প্রচার কাজে লেগে থাকুন
১ সংকটপূর্ণ সময় চলছে। আভ্যন্তরীণ কলহ, জাতিগত যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় এবং আরও অন্যান্য ভয়ংকর ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানব পরিবারগুলোর আগের চেয়ে এখন বেশি করে সুসমাচারের প্রয়োজন রয়েছে। কিন্তু, আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি অনীহা দিন দিন বেড়ে চলেছে। কোনো কোনো এলাকায়, বাড়িতে লোকেদের পাওয়া কঠিন মনে হতে পারে আর এমনকি সেই লোকেদের পাওয়া আরও কঠিন, যারা আমাদের কথা শুনবে বা যারা বাইবেল অধ্যয়ন করতে চায়। তবুও, ঈশ্বরের প্রতিষ্ঠিত রাজ্য সম্বন্ধে সুসমাচার প্রচার করায় আমাদের লেগে থাকা খুবই গুরুত্বপূর্ণ।—মথি ২৪:১৪.
২ লোকেদের প্রতি ভালবাসা: আমাদের প্রচার কাজ লোকেদের প্রতি যিহোবার ভালবাসাকে তুলে ধরে। “কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্ত্তন পর্য্যন্ত পঁহুছিতে পায়, এই তাঁহার বাসনা।” (২ পিতর ৩:৯; যিহি. ৩৩:১১) তাই, যিশু যেমন বলেছিলেন, ঈশ্বর আদেশ দিয়েছেন যে, “অগ্রে সর্ব্বজাতির কাছে সুসমাচার প্রচারিত হওয়া আবশ্যক।” (মার্ক ১৩:১০) ঈশ্বর লোকেদেরকে তাঁর কাছে ফিরে আসার এবং শয়তানের জগতের ওপর আসন্ন বিচার থেকে রক্ষা পাওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। (যোয়েল ২:২৮, ২৯, ৩২; সফ. ২:২, ৩) আমরা কি কৃতজ্ঞ নই যে, যিহোবা আমাদের সেই সুযোগটা দিয়েছেন?—১ তীম. ১:১২, ১৩.
৩ বিশ্বব্যাপী রিপোর্ট দেখায় যে, ২০০৪ পরিচর্যা বছরে প্রত্যেক মাসে গড়ে ৬০,৮৫,৩৮৭টা বাইবেল অধ্যয়ন পরিচালনা করা হয়েছে এবং প্রত্যেক সপ্তাহে গড়ে প্রায় ৫,০০০ জন নতুন শিষ্য বাপ্তিস্ম নিয়েছে! এই নতুন উৎসর্গীকৃত ব্যক্তিদের কয়েক জনকে সেই প্রকাশকদের প্রচার কাজে লেগে থাকার প্রচেষ্টার ওপর যিহোবার আশীর্বাদের ফলস্বরূপ খুঁজে পাওয়া গিয়েছে, যারা তাদের নির্ধারিত এলাকায় সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। মণ্ডলীগুলোতে তা কতই না আনন্দ নিয়ে এসেছিল আর এই জীবনরক্ষাকারী কাজে ঈশ্বরের একজন সহকর্মী হওয়া কী এক সুযোগ!—১ করি. ৩:৫, ৬, ৯.
৪ ঈশ্বরের নামের প্রশংসা করা: আমাদের প্রচার কাজে লেগে থাকার কারণ হল আমরা যেন জনসাধারণ্যে যিহোবার স্তব বা প্রশংসা এবং সমস্ত মানবজাতির সামনে তাঁর নামকে পবিত্রকৃত করতে পারি। (ইব্রীয় ১৩:১৫) শয়তান এটা বিশ্বাস করানোর দ্বারা ‘সমস্ত নরলোককে’ বিভ্রান্ত করেছে যে, মানবজাতির সমস্যাগুলোকে সমাধান করার ক্ষমতা ঈশ্বরের নেই, তিনি মানুষের দুঃখকষ্টের প্রতি উদাসীন অথবা তাঁর কোনো অস্তিত্ব নেই। (প্রকা. ১২:৯) আমাদের প্রচার কাজের মাধ্যমে, আমরা আমাদের মহিমান্বিত স্বর্গস্থ পিতা সম্বন্ধীয় সত্যের পক্ষ সমর্থন করি। আমরা যেন সবসময়—এখন ও চিরকাল—তাঁর নামের প্রশংসা করে চলি।—গীত. ১৪৫:১, ২.