পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! অক্টো.-ডিসে.
“অনেকেই পুলিশদের পছন্দ করে না বলে মনে হয় কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, তারা যদি না থাকত, তা হলে দেশের অবস্থা কী হতো? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বর্তমানে পুলিশদের খুবই দরকার কিন্তু শীঘ্রই এমন একটা সময় আসবে যখন তাদের আর দরকার হবে না, কেন হবে না, সেই কারণটা এই শাস্ত্রপদে লক্ষ করুন। [২ পিতর ৩:১৩ পদ পড়ুন।] অপরাধবিহীন এক জগৎ সম্বন্ধে আপনি যদি আরও পড়তে চান, তা হলে সচেতন থাক! পত্রিকার এই সংখ্যাটি আপনার ভাল লাগবে।”
The Watchtower নভে. ১৫
“কেউ কেউ চিন্তা করে যে, ঈশ্বরের উপাসনা করার জন্য আমাদের গির্জা এবং মন্দিরগুলোর দরকার আছে কি না। আপনার কী মনে হয়? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই বিষয়ে বাইবেল কী বলে, তা লক্ষ করুন। [প্রেরিত ১৭:২৪ পদ পড়ুন।] তা হলে, উপাসনার স্থানগুলো কোন্ উদ্দেশ্য সম্পাদন করে? এই পত্রিকা সেই প্রশ্নের এক শাস্ত্রীয় উত্তর দেয়।”
Awake! অক্টো.-ডিসে.
“অনেক লোকই গাড়ি ও মোটর সাইকেল কিনছে কিন্তু মারাত্মক দুর্ঘটনাগুলোও বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনাগুলো কি এড়ানো সম্ভব? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেল স্বীকার করে যে, কেউ-ই দুর্দশা থেকে রেহাই পায় না। [উপদেশক ৯:১১ পদ পড়ুন। ২২ পৃষ্ঠা দেখান।] কিন্তু, সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা আলোচনা করে যে, কীভাবে আপনি গাড়ি চালানোর সময় আপনার নিরাপত্তাকে বাড়াতে পারেন।”
The Watchtower ডিসে. ১
“আজকাল, প্রায় প্রত্যেকেরই জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট টাকাপয়সা নেই। গির্জাগুলো সম্বন্ধেও একই বিষয় সত্য আর তাই আগের চেয়ে আরও বেশি করে টাকাপয়সা দান করার জন্য অনুরোধ করা হচ্ছে। সেটাকে কি আপনার কাছে বিরক্তিকর বলে মনে হয়? [উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর ১ থিষলনীকীয় ২:৯ পদ পড়ুন।] এই সম্বন্ধে বাইবেল কী বলে প্রহরীদুর্গ তা আলোচনা করে।”