পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ অক্টো.-ডিসে.
“পরিবারের মধ্যে সুখ নিয়ে আসার ক্ষেত্রে কী সবচেয়ে বেশি অবদান রাখে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে দেখাতে পারি যে, বহু যুগ আগে একজন জ্ঞানী ব্যক্তি এই বিষয়ে কী বলেছিলেন? [ব্যক্তিটি যদি ইচ্ছুক হন, তাহলে যোহন ১৩:৩৪ পদ পড়ুন।] এই প্রবন্ধটি দেখায় যে, কীভাবে পরিবারের প্রত্যেক সদস্য পরিবারে সুখ নিয়ে আসার ক্ষেত্রে অবদান রাখতে পারে।” ২৪ ও ২৫ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি দেখান।