পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! এপ্রিল-জুন
“‘শিশু পতিতাবৃত্তি’ আনন্দদায়ক কোনো বিষয় নয়। অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেই চায় না, অথচ এই সমস্যাটা দিন-দিন বেড়ে চলেছে। এর সমাধান কী বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] পবিত্র শাস্ত্রাবলি প্রতিজ্ঞা করে যে, ঈশ্বর শীঘ্রই শিশুদের প্রতি এই ধরনের দুঃখজনক নিপীড়ন শেষ করবেন। [হিতোপদেশ ২:২১, ২২ পদ পড়ুন।] এই পত্রিকা দেখায় যে, কীভাবে এটা বন্ধ হবে।”
The Watchtower মে ১৫
“প্রতিদিন আমরা দৌরাত্ম্যের খবরাখবর শুনি। আপনার কি মনে হয় এই ধরনের অবস্থাগুলো আগে কখনও ছিল? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] দেখুন, এই বিষয়ে বাইবেল কী বলে। [মথি ২৪:৩৭ পদ পড়ুন।] নোহের দিনগুলো এত খারাপ ছিল যে, ঈশ্বর কেবল নোহ ও তার পরিবার ছাড়া সকলকে ধ্বংস করে দিয়েছিলেন। এই পত্রিকা দেখায় যে, আমাদের দিনের জন্য সেই ঘটনাগুলো কী অর্থ রাখে।”
Awake! এপ্রিল-জুন
“আপনি কি আপনার বেছে নেওয়ার স্বাধীনতাকে উপলব্ধি করেন না? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] কিন্তু, শুধুমাত্র বেছে নেওয়ার স্বাধীনতা থাকাই নিশ্চয়তা দেয় না যে, একজন ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নেবেন। কোনো নীতি কি আছে যা বিজ্ঞ সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করতে পারে? [উত্তর দেওয়ার পর, গালাতীয় ৬:৭ পদ পড়ুন। ১২ পৃষ্ঠা দেখান।] আপনি এই পত্রিকায় উত্তরটি খুঁজে পাবেন।”
The Watchtower জুন ১
“দান হিসেবে পাওয়া অর্থ-তহবিলের অপব্যবহার করার খবরগুলো কিছু ব্যক্তিদের এই ভাবনায় ফেলেছে যে, দাতব্য প্রতিষ্ঠানগুলোতে দান দেওয়া বিজ্ঞতার কাজ হবে কি না। কিন্তু, অনেক লোক অভাবের মধ্যে রয়েছে। কী করা যেতে পারে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এরপর ইব্রীয় ১৩:১৬ পদ পড়ুন।] এই পত্রিকা ব্যাখ্যা করে যে, কোন ধরনের দান ঈশ্বরকে খুশি করে।”