উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা
১ম ভাগ: বাইবেল অধ্যয়ন কী?
১ বিশ্বব্যাপী, ঈশ্বরের লোকেরা প্রতি মাসে প্রায় ষাট লক্ষ বাইবেল অধ্যয়ন পরিচালনা করছে। শিক্ষাদানের উত্তম পদ্ধতিগুলো কাজে লাগিয়ে আমরা এই বাইবেল ছাত্র-ছাত্রীদের উৎসর্গীকরণ ও বাপ্তিস্ম নেওয়ার দিকে উন্নতি করতে এবং “অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম” বা যোগ্য হয়ে উঠতে সাহায্য করতে পারি। (২ তীম. ২:২) আপনি কি আপনার ছাত্র-ছাত্রীকে এইরকম উন্নতি করতে সাহায্য করতে চান? এই সংখ্যা থেকে আমাদের রাজ্যের পরিচর্যা এক ধারাবাহিক প্রবন্ধ প্রকাশ করবে, যা উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করার মৌলিক দিকগুলো ব্যাখ্যা করবে।
২ যখন একটি বাইবেল অধ্যয়নের রিপোর্ট করা যায়: বাইবেল এবং সেইসঙ্গে সুপারিশকৃত প্রকাশনাগুলোর যেকোনো একটি দিয়ে যদি আপনি নিয়মিত ও সুশৃঙ্খলভাবে বাইবেল আলোচনা করে থাকেন, এমনকি তা সংক্ষিপ্ত হলেও, আপনি একটি বাইবেল অধ্যয়ন পরিচালনা করছেন। এটা এমনকি সেই ক্ষেত্রেও প্রযোজ্য, যদি দরজায় দাঁড়িয়ে বা টেলিফোনে অধ্যয়ন করা হয়। অধ্যয়নের রিপোর্ট তখনই দেওয়া যেতে পারে, যখন অধ্যয়ন ব্যবস্থা প্রদর্শন করার পর দুই বার অধ্যয়ন পরিচালনা করা হয় এবং অধ্যয়নটা ক্রমাগত চলবে এইরকম মনে করার যদি কারণ থাকে।
৩ অনেক বাইবেল অধ্যয়ন পরিচালনার ক্ষেত্রে চান ব্রোশার ও জ্ঞান বইয়ের মতো প্রকাশনাগুলো ব্যবহার করা হয়ে থাকে। এগুলো অধ্যয়ন করা শেষ হয়ে গেলে পর, যদি এটা স্পষ্ট হয় যে, একজন ব্যক্তি উন্নতি করে চলেছেন, এমনকি তা যদি ধীরে ধীরেও হয় এবং তিনি যা শিখছেন তার প্রতি উপলব্ধি গড়ে তুলছেন, তা হলে ঈশ্বরের উপাসনা করুন বইটি দিয়ে অধ্যয়ন চালিয়ে যাওয়া যেতে পারে।
৪ বাইবেল অধ্যয়নের কাজ লক্ষ লক্ষ ব্যক্তিদের যিশু খ্রিস্টের প্রকৃত শিষ্য হয়ে ওঠার ক্ষেত্রে কার্যকরী হয়ে আসছে। (মথি ২৮:১৯, ২০) এই ধারাবাহিক প্রবন্ধের পরবর্তী প্রবন্ধগুলোতে দেওয়া পরামর্শগুলো কাজে লাগিয়ে আপনি এক উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে পারেন।