পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ নভে. ১৫
“আমরা সকলেই এক সুখী, অর্থপূর্ণ জীবন পেতে চাই। সুখের চাবিকাঠি সম্বন্ধে যিশু এখানে যা বলেছেন, আপনি কি তার সঙ্গে একমত? [মথি ৫:৩, NW পদ পড়ুন। এরপর উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা ব্যাখ্যা করে যে, ঈশ্বরকে উপাসনা করার বিষয়ে আমাদের সহজাত, মৌলিক চাহিদাকে পূরণ করা কীভাবে জীবনকে অর্থপূর্ণ করে তোলে।”
সচেতন থাক! অক্টো.- ডিসে.
একজন যুবক বা যুবতীর সঙ্গে সাক্ষাৎ হলে, আপনি হয়তো বলতে পারেন: “অনেক যুবক-যুবতী মাঝে মধ্যে মনে করে যে, তাদেরকে বাদ দেওয়া হয় অথবা তারা একাকী বোধ করে। তুমিও কি কখনো এমন বোধ করেছ? [উত্তরের অপেক্ষা করুন, তারপর হিতোপদেশ ১৫:১৩ পদ পড়ুন।] সত্যিই, একাকী বোধ করা খুবই যন্ত্রণাদায়ক হতে পারে। এই প্রবন্ধ আমাদেরকে কিছু ভাল পরামর্শ দেয় যে, কীভাবে আমরা একাকিত্বের অনুভূতির সঙ্গে লড়াই করতে পারি।” ১২ পৃষ্ঠার প্রবন্ধটি তুলে ধরুন।
প্রহরীদুর্গ ডিসে. ১
“আপনি কীভাবে এই প্রশ্নটার উত্তর দেবেন? [প্রচ্ছদের প্রশ্নটা পড়ুন। এরপর উত্তর দেওয়ার সুযোগ দিন।] সমগ্র মানবজাতিকে একতাবদ্ধ করা হল ঈশ্বরের উদ্দেশ্য। [গীতসংহিতা ৪৬:৮, ৯ পদ পড়ুন।] এই পত্রিকা দেখায় যে, কীভাবে একতা অর্জন করা যাবে, সেই বিষয়ে বাইবেল কী বলে।”
সচেতন থাক! অক্টো.- ডিসে.
“আমাদের মধ্যে অধিকাংশই ভাল স্বাস্থ্য ও দীর্ঘ জীবন পেতে চাই। আপনি কি মনে করেন যে, এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা আমাদের স্বাস্থ্যকে ভাল করবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর হিতোপদেশ ১৭:২২ পদ পড়ুন।] এক আশাবাদী মনোভাব গড়ে তোলার কেন মূল্য রয়েছে, এই প্রবন্ধ তা আলোচনা করে।” ২১ পৃষ্ঠার প্রবন্ধটি তুলে ধরুন।