পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! জুলাই-সেপ্টেম্বর
“আজকে পোকামাকড় বাহিত রোগব্যাধি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বিপদজনক বিষয়গুলোর মধ্যে একটা। আপনি কি জানেন যে, নিজেদের রক্ষা করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা সেই পদক্ষেপগুলো ও সেইসঙ্গে এমন এক সময় সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়ে জানায়, যখন আর কোনো অসুস্থতা থাকবে না।” শেষে যিশাইয় ৩৩:২৪ পদ পড়ুন।
The Watchtower জুলাই ১৫
“অনেকেই লক্ষ করেছে যে, নিজেদের বিচ্ছিন্ন করে রাখার প্রবণতা লোকেদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। আপনি কি মনে করেন এটা বিজ্ঞতার কাজ? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] সাহচর্যের মূল্যের ওপর এই বিজ্ঞ উক্তিটি লক্ষ করুন। [উপদেশক ৪:৯, ১০ পদ পড়ুন।] এই পত্রিকা তুলে ধরে যে, কেন আমাদের সকলের অন্যদেরকে প্রয়োজন আছে আর কীভাবে এই বিচ্ছিন্ন থাকার সমস্যাটির সমাধান হতে পারে।”
Awake! জুলাই-সেপ্টেম্বর
“আজকে লোকেরা সবচেয়ে বড় যে-সমস্যার মুখোমুখি হয়, সেটার মধ্যে একটা হল অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টা। আমরা যেভাবে কথা বলি সেটা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনারও কি তা-ই মনে হয় না? [উত্তর দেওয়ার সুযোগ দিন। ১৪ পৃষ্ঠার ছবি এবং প্রবন্ধের শিরোনাম দেখান] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যাটি কয়েকটি ব্যবহারিক পরামর্শ দেয়।” শেষে ইফিষীয় ৪:২৯ পদ পড়ুন।
The Watchtower আগস্ট ১
“আপনি কি জানেন যে, একটা রিপোর্ট অনুসারে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যা দৈনিক গড়ে ২ ডলারেরও কম আয়ে জীবনযাপন করে? আপনি কি মনে করেন যে, এর সমাধান করার জন্য কোনো কিছু করা যায়? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যাটি দরিদ্রতার স্থায়ী সমাধানের বিষয়ে জানায়, যা বাইবেলে বলা হয়েছে।”—গীতসংহিতা ৭২:১২, ১৩, ১৬ পদ পড়ুন।