আগে থেকে পরিকল্পনা করা—কীসের জন্য?
১ আমরা প্রত্যেকে ভবিষ্যতের জন্য কিছু না কিছু পরিকল্পনা করে থাকি। যাদের পার্থিব আশা আছে তারা ঈশ্বরের ধার্মিক নতুন জগতে চিরকাল বেঁচে থাকার জন্য অপেক্ষা করে আছেন। কিন্তু এমন অনেক চাপ রয়েছে যা একজনের হৃদয় থেকে এই আশাকে কেড়ে নিতে পারে। আমাদের জীবনকে ঈশ্বরের রাজ্যের কাজে ব্যস্ত রাখা এবং মাংসের অভিলাষগুলোর প্রলোভনে পড়ে যাতে সেই কাজ থেকে সরে না পড়ি তার জন্য প্রাণপণ চেষ্টা করা দরকার।—১ যোহন ২:১৫-১৭.
২ আধ্যাত্মিকমনা লোকেদের লক্ষ্যগুলোকে এই জগৎ কোন ভাবেই বুঝতে পারবে না। (১ করি. ২:১৪) অন্যান্য মানুষেরা খ্যাতি, ক্ষমতা অথবা ধনদৌলত পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে অথচ আমরা আধ্যাত্মিক ধন পাওয়ার জন্য প্রাণপণ করি। (মথি ৬:১৯-২১) এই জগতে ভবিষ্যৎ সম্বন্ধে যেরকম চিন্তাধারা রয়েছে আমরা যদি আমাদের চিন্তাধারাকে সেরকম করার চেষ্টা করি, তাহলে কখনও কি আমরা আমাদের আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে পৌঁছাতে পারব? জাগতিক বিষয়গুলো আমাদের হৃদয়ে খুব তাড়াতাড়ি জায়গা করে নেবে। কীভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি?
৩ “তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান কর”: আমরা আমাদের ভবিষ্যৎ রাজ্যের কাজকে ঘিরে গড়ে তুলছি কি না সেই বিষয়ে নিশ্চিত হওয়ার একটা উপায় হল নিজেদের কথাবার্তাকে পরীক্ষা করা। আমরা কি সবসময়ই টাকাপয়সা, জিনিসপত্র ও জাগতিক বিষয়গুলো নিয়ে কথা বলি? যদি তাই হয়, তাহলে আমাদের অবশ্যই ভেবে দেখতে হবে যে আমাদের হৃদয় আধ্যাত্মিক বিষয়গুলো থেকে দৃষ্টি হারিয়ে ফেলছে কি না। আমাদের হয়তো ‘নিজ মাংসের নিমিত্ত চিন্তা [“পরিকল্পনা,” NW] করার চেয়ে প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান করার’ ওপর বেশি জোর দেওয়া দরকার।—রোমীয় ১৩:১৪.
৪ যুবক-যুবতীরা পূর্ণ-সময়ের পরিচর্যা শুরু করার জন্য আগে থেকে পরিকল্পনা করে ‘খ্রীষ্টকে পরিধান করতে’ পারে। এক যুবক নিয়মিত অগ্রগামীর কাজ করতে চেয়েছিল কিন্তু সে এমন এক সমাজে বড় হয়ে ওঠেছিল যেখানে যুবকদের টাকাপয়সা রোজগার করাই ছিল সাধারণ রীতি। তাই সে ব্যবসায় এতটাই জড়িয়ে পড়েছিল যে সে সভাগুলোতে ও প্রচারে যেতে হবে বলে যেত। কিন্তু একসময় সে মথি ৬:৩৩ পদে বলা যীশুর কথাগুলোর ওপর ভরসা করতে শুরু করেছিল আর সে যে বাঁধাধরা কাজের মধ্যে আটকা পড়ে গিয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে পূর্ণ-সময়ের পরিচর্যা শুরু করেছিল। আজ সে এক পরিষ্কার বিবেক নিয়ে যিহোবাকে সেবা করছে, যেমন সে বলে, ‘তার পুরো শক্তি দিয়ে।’
৫ বাইবেল বলে যে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা হল বিজ্ঞতার কাজ। (হিতো. ২১:৫) ঈশ্বরের ইচ্ছাকে মনে প্রথমে রেখে আমরা সবাই যেন তা করি।—ইফি. ৫:১৫-১৭.