লক্ষ্যটা কী?
১ আমরা কেন গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করি? শুধুই কি জ্ঞান প্রদান করার, লোকেদের জীবনকে উন্নত করার অথবা ভবিষ্যতের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গিকে উজ্জ্বল করার জন্য? না। আমাদের প্রধান লক্ষ্য হল, যীশু খ্রীষ্টের শিষ্য তৈরি করা! (মথি ২৮:১৯; প্রেরিত ১৪:২১) সেইজন্য যাদের সঙ্গে আমরা অধ্যয়ন করি, মণ্ডলীর সঙ্গে তাদের মেলামেশা করার দরকার আছে। খ্রীষ্টীয় সংগঠনের প্রতি তাদের উপলব্ধি কেমন তার সঙ্গে তাদের আধ্যাত্মিক অগ্রগতির সরাসরি সম্পর্ক রয়েছে।
২ যেভাবে তা অর্জন করা যায়: একেবারে শুরু থেকে, ছাত্রকে মণ্ডলীর সভাগুলোতে আসার কথা বলে চলুন। (ইব্রীয় ১০:২৪, ২৫) বলুন যে এই সভাগুলো কীভাবে তার বিশ্বাসকে মজবুত করবে, ঈশ্বরের ইচ্ছা পালন করতে এবং যিহোবার প্রশংসা করতে চান এমন লোকেদের সঙ্গে গঠনমূলক মেলামেশা করতে সাহায্য করবে। (গীত. ২৭:১৩; ৩২:৮; ৩৫:১৮) মণ্ডলী ও সভাগুলোর প্রতি আপনার প্রেম এবং উপলব্ধি দেখে সভাগুলোতে আসার জন্য তার মধ্যে ইচ্ছা জাগবে।
৩ নতুনদের বুঝতে হবে যে যিহোবার সংগঠন হল, এক আন্তর্জাতিক ভ্রাতৃসংঘ। যিহোবার সাক্ষীরা—নামের পিছনে যে সংগঠন (ইংরেজি) এবং আমাদের সমগ্র ভ্রাতৃবর্গ (ইংরেজি) ভিডিওগুলো তাদেরকে দেখান। তাদেরকে বুঝতে সাহায্য করুন যে যিহোবা তাঁর ইচ্ছা সম্পন্ন করার জন্য সারা পৃথিবীতে লক্ষ লক্ষ উৎসর্গীকৃত ব্যক্তিদেরকে ব্যবহার করছেন। এই নতুন ব্যক্তিরাও জানুক যে তারাও ঈশ্বরের সেবা করার জন্য আমন্ত্রিত।—যিশা. ২:২, ৩.
৪ একজন বাইবেল ছাত্রকে যীশুর প্রকৃত এক শিষ্য হতে দেখা খুবই আনন্দের বিষয়। সেটাই হল আমাদের লক্ষ্য!—৩ যোহন ৪.