নভেম্বর মাসে সচেতন থাক! পত্রিকার এক বিশেষ সংখ্যা অর্পণ করা হবে!
১ অনেক লোকেরই বাইবেলের মূল্য সম্বন্ধে আন্তরিক প্রশ্ন রয়েছে। এটি যদি মানুষই লিখে থাকে, তা হলে কীভাবে এটিকে ঈশ্বরের বাক্য বলা যেতে পারে? আমার পদক্ষেপগুলোকে পরিচালনা করতে এটির ওপর নির্ভর করার কোন কারণগুলো রয়েছে? আমি যদি বাইবেল পড়ি ও অধ্যয়ন করি, তা হলে কীভাবে আমার সময় ও প্রচেষ্টা পুরস্কৃত হবে? কোন বাইবেল অনুবাদ আমার ব্যবহার করা উচিত? এগুলো হচ্ছে কয়েকটা প্রশ্ন, যেগুলোর উত্তর নভেম্বর মাসের বিশেষ সংখ্যার সচেতন থাক! পত্রিকায় দেওয়া হবে, যেটির শিরোনাম হচ্ছে “আপনি কি বাইবেলের ওপর নির্ভর করতে পারেন?” এটি ইংরেজি, তামিল ও মালায়ালাম ভাষায় পাওয়া যাচ্ছে। আপনি যদি অন্যান্য ভাষার সচেতন থাক! পত্রিকাটি অর্পণ করছেন, তা হলে আপনি অক্টোবর থেকে ডিসেম্বর সংখ্যার “সন্তানদের আরও উত্তমভাবে মানুষ করে তোলার সাতটা পদক্ষেপ” নামক প্রবন্ধটির ওপর মনোযোগ আকর্ষণ করাতে পারেন।
২ আমরা সচেতন থাক! পত্রিকার এই বিশেষ সংখ্যাটি অথবা অক্টোবর থেকে ডিসেম্বর সংখ্যাটি আমাদের এলাকায় ব্যাপকভাবে বিতরণ করতে চাইব। যদি সম্ভব হয়, তা হলে নভেম্বর মাসে প্রত্যেক শনিবারে মণ্ডলীর সঙ্গে ঘরে ঘরে পরিচর্যায় অংশ নিন। সচেতন থাক! পত্রিকার এই সংখ্যাটি আপনার আত্মীয়স্বজন, প্রতিবেশী, সহকর্মী, শিক্ষক, সহপাঠীদের এবং পুনর্সাক্ষাৎগুলোতে দেখান। কেনাকাটা ও ভ্রমণ করার সময় এর কপিগুলোকে আপনার সঙ্গে রাখুন। প্রাচীনরা অতিরিক্ত কপির জন্য আবেদন করেছে, যাতে মণ্ডলীতে পর্যাপ্ত সরবরাহ থাকে।
৩ একটা বাইবেল অধ্যয়ন শুরু করুন: আপনি যদি পত্রিকা অর্পণ করে থাকেন, তা হলে আপনার কথোপকথন শেষ করার আগে আপনি একটা বাইবেল অধ্যয়নের জন্য ভিত্তি স্থাপন করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি নভেম্বর মাসের বিশেষ সংখ্যাটি অর্পণ করছেন, তা হলে আপনি হয়তো বলতে পারেন, “পরের বার, আমি আপনাকে বাইবেল থেকে এই প্রশ্নটার উত্তর দেখাতে চাই, ‘পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী?’” এরপর বাইবেল শিক্ষা দেয় বইটি নিয়ে ফিরে যান এবং গৃহকর্তাকে ৪-৫ পৃষ্ঠা দেখান অথবা ৩ অধ্যায়ের ১-৩ অনুচ্ছেদ বিবেচনা করুন। অথবা আপনি হয়তো গৃহকর্তাকে শুধু বলতে পারেন: “অনেকে বাইবেলে যা পড়ে, তা বোঝা কঠিন বলে তারা মনে করে। কীভাবে আপনি আরও ভাল করে বাইবেল বুঝতে পারেন, পরের বার এসে আমি আপনাকে সেটা দেখাতে চাই।” পুনর্সাক্ষাতে, বাইবেল শিক্ষা দেয় বইটির সঙ্গে পরিচয় করিয়ে দিন এবং একটা অধ্যয়নের নমুনা দেখান। যদি অক্টোবর থেকে ডিসেম্বর সংখ্যাটি অর্পণ করা হয়ে থাকে, তা হলে আপনি বলতে পারেন, “কীভাবে বাইবেলের নীতিগুলো পারিবারিক জীবনকে সুখী করায় সাহায্য করতে পারে, পরের বার আমি তা আলোচনা করতে চাই।” আপনি যখন ফিরে যান, তখন গৃহকর্তাকে বইয়ের ১৪ অধ্যায়টি দেখান এবং একত্রে ১ ও ২ অনুচ্ছেদ আলোচনা করুন।
৪ একমাত্র বাইবেলেই “পবিত্র শাস্ত্রকলাপ” রয়েছে, যা আমাদেরকে “পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্” করতে পারে। (২ তীম. ৩:১৫) তাই, বাইবেলের ওপর লোকেদের নির্ভরতা গড়ে তুলতে সাহায্য করার জন্য আমরা সকলেই সচেতন থাক! পত্রিকার এই সংখ্যাগুলো বিতরণ করার কাজে উদ্যোগের সঙ্গে অংশ নিতে চাইব!