প্রশ্ন বাক্স
▪ ডাকযোগে সাক্ষ্য দেওয়ার সময় কেন আমাদের সাবধান হওয়ার দরকার আছে?
ডাকযোগে সাক্ষ্য দেওয়া অনেকদিন ধরেই সুসমাচার জানানোর এক কার্যকারী পদ্ধতি বলে প্রমাণিত হয়ে এসেছে। কিন্তু, জগতের সাম্প্রতিক ঘটনাগুলো লোকেদেরকে অপরিচিত ডাক খোলার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। অপরিচিতদের কাছ থেকে অথবা প্রেরকের ঠিকানা ছাড়া পাওয়া খামগুলোকে প্রায়ই সন্দেহের চোখে দেখা হয়, বিশেষ করে সেগুলো যদি হাতে লেখা এবং বড় আকারের হয়। এরকম ডাক গৃহকর্তারা হয়তো না খুলেই ফেলে দিতে পারেন। এটা যাতে না ঘটে তার জন্য আমরা কী করতে পারি?
সম্ভব হলে, চিঠি ও খাম দুটোতেই টাইপ করে লিখুন। খামে গৃহকর্তার নাম উল্লেখ করা উচিত। “বাসিন্দা” বলে উল্লেখ করবেন না। এ ছাড়া, সবসময় আপনার ঠিকানা দিন। আপনার ব্যক্তিগত ঠিকানা দেওয়া যদি ঠিক বলে মনে না হয়, তা হলে আপনার নাম ও কিংডম হলের ঠিকানা দিন। নাম ছাড়া চিঠি পাঠাবেন না। কখনও শাখা অফিসের ঠিকানা ব্যবহার করবেন না।—১৯৯৬ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্য়া-র প্রশ্ন বাক্স দেখুন।
ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন (ইংরেজি) বইয়ের ৭১-৩ পৃষ্ঠায় আরও পরামর্শ ও একটা নমুনা চিঠি পাওয়া যাবে। এই নির্দেশনাগুলো অন্যদের কাছে সুসমাচার পৌঁছে দেওয়ার জন্য কার্যকারীভাবে চিঠিগুলো ব্যবহার করতে আমাদেরকে সাহায্য করবে।