্য আমাদের সময় ও সম্পদ খরচ করি, তাহলে আমরা তাদেরকে সুসমাচার দিতে পারব যা তাদেরকে চিরকালের জীবন দেবে।
৪ আমরা যখন যাদের দরকার আছে তাদের সাহায্য করি তখন যিহোবা খুব খুশি হন। তিনি শুধু আমাদেরকে আশীর্বাদ করবেন বলে প্রতিজ্ঞাই করেননি কিন্তু তিনি আমাদের এও মনে করিয়ে দেন যে: “ক্রোধের দিনে ধন উপকার করে না; কিন্তু ধার্ম্মিকতা মৃত্যু হইতে রক্ষা করে।” (হিতো. ১১:৪; ১৯:১৭) রাজ্যের কাজের জন্য খোলা হাতে টাকাপয়সা খরচ করে আর যতখানি বেশি সময় পারা যায় সুসমাচার প্রচার করে আমরা দেখাতে পারি যে আমরা সত্যিই খোলা হাতে দান করতে চাই আর আমাদের ধন-সম্পত্তির ভাগ অন্যদেরও দিতে চাই।