ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০২ পৃষ্ঠা ১
  • সমস্ত ভাষার মধ্যে থেকে লোকেদের একত্রিত করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সমস্ত ভাষার মধ্যে থেকে লোকেদের একত্রিত করা
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “সর্ব্ব ভাষাবাদী” লোকেরা সুসমাচার শোনে
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ভিন্ন ভাষায় কথা বলে এমন কারো কাছে সাক্ষ্য দেওয়া
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বহুভাষী এলাকায় সাহিত্য অর্পণ করা
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যারা অন্য ভাষায় কথা বলে তাদের সাহায্য করা
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০২ পৃষ্ঠা ১

সমস্ত ভাষার মধ্যে থেকে লোকেদের একত্রিত করা

১ ঈশ্বরের বাক্য পরিপূর্ণ হচ্ছে! “জাতিগণের সর্ব্ব ভাষাবাদী” লোকেরা সত্য উপাসনাকে গ্রহণ করছেন। (সখ. ৮:২৩) যিহোবার সাক্ষিরা কীভাবে ভারতে সমস্ত ‘বংশের, প্রজাবৃন্দের ও ভাষার’ লোকেদের ‘মহাক্লেশ’ থেকে রক্ষা পাওয়ার আশা সহ যিহোবার সামনে শুদ্ধ মান নিয়ে দাঁড়াতে সাহায্য করছেন?​—⁠প্রকা. ৭:​৯, ১৪.

২ ঈশ্বরের সংগঠন সাড়া দেয়: সারা দেশের লোকেরা যাতে স্পষ্টভাবে সুসমাচারের গুরুত্ব বুঝতে পারে তার জন্য পরিচালক গোষ্ঠী ২৪টা ভারতীয় ভাষায় বাইবেল সাহিত্যাদি পাওয়ার ব্যবস্থা করেছেন। এতগুলো ভাষায় সাহিত্যাদি প্রস্তুত ও প্রকাশ করা এক বিরাট কাজ। এই কাজের সঙ্গে জড়িত রয়েছে যোগ্য অনুবাদকদের দলগুলোকে একত্রিত করা এবং এই সমস্ত ভাষায় আমাদের সাহিত্যাদি অনুবাদ করার জন্য তাদের প্রয়োজনীয় সাহায্য দেওয়া ও সেইসঙ্গে সমস্ত সাহিত্যাদি ছাপানো ও শিপিং করা। কিন্তু, লোকেদের কাছে বাইবেলের জীবনরক্ষাকারী বার্তা নিয়ে গিয়ে ব্যক্তিগতভাবে প্রত্যেক রাজ্য প্রকাশক এক মুখ্য ভূমিকা পালন করে থাকেন।

৩ প্রতিদ্বন্দ্বিতাকে গ্রহণ করা: অন্য ভাষায় কথা বলেন এমন অনেক লোক তাদের নিজের দেশের বাইরে বড় বড় শহরগুলোতে থাকেন। এই সব লোকেদের কাছে কার্যকারীভাবে সুসমাচার নিয়ে পৌঁছানোর জন্য আমরা কি অন্যান্য ভাষার সাহিত্যাদি নিয়ে তৈরি থাকি? ঈশ্বরের অনেক দাসই তা করেন আর এমনকি তাদের এলাকায় সাধারণত যে-অন্যান্য ভাষায় কথা বলা হয়, সেই ভাষাগুলোতে একটা সরল উপস্থাপনা শেখার চেষ্টা করেন। এমনকি যারা ভারতীয় সাংকেতিক ভাষায় কথা বলেন, তাদের কাছেও পৌঁছানো হচ্ছে। যে-লোকেরা কখনও যিহোবার বিষয়ে শোনেননি অথবা বাইবেল সম্বন্ধে কিছুই জানতেন না, তারা ঈশ্বরের বাক্যের সত্য গ্রহণ করছেন।​—⁠রোমীয় ১৫:⁠২১.

৪ অন্য ভাষায় কথা বলেন এমন ব্যক্তিদের আগ্রহকে আমরা কীভাবে বাড়াতে পারি? আমাদের শহরে যদি সেই ভাষায় কথা বলে এমন কোন মণ্ডলী থাকে, তা হলে দয়া করে দেখা করুন ফর্ম (S-43) ব্যবহার করে আমরা তাদের কাছে আগ্রহী ব্যক্তির ঠিকানা দিতে পারি। যদি এরকম কোন মণ্ডলী না থাকে, তা হলে আমরা হয়তো সেই ভাষা জানেন এমন একজন স্থানীয় প্রকাশককে তা জানাতে পারি। আমাদের যখন এরকম সাক্ষাৎগুলো করার অনুরোধ জানানো হয়, তখন আমরা কি গিয়ে সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আরেকটু প্রাণপণ চেষ্টা করতে পারি? এইভাবে, আমাদের এলাকায় সব সম্প্রদায়ের লোকেদের কাছে তারা যে-ভাষা ভাল করে বোঝেন সেই ভাষায় সম্পূর্ণভাবে সুসমাচার ঘোষণা করা যেতে পারে।​—⁠কল. ১:⁠২৫.

৫ রাজ্যের বার্তা সমস্ত পটভূমির ও ভাষার লোকেদের আকৃষ্ট করে। তাই, আসুন তাদের এটা জানানোর জন্য আমরা সুযোগ খুঁজে নিই।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার