পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ নভে. ১৫
“অনেক লোকই ভেবে থাকে যে, কেন মানবজাতিকে জর্জরিত করে চলা সমস্যাগুলো ভালর দিকে নয় কিন্তু কেবল খারাপের দিকেই যাচ্ছে। আপনি কি কখনো বিবেচনা করে দেখেছেন যে, এক সম্ভাব্য কারণ হিসেবে এই পদ কী বলে? [প্রকাশিত বাক্য ১২:৯ পদ পড়ুন। এরপর উত্তর দেওয়ার সুযোগ দিন।] লোকেদের ভ্রান্ত করার জন্য দিয়াবলের ফন্দিগুলো এবং কীভাবে আমরা তার প্রভাবকে প্রতিরোধ করতে পারি, তা নিয়ে এই পত্রিকা আলোচনা করে।”
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“আমাদের যে-ধরনের বন্ধুবান্ধব আছে, তাতে কি কিছু এসে যায় বলে আপনি মনে করেন? [১ করিন্থীয় ১৫:৩৩ পদ পড়ুন, তারপর ১৩ পৃষ্ঠার প্রবন্ধটি দেখান।] এই প্রবন্ধটি কিছু ব্যবহারিক পরামর্শ প্রদান করে যেগুলো আমাদেরকে খারাপ বন্ধুবান্ধবদের সঙ্গে জড়িয়ে না পড়তে সাহায্য করবে।”
প্রহরীদুর্গ ডিসে. ১
“লোকেরা যখন ‘আরমাগিদোন’ শব্দটি শোনে, তখন অনেকেই এক ভয়ানক ব্যাপক ধ্বংসকে কল্পনা করে। [৩ পৃষ্ঠার বাক্সটা দেখান।] আপনি কি এটা জেনে অবাক হবেন যে, আসলে আরমাগিদোন হল সর্বোত্তম বিষয়গুলোর মধ্যে একটা, যা আমাদের প্রতি ঘটতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা সেই কারণ ব্যাখ্যা করে।” ২ পিতর ৩:১৩ পদ পড়ুন।
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“অনেক লোকেরই যথোপযুক্ত স্থানে বসবাস করার সামর্থ নেই। আপনি কি মনে করেন যে, এমন একদিন আসবে যখন প্রত্যেকের জন্য পর্যাপ্ত বাসস্থান থাকবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] সচেতন থাক! পত্রিকা আবাসন সংকট সম্বন্ধে সাম্প্রতিক রিপোর্ট তুলে ধরে। এ ছাড়া, যেকারণে আমরা আস্থা রাখতে পারি যে, ঈশ্বরের এই প্রতিজ্ঞা পরিপূর্ণ হবেই এটি সেও দেখায়।” যিশাইয় ৬৫:২১, ২২ পদ পড়ুন।