ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/১৩ পৃষ্ঠা ২
  • প্রশ্ন বাক্স

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রশ্ন বাক্স
  • ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রশ্ন বাক্স
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমার কি মোবাইল ফোনের দরকার আছে?
    ২০০৩ সচেতন থাক!
  • সফলতার সঙ্গে টেলিফোনে সাক্ষ্য দেওয়া
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • কিছুটা আগ্রহ দেখায় এমন সব লোকের কাছে ফিরে যান
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/১৩ পৃষ্ঠা ২

প্রশ্ন বাক্স

◼ খ্রিস্টীয় সভাগুলোতে যোগদান ও পরিচর্যায় অংশ গ্রহণ করার সময় সেলফোন ব্যবহার করার ব্যাপারে বাইবেলের কোন নীতিগুলো প্রযোজ্য?

“সকল বিষয়েরই সময় আছে।” (উপ. ৩:১): সেলফোন লোকেদেরকে প্রায় যেকোনো সময়ে একে অপরের কাছে টেক্সট মেসেজ পাঠানোর অথবা একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ দিয়ে থাকে। তবে, এমন কিছু ক্ষেত্র রয়েছে, যখন খ্রিস্টানরা তাদের ফোনের দ্বারা বিক্ষিপ্ত হতে চায় না। উদাহরণস্বরূপ, আমাদের সভাগুলো হল যিহোবাকে উপাসনা করার, আধ্যাত্মিক নির্দেশনা লাভ করার এবং উভয় পক্ষের আশ্বাস বা উৎসাহ লাভ করার সময়। (দ্বিতীয়. ৩১:১২; গীত. ২২:২২; রোমীয় ১:১১, ১২) সভায় পৌঁছেই আমরা কি আমাদের ফোনটাকে বন্ধ করে দিতে এবং সভা শেষ হওয়ার পর মেসেজগুলো দেখতে পারি? যদি কোনো জরুরি ফোনকল আসার থাকে, তাহলে ফোনটাকে আমাদের এমনভাবে সেট করে রাখা উচিত, যাতে তা অন্যদের অসুবিধার কারণ না হয়।

‘সকলই সুসমাচারের জন্য করুন।’ (১ করি. ৯:২৩): কখনো কখনো, পরিচর্যায় সেলফোন ব্যবহার করার উপযুক্ত কারণ রয়েছে। উদাহরণস্বরূপ, যে-ভাই নেতৃত্ব দিচ্ছেন তিনি হয়তো এলাকার অন্যদিকে যারা প্রচার করছেন তাদের খবরাখবর নেওয়ার জন্য ফোন ব্যবহার করতে পারেন। সংবেদনশীল এলাকাগুলোতে উচ্ছৃঙ্খল জনতার সম্ভাব্য আক্রমণের বিষয়ে অন্যান্য প্রকাশককে সতর্ক করার অথবা উচ্ছৃঙ্খল জনতার আক্রমণের কিংবা পুলিশের হস্তক্ষেপের ব্যাপারে প্রাচীনদের সঙ্গে যোগাযোগ করার জন্য সেলফোন হল সাহায্যকারী। কখনো কখনো প্রকাশকেরা, কোনো আগ্রহী ব্যক্তি বা বাইবেল ছাত্রের কাছে যাওয়ার আগে তাদেরকে ফোন করে, বিশেষ করে সেই ব্যক্তি যদি অনেক দূরে থাকেন। আমাদের কাছে সেলফোন থাকলে, গৃহকর্তার সঙ্গে কথা বলার সময় সেটা যাতে বিঘ্ন না ঘটায়, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। (২ করি. ৬:৩) অন্য প্রকাশকদের জন্য অপেক্ষা করার সময় কোনো বন্ধুকে ফোন বা মেসেজ করার পরিবর্তে, পরিচর্যা ও যাদের সঙ্গে আমরা কাজ করছি তাদের প্রতি মনোযোগ দেওয়া কি ভালো হবে না?

অন্যদের প্রতি বিবেচনা দেখান। (১ করি. ১০:২৪; ফিলি. ২:৪): দল কোথায় কাজ করছে সবসময়ই তা ফোন করে বা মেসেজ করে জেনে নিতে পারি, এই ভেবে আমরা ক্ষেত্রের পরিচর্যার সভাগুলোতে ঠিক সময়ে পৌঁছানোর বিষয়টাকে কখনোই হালকাভাবে নেব না। আমরা যখন দেরিতে পৌঁছাই, তখন প্রায়ই দলকে আবার নতুন করে ভাগ করতে হয়। অবশ্য, আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন পরিস্থিতির কারণে মাঝেমধ্যে হয়তো আমাদের দেরি হতে পারে। তাই, আমরা যখন সময়মতো পৌঁছানোকে অভ্যাসে পরিণত করি, তখন আমরা যিহোবার ব্যবস্থার, যে-ভাই নেতৃত্ব নিচ্ছেন তার ও আমাদের সহপ্রকাশকদের প্রতি বিবেচনা দেখাই।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার