পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! জানু.-মার্চ
“এই বিষয়টা আমাদের দৃষ্টিতে আনা হয়েছে যে সম্প্রতি কিছু বছরে ঘরোয়া যুদ্ধ বেড়ে গেছে। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে যারা তাদের নিজস্ব ঘরেই কষ্ট পাচ্ছেন তাদের সাহায্য করতে কী করা যেতে পারে? [উত্তরের পর, গীতসংহিতা ৭২:১২, ১৪ পদ পড়ুন।] ‘নির্যাতিত নারীদের জন্য সাহায্য’ নামক এই প্রবন্ধটা বেড়ে চলা এই সমস্যার একটা দিক নিয়ে আলোচনা করে এবং এক আশার বার্তা তুলে ধরে। আপনি হয়তো এমন কাউকে জানেন যিনি এই বিষয়টা থেকে উপকৃত হবেন।”
The Watchtower মার্চ ১৫
“আপনি কি একমত যে, ধার্মিক শাসনব্যবস্থা এই পৃথিবীকে বাস করার জন্য আরও ভাল এক জায়গায় পরিণত করবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেল কী প্রতিজ্ঞা করে দয়া করে লক্ষ্য করুন। [গীতসংহিতা ৩৭:১১ পদ পড়ুন।] আমরা এইরকম শান্তি উপভোগ করতে পারি যা একজন আদর্শ নেতার অধীনে বাস্তবায়িত হবে আর তাঁকে এই প্রবন্ধগুলোতে শনাক্ত করা হয়েছে।”
Awake! জানু.-মার্চ
“অনেকেই মনে করে যে, আজকের জগতে ভাল লোকেদের চাইতে যারা একেবারে দুষ্ট তারা আরও ভাল করে। আপনি কি মনে করেন যে এটার মধ্যে কোন সত্য আছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন] “ঈশ্বর কতটা সহনশীল?” নামক এই প্রবন্ধটা আমাদের দেখায় যে, বর্তমান পরিস্থিতিকে এভাবে চলতে দেওয়ার ঈশ্বরের একটা কারণ রয়েছে কিন্তু খুব শীঘ্রিই তাঁর এই সহনশীলতা শেষ হবে। ভাল ও দুষ্ট লোকেদের জন্য তা কী বোঝাবে, এই পত্রিকায় সেই উত্তরটা পড়ে আপনি আনন্দ পাবেন।”
The Watchtower এপ্রিল ১
“আমি বাইবেল থেকে আপনাকে হৃদয়গ্রাহী একটা বিষয় জানাতে চাই। [মথি ২২:৩৭ পদ পড়ুন।] এর মানে কী বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] ‘আপনার হৃদয় ও মন দিয়ে ঈশ্বরের অন্বেষণ করুন’ নামক এই প্রবন্ধটা লক্ষ্য করুন। সত্যিকারের বিশ্বাস কি কেবল হৃদয়ের ব্যাপার নাকি এতে মনও জড়িত হওয়া দরকার? উত্তর থেকে সেই বিষয়টা জানা যাবে।”