পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ এপ্রিল ১৫
“প্রায় প্রত্যেকেই একমত হবে যে, এক সুখী পারিবারিক জীবনের অপরিহার্য বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে, উত্তম ভাববিনিময় অথচ অনেক লোকের কাছে ভালভাবে ভাববিনিময় করা কঠিন বলে মনে হয়। কেন তারা এইরকমটা মনে করে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] ভাববিনিময়ের দক্ষতায় উন্নতি করে চলা সম্বন্ধে এই পত্রিকা কিছু পরামর্শ প্রদান করে।” যাকোব ১:১৯ পদ পড়ুন।
সচেতন থাক! এপ্রিল-জুন
“বর্তমানে লোকেরা অনেক দেবতার উপাসনা করে থাকে। কিন্তু যিশু প্রার্থনায় তাঁর স্বর্গীয় পিতার সম্বন্ধে যা বলেছিলেন তা লক্ষ করুন। [যোহন ১৭:৩ পদ পড়ুন।] সত্য ঈশ্বর যদি কেবলমাত্র একজন, তা হলে অন্যান্য দেবতা সম্বন্ধে কী বলা যায়? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা বাইবেলের দৃষ্টিভঙ্গি প্রদান করে।” ১৪-১৫ পৃষ্ঠার প্রবন্ধটি তুলে ধরুন।
প্রহরীদুর্গ মে ১
“পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ লোক দারিদ্রের কষ্টকর প্রভাবগুলো ভোগ করে থাকে। তাদের সাহায্য করার জন্য কী করা যেতে পারে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ১ পিতর ২:২১ পদ পড়ুন।] দরিদ্র লোকেদের জন্য চিন্তা দেখানোর ব্যাপারে কীভাবে আমরা যিশুর উদাহরণ অনুসরণ করতে পারি, এই পত্রিকা তা ব্যাখ্যা করে।”
সচেতন থাক! এপ্রিল-জুন
“বর্তমানে, স্কুলগুলোতে ব্যাপকভাবে নৈতিকতার অভাবের কথা মনে রেখে, কোন বিষয়টা আমাদের অল্পবয়স্কদের শুদ্ধতা বজায় রাখতে সাহায্য করবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন এবং এরপর হিতোপদেশ ২২:৩ পদ পড়ুন। ১৬ পৃষ্ঠার প্রবন্ধটি উল্লেখ করুন।] এই প্রবন্ধ কিছু ব্যবহারিক নির্দেশনা প্রদান করে যেগুলো স্কুলে আমাদের সন্তানদের সাহায্য করবে।”