ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৩ পৃষ্ঠা ৫
  • অবসর গ্রহণ—আরও বেশি কাজ করার এক দ্বার?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অবসর গ্রহণ—আরও বেশি কাজ করার এক দ্বার?
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অবসর গ্রহণ—ঐশিক কার্যের এক উন্মুক্ত দ্বার?
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি ‘এক বৃহৎ ও কার্য্যসাধক দ্বারে’ প্রবেশ করতে পারেন?
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “আপনি একজন উত্তম অগ্রগামী হতে পারেন!”
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এখনই প্রচার করার সময়!
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৩ পৃষ্ঠা ৫

অবসর গ্রহণ​—⁠আরও বেশি কাজ করার এক দ্বার?

১ অনেক কঠোর পরিশ্রমী ব্যক্তিরা এমন এক সময়ের জন্য অপেক্ষা করে, যখন অবসর গ্রহণ তাদেরকে চাকরি জীবনের পরিশ্রম ও চাপগুলো থেকে মুক্তি দেবে। কিন্তু, প্রায়ই অবসর গ্রহণ উদাসীনতা, একঘেঁয়েমি এবং অকালবৃদ্ধ হয়ে যাওয়ার অনুভূতি নিয়ে আসে। উদ্দেশ্যপূর্ণ কাজের অভাবে একজন নিজেকে নিয়ে দুশ্চিন্তা করতে শুরু করে। ব্রাজিলের একটা সংবাদপত্র রিপোর্ট করেছিল যে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ‘অতৃপ্তি, বিরক্তি, নিরাপত্তাহীনতা এবং নিজেদের পরিচয় হারিয়ে ফেলার সমস্যাগুলোর কারণে হতাশা এবং এই ধরনের অনুভূতি অভিজ্ঞতা করে থাকে যে, তাদের জগৎ যেন ভেঙে পড়েছে।’

২ অন্যদিকে, অনেক খ্রিস্টান তাদের জীবনের এই নতুন অধ্যায়কে আরও বেশি আধ্যাত্মিক কাজ করার এক দ্বার হিসেবে দেখে। একজন ভাই যিনি ৬৫ বছর বয়সে পৌঁছানোর দুসপ্তাহ পর থেকেই অগ্রগামীর কাজ করতে শুরু করেছিলেন, তিনি বলেছিলেন: “গত দশ বছর ধরে অগ্রগামীর কাজ আমার জীবনকে যতগুলো আশীর্বাদে ভরিয়ে দিয়েছে, এর আগে জীবনে আর কখনও তা অভিজ্ঞতা করিনি।” এক দম্পতি লিখেছিলেন: “আমাদের প্রকৃত সুবর্ণ বছরগুলো শুরু হয়েছিল, যখন আমরা অগ্রগামীর কাজ করা শুরু করেছিলাম।” হ্যাঁ, অনেকের জন্য অবসর গ্রহণ তাদের পরিচর্যাকে বাড়ানোর ও যিহোবার কাছ থেকে প্রচুর আশীর্বাদ লাভ করার এক সুবর্ণ সুযোগ দান করে।

৩ ব্যস্ত থাকা এবং ফলপ্রদ হওয়া: যারা এখন অবসর গ্রহণ করেছে, তাদের অনেকেই আজকের প্রচলিত সুযোগসুবিধাগুলো ছাড়াই বড় হয়ে উঠেছিল আর তাই একেবারে অল্প বয়স থেকেই কঠোর পরিশ্রম করতে শিখেছে। যদিও তাদের এখন আর যৌবনের শক্তি নেই কিন্তু তারা এখনও খুব ফলপ্রদ কর্মী। একটা শাখা অফিসের অধীনস্থ এলাকায় শতকরা ২২ ভাগ অগ্রগামীর​—⁠প্রায় ২০,০০০ ভাইবোনের​—⁠বয়স কমপক্ষে ৬০ বছর। এই বয়স্ক ব্যক্তিরা প্রচার কাজে এক বিরাট অবদান রাখে। তাদের অভিজ্ঞতা ও ঈশ্বরীয় গুণাবলি সেই মণ্ডলীগুলোকে সমৃদ্ধ করে, যেখানে তারা সেবা করে।​—⁠যাকোব ৩:​১৭, ১৮.

