পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
সচেতন থাক! জুলাই-সেপ্টে.
“আপনি কি উচ্চাকাঙ্ক্ষী হওয়াকে অন্যায় বলে মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] অনেক লোক যা চিন্তা করে থাকে তার বিপরীতে বাইবেল উচ্চাকাঙ্ক্ষী হতে উৎসাহিত করে না। বরং, এটি নম্র হতে উৎসাহিত করে। [যাকোব ৪:৬ পদ পড়ুন, এরপর ১৬ পৃষ্ঠার প্রবন্ধটি দেখান।] এই প্রবন্ধটি উচ্চাকাঙ্ক্ষী হওয়ার বিষয়ে বাইবেলের দৃষ্টিভঙ্গি এবং আমাদের এটাকে কীভাবে দেখা উচিত, তা নিয়ে আলোচনা করে।”
প্রহরীদুর্গ জুলাই ১৫
“মানব ইতিহাসের হাজার হাজার বছর ধরে, মানবজাতি অসংখ্য বিশ্বাস গড়ে তুলেছে। এগুলোর মধ্যে কোনগুলো সত্য আর কোনগুলো মিথ্যা তা জানা সম্ভব বলে কি আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] যে-সত্য শিক্ষাগুলো ঈশ্বরকে খুশি করে সেগুলো কোথায় আপনি পেতে পারেন, এই পত্রিকাটি তা আলোচনা করে।” ২ তীমথিয় ৩:১৬ পদ পড়ুন।
সচেতন থাক! জুলাই-সেপ্টে.
“আমাদের ব্যস্ত তালিকার মধ্যে আমাদের গৃহকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটা প্রায়ই খুবই কঠিন এবং অনেক কিছু বিষয় আমাদের সময় দাবি করে। তা সত্ত্বেও, ধৌত হওয়ার বা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে আমাদের ভূমিকা পালন করতে শাস্ত্র আমাদেরকে উৎসাহিত করে। [যিশাইয় ১:১৬ পদ পড়ুন।] আমাদের গৃহকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কী করা যেতে পারে সেই বিষয়ে আপনি কি কিছু ব্যবহারিক পরামর্শ পেতে চান?” উত্তর দেওয়ার সুযোগ দিন, এরপর ২১ পৃষ্ঠার প্রবন্ধটি দেখান এবং ‘গৃহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার এক ব্যবহারিক কার্যক্রম’ বাক্সটার প্রতি দৃষ্টি আকর্ষণ করান।
প্রহরীদুর্গ আগস্ট ১
“আজকে অনেক লোক নিজেদের অযোগ্য বোধ করার অনুভূতির সঙ্গে লড়াই করে থাকে। তাদের সাহায্য করার জন্য কী করা যেতে পারে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকাটি আলোচনা করে যে, বাইবেল কীভাবে এই ধরনের ব্যক্তিদের প্রকৃত আনন্দ খুঁজে পেতে সাহায্য করতে পারে।” “বাইবেল আপনাকে আনন্দ খুঁজে পেতে সাহায্য করতে পারে” নামের প্রবন্ধে, বড় বাঁকা অক্ষরে দেওয়া শাস্ত্রপদগুলো তুলে ধরুন।