অক্টোবর মাসে সচেতন থাক! পত্রিকার এক বিশেষ সংখ্যা তুলে ধরা হবে
১ প্রায় প্রত্যেকেই গায়ক পাখির সুমধুর সুর এবং সূর্যাস্তের দৃশ্য উপভোগ করে থাকে। কিন্তু, অনেকেই এটা স্বীকার করতে ব্যর্থ হয় যে, একজন প্রেমময় স্বর্গীয় পিতা এই সমস্তকিছু সৃষ্টি করেছেন। আমরা সচেতন থাক! পত্রিকার এক বিশেষ সংখ্যা বিতরণ করার মাধ্যমে যিহোবাই যে সমস্তকিছুর সৃষ্টিকর্তা সেই বিষয়ে সাক্ষ্য দেওয়ার এক অনুপম সুযোগ পাব। (যিশা. ৪০:২৮; ৪৩:১০) অক্টোবর থেকে ডিসেম্বর সংখ্যার পুরোটাই “একজন সৃষ্টিকর্তা কি আছেন?” বিষয়টি নিয়ে আলোচনা করে।
২ এলাকায়: সম্ভব হলে প্রতি শনিবার মণ্ডলীর সঙ্গে ঘরে ঘরে পরিচর্যায় অংশ নেওয়ার জন্য ব্যবস্থা করুন। অবশ্য, সপ্তাহের অন্য সময়গুলোতেও আপনি বিশেষ সংখ্যাটা অর্পণ করতে পারেন। শিক্ষক এবং অন্যান্যরা যারা শিক্ষার ক্ষেত্রে কাজ করে তারা সম্ভবত এই সংখ্যার প্রতি বিশেষভাবে আগ্রহী হবে। তাই, আপনার এলাকায় এই ধরনের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিশেষ ব্যবস্থা করা যেতে পারে।
৩ ব্যক্তি যদি আগ্রহ দেখান, তা হলে তার কাছে একটা প্রশ্ন রেখে আসুন যেটার উত্তর আপনি পরবর্তী সাক্ষাতে দেবেন। উদাহরণস্বরূপ, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে, কেন একজন প্রেমময় সৃষ্টিকর্তা এত দুঃখকষ্ট থাকতে দেবেন। তারপর, পুনর্সাক্ষাতে আপনি বাইবেল শিক্ষা দেয় বইটির ১ অধ্যায় অথবা ১১ অধ্যায় তুলে ধরতে পারেন। অথবা আপনি হয়তো পৃথিবীর জন্য সৃষ্টিকর্তার উদ্দেশ্য সম্বন্ধে একটা প্রশ্ন বেছে নিতে পারেন আর তারপর পুনর্সাক্ষাতে ৩ অধ্যায়টি বিবেচনা করতে পারেন।
৪ স্কুলে: তুমি যদি স্কুলে পড়ো, তা হলে তোমার শিক্ষক এবং সহপাঠীদেরকে উপহার হিসেবে সচেতন থাক! পত্রিকার বিশেষ সংখ্যাটা দাও না কেন? তোমার ডেস্কে একটি কপি রাখাই হয়তো আমাদের বিশ্বাস সম্বন্ধে তাদের বিভিন্ন প্রশ্ন করতে পরিচালিত করতে পারে। ক্লাসরুমের আলোচনাগুলোতে তোমার বিশ্বাসের পক্ষ সমর্থন করার এবং রচনা লেখার সময় সম্ভবত তুমি এর থেকে তথ্য ব্যবহার করার সুযোগগুলো পাবে। তোমাকে সাহায্য করার জন্য এই সংখ্যায় “কীভাবে আমি সৃষ্টি সম্বন্ধে আমার বিশ্বাসের পক্ষ সমর্থন করতে পারি?” শিরোনামের “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য” প্রবন্ধটি রয়েছে।
৫ যিহোবা যা কিছু সৃষ্টি করেছেন, সেগুলোর জন্য তিনি সম্মান ও গৌরব পাওয়ার যোগ্য। (প্রকা. ৪:১১) উদ্যমের সঙ্গে অক্টোবর থেকে ডিসেম্বর সচেতন থাক! পত্রিকার সংখ্যাটা অর্পণ করার দ্বারা আমরা আমাদের সৃষ্টিকর্তাকে সম্মান করতে পারি এবং অন্যদের তা করতে সাহায্য করতে পারি।