ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০৭ পৃষ্ঠা ১
  • “তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন”
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • ‘বিশ্বাসের বাক্যে পোষিত’
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০৭ পৃষ্ঠা ১

“তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন”

১ আমরা সকলেই মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি। কাজের পর অথবা অন্যান্য কায়িক পরিশ্রমের কারণেই যে কেবল আমরা ক্লান্ত হই তা নয় কিন্তু এই ‘বিষম সময়ে’ আমরা যে-সমস্যাগুলোর মুখোমুখি হই, সেগুলোর দরুনও ক্লান্ত হয়ে পড়ি। (২ তীম. ৩:১) যিহোবার দাস হিসেবে, কীভাবে আমরা সেই আধ্যাত্মিক শক্তি অর্জন করি, যা আমাদের পরিচর্যায় শিথিল না হয়ে পড়ার জন্য প্রয়োজন? যাঁর “শক্তির প্রাবল্য” রয়েছে, সেই যিহোবার ওপর নির্ভর করার দ্বারা আমরা তা অর্জন করি। (যিশা. ৪০:২৬) তিনি আমাদের প্রয়োজনগুলো সম্বন্ধে অবগত আছেন এবং আমাদেরকে সাহায্য করার জন্য তাঁর অকৃত্রিম আগ্রহ রয়েছে।​—⁠১ পিতর ৫:⁠৭.

২ যিহোবার ব্যবস্থাগুলো: যিহোবা তাঁর পবিত্র আত্মার মাধ্যমে আমাদের শক্তিশালী করেন আর এটা হল সেই একই অপ্রতিরোধ্য শক্তি, যা তিনি নিখিলবিশ্ব সৃষ্টি করার জন্য ব্যবহার করেছিলেন। যদি আমরা শ্রান্ত হয়ে পড়ি, তা হলে ঈশ্বরের আত্মা আমাদের “উত্তরোত্তর নূতন শক্তি” পেতে সাহায্য করে। (যিশা. ৪০:৩১) নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমার খ্রিস্টীয় দায়িত্বগুলো পালনে আমাকে শক্তিশালী করার জন্য শেষ কখন আমি নির্দিষ্টভাবে পবিত্র আত্মা চেয়ে প্রার্থনা করেছিলাম?’​—⁠লূক ১১:​১১-১৩.

৩ প্রতিদিন ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য পড়ে ও তা নিয়ে ধ্যান করে এবং আমাদের খ্রিস্টীয় প্রকাশনাগুলো নিয়মিত অধ্যয়ন করার দ্বারা অধ্যাত্মিকভাবে পুষ্টি লাভ করে, আমরা “জলস্রোতের তীরে রোপিত” সতেজ এক “বৃক্ষের” মতো হব, “যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না।”​—⁠গীত. ১:২, ৩.

৪ এ ছাড়া, যিহোবা সহবিশ্বাসীদেরও ব্যবহার করেন, যারা আমাদের জন্য “সান্ত্বনাজনক [“শক্তিবর্ধক,” NW]” হতে পারে। (কল. ৪:১০, ১১) তারা মণ্ডলীর সভাগুলোতে তাদের গঠনমূলক কথাবার্তা, মন্তব্য এবং বক্তৃতার দ্বারা আমাদের সুস্থির বা শক্তিশালী করে। (প্রেরিত ১৫:৩২) বিশেষ করে খ্রিস্টান প্রাচীনরা আধ্যাত্মিক সাহায্য এবং সতেজতাদায়ক উৎসাহ প্রদান করে থাকে।​—⁠যিশা. ৩২:১, ২.

৫ পরিচর্যা: আপনি যদি মনে করেন যে, আপনি শ্রান্ত হয়ে পড়ছেন, তবুও প্রচার করা বন্ধ করবেন না! অন্যান্য অনেক কাজকর্মের বৈসাদৃশ্যে, পরিচর্যায় নিয়মিত অংশগ্রহণ প্রকৃতপক্ষে আমাদেরকে বিশ্রাম দেয় বা সতেজ করে। (মথি ১১:২৮-৩০) সুসমাচার জানানো আমাদেরকে ঈশ্বরের রাজ্যের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে এবং অনন্তজীবন ও এর অপূর্ব প্রত্যাশাগুলোর দিকে দৃষ্টি রাখতে সাহায্য করে।

৬ এই দুষ্ট বিধিব্যবস্থা ধ্বংস হওয়ার আগে আরও অনেক কিছু করার আছে। “ঈশ্বর-দত্ত শক্তি অনুসারে” আমাদের পরিচর্যায় অটল থাকার যথার্থ কারণ আমাদের রয়েছে। (১ পিতর ৪:১১) যিহোবার সাহায্যে আমরা আমাদের কাজ শেষ করব, কারণ তিনি “ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন।”​—⁠যিশা. ৪০:⁠২৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার