প্রশ্ন বাক্স
▪ সেলুলার ফোন এবং ইলেকট্রনিক পেজার ব্যবহার করার সময় আমাদের কী মনে রাখা উচিত?
এই জিনিসগুলো আমাদের প্রায় যেকোন স্থানে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে। এটা হয়তো উপকারী কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে, অনুপযুক্ত সময়ে আমাদের পরিচর্যা অথবা খ্রীষ্টীয় সভাগুলো থেকে মনোযোগ সরিয়ে নিতে সেলুলার ফোন এবং পেজারগুলোকে যেন আমরা ব্যবহার না করি। কীভাবে এটা হতে পারে?
আমরা যখন ক্ষেত্রের পরিচর্যায় সাক্ষ্য দিচ্ছি, সেই সময় আমাদের সেলুলার ফোন অথবা আমাদের পেজার যদি বেজে ওঠে, তখন তার ফল কী হবে তা চিন্তা করুন। গৃহকর্তা কী মনে করবেন? ফোনের উত্তর দেওয়ার জন্য আমরা যদি থেমে যাই, তা হলে গৃহকর্তাকে আমরা কী ধারণা দিতে পারি? আমরা নিশ্চয়ই এমন কোন কিছু করতে চাইব না, যা অন্যদের রাজ্যের বার্তা শুনতে বাধা দেবে। (২ করি. ৬:৩) তাই, আমরা যদি পরিচর্যায় সেলুলার ফোন অথবা পেজার নিয়ে যাই, তা হলে আমাদের সেটা এমনভাবে সেটিং করে রাখা উচিত যাতে ক্ষেত্রের পরিচর্যায় অংশ নেওয়ার সময়ে এটা আমাদের অথবা অন্যদের বাধা না দেয়।
অন্যেরা যখন সাক্ষ্য দিচ্ছেন আর আমরা অপেক্ষা করছি, তখন কী করব? ক্ষেত্রের পরিচর্যার জন্য আমরা যদি কিছু সময় আলাদা করেই রাখি, তা হলে আমাদের মনোযোগ কি সেই কাজের ওপরই রাখা উচিত নয়? আমাদের পবিত্র সেবার প্রতি সম্মান দেখানোর জন্য, দয়া করে অপ্রয়োজনীয় ব্যক্তিগত অথবা সামাজিক ব্যাপার সম্বন্ধীয় কাজগুলো অন্য সময় করুন। (রোমীয় ১২:৭) অবশ্য এর মানে এই নয় যে, আরও সাক্ষ্য দেওয়ার জন্য ফোন করতে অথবা তা করার ব্যবস্থা করতে আমরা ফোন ব্যবহার করব না।
বিশেষ করে গাড়ি চালানোর সময় সেলুলার ফোন ব্যবহার করার বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে, কারণ কিছু গবেষণা দেখায় যে, তা করা ভীষণভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। গাড়ি চালানোর সময় সেলুলার ফোন ব্যবহার করতে নিষেধ করে এমন যেকোন আইন আমাদের কঠোরভাবে মেনে চলা উচিত।
আমরা খ্রীষ্টীয় সভা, অধিবেশন এবং সম্মেলনগুলোতে যিহোবাকে উপাসনা করতে ও তাঁর দ্বারা শিক্ষা পেতে আসি। এই উপলক্ষগুলোর পবিত্রতার প্রতি উপলব্ধি কি আমাদেরকে সেলুলার ফোন এবং পেজারগুলোকে সেটিং করে রাখতে পরিচালিত করে না, যাতে সেগুলো আমাদের অথবা অন্যদের ব্যাঘাত না ঘটায়? যদি কোন জরুরি কারণে আমাদের ফোন করা হয়, তা হলে সভাস্থলের বাইরে আমাদের সেই ফোনের উত্তর দেওয়া উচিত। নতুবা, ব্যক্তিগত এবং জাগতিক ব্যাপারগুলোর দেখাশোনার ব্যবস্থা উপাসনার জন্য নির্ধারিত সময়ে না করে অন্য কোন সময়ে করা উচিত।—১ করি. ১০:২৪.
আমরা যেভাবে সেলুলার ফোন অথবা অন্য যেকোন ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করি তা যেন সবসময় দেখায় যে, আমরা অন্যদের প্রতি বিবেচনা এবং আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি উপলব্ধি দেখাই।