৪ খ্রিস্টীয় পরিচর্যায় ব্যস্ত থাকা আরও ভাল স্বাস্থ্য এবং এক উন্নত গুণগত মানের জীবনযাপনের ক্ষেত্রে অবদান রাখে। ৮৪ বছর বয়স্কা একজন বোন যিনি অবসর গ্রহণ করার পরই অগ্রগামীর কাজ শুরু করেছিলেন তিনি বলেন: “আগ্রহী লোকেদের সঙ্গে অনেক বাইবেল অধ্যয়ন আমাকে মানসিক দিক দিয়ে সক্রিয় থাকতে সাহায্য করেছে। আমার কোনো গাড়ি নেই, তাই আমাকে অনেক হাঁটতে হয়। আর সেটাই আমাকে সুস্থ রাখে।” এক বয়স্ক অগ্রগামী দম্পতি মন্তব্য করেছিল: “পরিচর্যা আমাদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখে। আমরা সবসময় একসঙ্গে থাকি। আমরা হাসিখুশি থাকি এবং জীবনকে উপভোগ করি।”

৫ যেখানে প্রয়োজন সেখানে গিয়ে সেবা করা: কিছু অবসরপ্রাপ্ত খ্রিস্টান, যাদের অর্থনৈতিক অবস্থা ভাল, তারা যেখানে রাজ্য প্রচারকদের বেশি দরকার সেখানে সেবা করতে চলে গেছে। প্রেরিত পৌলের মতো এই উদ্যোগী প্রকাশকরা ‘সকলই সুসমাচারের জন্য করে, যেন [তাহারা] তাহার সহভাগী হয়।’​—⁠১ করি. ৯:⁠২৩.

৬ এক দম্পতি তাদের দুই ছেলেকে বড় করে তোলার পর অগ্রগামীর কাজ শুরু করেছিল। কয়েক বছর অগ্রগামীর কাজ করার পর, তারা চাইনিজ ভাষা শিখতে শুরু করেছিল। এখন তাদের দুজনের বয়স ৭০ এর কোঠায় আর তারা সম্প্রতি যে-চাইনিজ দলের সঙ্গে কাজ করেছে সেটাকে একটি মণ্ডলী হয়ে উঠতে দেখার আনন্দ উপভোগ করেছে। এই ধরনের দম্পতিরা কত বড় এক আশীর্বাদ হিসেবেই না প্রমাণিত হয়!

৭ পরিচর্যা থেকে কোনো অবসর নেই: যদিও বেশির ভাগ লোক চাকরি থেকে শেষ পর্যন্ত অবসর গ্রহণ করে কিন্তু ঈশ্বরের সেবা থেকে কোনো খ্রিস্টানের অবসর নেই। সকলকে অবশ্যই “শেষ পর্য্যন্ত” বিশ্বস্ত থাকতে হবে। (মথি ২৪:​১৩, ১৪) অবশ্য, বয়স বেড়ে যাওয়ায় কেউ কেউ এখন যিহোবার সেবায় আগের মতো ততখানি আর করতে পারে না। কিন্তু তারা সর্বান্তঃকরণে তাদের যথাসাধ্য করছে তা দেখা কতই না উৎসাহজনক! ঈশ্বরের বাক্য তাদের আশ্বাস দেয় যে, যিহোবা তাদের কাজ এবং তাঁর নামের জন্য তারা যে-প্রেম দেখায় তা ভুলে যাবেন না।​—⁠লূক ২১:​১-৪; ইব্রীয় ৬:⁠১০.

৮ আপনার যদি অবসর গ্রহণের বয়স এগিয়ে আসছে, তা হলে আপনার পরিবর্তিত পরিস্থিতিগুলোকে আপনি কীভাবে পূর্ণরূপে ব্যবহার করতে পারেন সেই বিষয়টা প্রার্থনাপূর্বক বিবেচনা করুন না কেন? ঐশিক সাহায্যে আপনি হয়তো দেখবেন যে, অবসর গ্রহণ আপনার জন্য আরও বেশি কাজ করার এক দ্বার খুলে দেয়, যা যিহোবার প্রশংসা ও অনেক আশীর্বাদ নিয়ে আসে।​—⁠গীত. ১৪৮:​১২, ১৩.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার