‘জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাওয়া’
১ বর্তমান বিধিব্যবস্থার আধ্যাত্মিক ও নৈতিক অন্ধকারের মধ্যে সত্য ঈশ্বর যিহোবার প্রায় ষাট লক্ষ উপাসক সারা পৃথিবীতে দ্বীপ ও দেশ মিলিয়ে ২৩৪টা জায়গায় ‘জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছে।’ (ফিলি. ২:১৫) এই কারণে আমরা লোকেদের কাছে বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠি। যিহোবার কাছ থেকে আসা সত্যের এই মূল্যবান আলো আমরা কীভাবে প্রতিফলিত করি?—২ করি. ৩:১৮.
২ আমাদের আচারব্যবহার: লোকেরা খুব তাড়াতাড়ি আমাদের আচারব্যবহার লক্ষ করে। (১ পিতর ২:১২) একজন মহিলা লক্ষ করেছিলেন যে, একজন সাক্ষি সহকর্মী দয়ালু ও সাহায্যকারী ছিলেন এবং তিনি অশ্লীল ভাষা বলতেন না বা নোংরা কৌতুক নিয়ে হাসিঠাট্টা করতেন না। অন্যেরা যখন সেই সাক্ষির সামনেই অশ্লীল ভাষা ব্যবহার করে তাকে রাগানোর চেষ্টা করত, তখন তিনি শান্ত অথচ যা সঠিক তা করার জন্য অটল থাকতেন। এটা সেই মহিলার ওপর কোন প্রভাব ফেলেছিল? তিনি মনে করে বলেন: “তার আচরণের দ্বারা আমি এতটাই প্রভাবিত হয়েছিলাম যে, আমি তাকে বাইবেল সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করেছিলাম। আমি ঈশ্বরের বাক্য অধ্যয়ন শুরু করেছিলাম আর পরে বাপ্তিস্ম নিয়েছিলাম।” তিনি আরও বলেন: “তার আচরণই আমার মধ্যে যিহোবার সাক্ষিদের বিশ্বাস পরীক্ষা করে দেখার প্রত্যয় জন্মিয়েছিল।”
৩ কর্তৃপক্ষের প্রতি আমাদের মনোভাব, জাগতিক কাজকর্মের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের গঠনমূলক কথাবার্তাই যিহোবার সাক্ষিদের এমন এক বৈশিষ্ট্যপূর্ণ লোক করে তোলে, যারা বাইবেলের উচ্চমানগুলো মেনে জীবনযাপন করে। এইধরনের উত্তম কাজগুলো যিহোবার গৌরব নিয়ে আসতে পারে এবং অন্যদের তাঁর উপাসনার দিকে আকৃষ্ট করে।
৪ আমাদের কথাবার্তা: অবশ্যই, যারা আমাদের ভাল আচরণ লক্ষ করে, তাদের কাছে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের বিশ্বাস সম্বন্ধে কথা বলি, ততক্ষণ পর্যন্ত তারা হয়তো জানতে পারবে না যে, কেন আমরা আলাদা। যাদের সঙ্গে আপনি কাজ করেন বা যাদের সঙ্গে তুমি স্কুলে মেলামেশা কর তারা কি জানে যে আপনি বা তুমি যিহোবার সাক্ষিদের একজন? আপনি/তুমি কি স্বাভাবিক কথাবার্তা বলার সময় সাক্ষ্য দেওয়ার সুযোগগুলো খোঁজায় তৎপর? যখনই সুযোগ হয় ‘আপনার দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল’ করতে আপনি/তুমি কি সংকল্পবদ্ধ?—মথি ৫:১৪-১৬.
৫ জ্যোতির্বাহক হিসেবে আমাদের দায়িত্ব পালন করার জন্য আত্মত্যাগের মনোভাব রাখা দরকার। সর্বান্তঃকরণ মনোভাব আমাদের কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে দূরে থাকতে পরিচালিত করবে, যাতে আমরা প্রচার ও শিষ্যকরণের জীবন রক্ষাকারী কাজ সাধ্যমতো করতে পারি।—২ করি. ১২:১৫.
৬ আমাদের কাজ ও কথাবার্তার মাধ্যমে আমরা যেন ক্রমাগত জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পেয়ে চলি। যদি আমরা তা করি, তা হলে অন্যেরাও হয়তো আমাদের সঙ্গে যিহোবার গৌরব করায় অংশ নিতে প্রেরণা পাবে।