নতুন সীমা অধিবেশন কার্যক্রম
১ এক অস্থির জগতে বিশ্বাসে অটল থাকার জন্য আমাদের অবশ্যই যিহোবাতে নির্ভর করতে হবে। আমাদের রোজকার জীবনে আমরা কীভাবে তা দেখাতে পারি? যিহোবাতে নির্ভর করা কীভাবে আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রভাব ফেলে? কীভাবে এটা শয়তানের জগতের প্রভাবকে প্রতিরোধ করতে আমাদের সাহায্য করে? ২০০৩ সালের জন্য সীমা অধিবেশন কার্যক্রম এই প্রশ্নগুলোর উত্তর দেয়। এর বিষয়বস্তু হল, “যিহোবাতে নির্ভর রাখ, সদাচরণ কর।”—গীত. ৩৭:৩, NW.
২ যিহোবাতে আমাদের নির্ভরতা কেবল বিশেষ উপলক্ষ বা চরম প্রয়োজনের সময়গুলোর জন্য সংরক্ষিত নয়। এটা আমাদের রোজকার জীবনের প্রতিটা দিককে প্রভাবিত করে। “সবসময় যিহোবাতে নির্ভর করুন” শুরুর এই বক্তৃতায় এটার ওপর জোর দেওয়া হবে। (গীত. ৬২:৮) “যিহোবাতে নির্ভরতা দেখানো” চার অংশের এই সিম্পোজিয়াম আমাদের দেখাবে যে, কীভাবে বাইবেল-ভিত্তিক তথ্য খুঁজে পাওয়া ও তা কাজে লাগানো যায়, যা আমাদের সফল বিবাহ গড়ে তুলতে, পারিবারিক বৃত্তে যে-সমস্যাগুলো আসে সেগুলো মোকাবিলা করতে এবং আমাদের বস্তুগত চাহিদাগুলো পূরণ করতে সাহায্য করতে পারে।
৩ কোনটা সঠিক ও কোনটা ভুল, সেই বিষয়ে শয়তানের জগৎ আমাদের ওপর এক বিকৃতি দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে এবং কোনটা গুরুত্বপূর্ণ ও কোনটা গুরুত্বপূর্ণ নয়, সেই সম্বন্ধে বিভ্রান্তি সৃষ্টি করে। (যিশা. ৫:২০) “জীবনের অসার বস্তুগুলোর বিষয়ে সাবধান হোন” এবং “মন্দ বিষয়কে পরিহার করুন, সদাচরণের কার্যকারী হোন” শিরোনামের বক্তৃতাগুলো যিহোবার উচ্চ মানগুলোকে তুলে ধরার জন্য আমাদের সংকল্পকে পুনরুজ্জীবিত করবে।—আমোষ ৫:১৪.
৪ যিহোবা যখন বর্তমান দুষ্ট বিধিব্যবস্থার শেষ নিয়ে আসছেন, তখন ঈশ্বরের দাসদের তাঁর ওপর পূর্ণরূপে নির্ভর করতে হবে। আর এই বিষয়টা জনসাধারণের উদ্দেশে বক্তৃতায় জোর দেওয়া হবে, যেটার শিরোনাম “জগতের সংকট থেকে মুক্তি সন্নিকট।” এরপর “আপনি কি ঈশ্বরের রাজ্যের যোগ্য বলে গণ্য হবেন?” বক্তৃতায় আমাদের নিজেদের পরীক্ষা করে দেখতে আমন্ত্রণ জানানো হবে। “যিহোবার প্রতিজ্ঞাগুলোর ওপর নির্ভর করুন” পরামর্শ দিয়ে কার্যক্রম শেষ হবে।
৫ প্রতিটা অধিবেশনের একটা মুখ্য বিষয় হল, বাপ্তিস্মের বক্তৃতা। যেকেউ বাপ্তিস্ম নিতে চায় তাদের শীঘ্রই পরিচালক অধ্যক্ষকে তা জানানো উচিত, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা করা যেতে পারে।
৬ এই অস্থির সময়ে, যিহোবা হলেন আস্থা ও স্থিরতার একমাত্র প্রকৃত উৎস। (গীত. ১১৮:৮, ৯) আমরা সবাই যেন পুরো সীমা অধিবেশন কার্যক্রমে উপস্থিত থেকে তাঁর ওপর আমাদের নির্ভরতাকে আরও দৃঢ় করি।