পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ নভে. ১৫
“পৃথিবীতে এত দুর্নীতি দেখে কেউ কেউ চিন্তা করে, ‘যা সঠিক তা করার জন্য কেন আমার এত সংগ্রাম করা উচিত?’ আপনিও কি কখনো এইরকম মনে করেছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই উৎসাহজনক কথাগুলো লক্ষ করুন। [হিতোপদেশ ২:২১, NW, ২২ পদ পড়ুন।] এই পত্রিকা ন্যায়নিষ্ঠ হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি ব্যাখ্যা করে।”
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“অনেক লোক ভেবে থাকে যে, ঈশ্বরে বিশ্বাস করা আদৌ বিজ্ঞানসম্মত কি না। আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ইব্রীয় ৩:৪ পদ পড়ুন।] সচেতন থাক! পত্রিকার এই বিশেষ সংখ্যা সেই প্রমাণকে পরীক্ষা করে, যা কিছু বিজ্ঞানীকে একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে চালিত করেছে।”
প্রহরীদুর্গ ডিসে. ১
“আপনি কি মনে করেন যে, বাইবেলের এই ভবিষ্যদ্বাণী আজকে পরিপূর্ণ হচ্ছে? [মথি ২৪:১১ পদ পড়ুন। এরপর উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা জনপ্রিয় হয়ে উঠেছে এমন কিছু শিক্ষার বিষয়ে আলোচনা করে। এ ছাড়া, এই পত্রিকা এও দেখায় যে, কীভাবে আমরা ভাক্ত বা মিথ্যা শিক্ষকদের দ্বারা প্রতারিত হওয়া এড়াতে পারি।”
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“এই প্রাচীন শাস্ত্রপদটির ওপর আমি আপনার মতামত জানতে চাই। [ইব্রীয় ৩:৪ পদ পড়ুন। এরপর উত্তর দেওয়ার সুযোগ দিন। ২১ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি খুলুন।] এই প্রবন্ধ ব্যাখ্যা করে যে, কেন কিছু খ্যাতনামা বিজ্ঞানী সৃষ্টিতে বিশ্বাস করে।”