‘বিশ্বাসের বাক্যে পোষিত’
১ ঈশ্বরীয় ভক্তির জীবনধারা অনুধাবন করার জন্য প্রাণপণ প্রচেষ্টার দরকার। (১ তীম. ৪:৭-১০) আমাদের নিজেদের শক্তিতে, এই ধরনের এক পথ অনুসরণ করার চেষ্টা করলে আমরা শীঘ্রই পরিশ্রান্ত হয়ে পড়ব এবং স্খলিত হব বা উছোট খাব। (যিশা. ৪০:২৯-৩১) ‘বিশ্বাসের বাক্যে পোষিত’ থাকা হচ্ছে একটা উপায়, যার মাধ্যমে আমরা যিহোবার কাছ থেকে শক্তি পেতে পারি।—১ তীম. ৪:৬.
২ প্রচুর আধ্যাত্মিক খাদ্য: তাঁর বাক্য এবং ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাসের’ মাধ্যমে যিহোবা প্রচুর আধ্যাত্মিক খাদ্য জোগান। (মথি ২৪:৪৫) এর থেকে উপকার পেতে আমরা কি আমাদের অংশটুকু করছি? আমরা কি প্রতিদিন বাইবেল পড়ি? ব্যক্তিগত অধ্যয়ন এবং ধ্যান করার জন্য আমরা কি সময় নির্ধারণ করে রাখি? (গীত. ১:২, ৩) এই ধরনের এক স্বাস্থ্যকর আধ্যাত্মিক খাদ্য তালিকা আমাদের শক্তিশালী করে এবং শয়তানের জগতের দুর্বল করে দেওয়ার মতো প্রভাবগুলো থেকে আমাদের রক্ষা করে। (১ যোহন ৫:১৯) আমরা যদি গঠনমূলক বিষয়গুলো দিয়ে আমাদের মন ভরিয়ে রাখি এবং সেগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করি, তা হলে যিহোবা আমাদের সঙ্গে থাকবেন।—ফিলি. ৪:৮, ৯.
৩ এ ছাড়া, মণ্ডলীর সভাগুলোর মাধ্যমেও যিহোবা আমাদের শক্তিশালী করেন। (ইব্রীয় ১০:২৪, ২৫) এই সমাবেশগুলোতে যে-আধ্যাত্মিক নির্দেশনা ও গঠনমূলক সাহচর্য পাওয়া যায়, তা আমাদের বিভিন্ন পরীক্ষার মুখে অটল থাকতে শক্তিশালী করে। (১ পিতর ৫:৯, ১০) একজন খ্রিস্টান যুবতী বলেছিল: “আমি সারাদিন স্কুলে কাটাই আর এতে আমি ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু সভাগুলো মরুভূমিতে এক মরূদ্যানের মতো, যেখানে গিয়ে পরের দিন স্কুলে যাওয়ার জন্য আমি সতেজ হই।” তাই সভাগুলোতে উপস্থিত থাকার জন্য আমরা যে-প্রচেষ্টা করে থাকি, তার জন্য আমরা কতই না আশীর্বাদপ্রাপ্ত!
৪ সত্য ঘোষণা করা: অন্যদের কাছে প্রচার করা যিশুর কাছে খাদ্যের মতো ছিল। এটা তাঁকে শক্তিশালী করেছিল। (যোহন ৪:৩২-৩৪) একইভাবে, আমরা যখন ঈশ্বরের অপূর্ব প্রতিজ্ঞাগুলো সম্বন্ধে অন্যদের কাছে কথা বলি, তখন আমরা পুনরায় শক্তিপ্রাপ্ত হই। এ ছাড়া, পরিচর্যায় ব্যস্ত থাকা আমাদের হৃদয় ও মনকে রাজ্য এবং যে-আশীর্বাদগুলো শীঘ্রই আসতে চলেছে, সেগুলোর ওপর কেন্দ্রীভূত রাখতে সাহায্য করে। সেটা সত্যিই আমাদেরকে বিশ্রাম দেয় বা সতেজ করে।—মথি ১১:২৮-৩০.
৫ আজকে যিহোবা তাঁর লোকেদের জন্য যে-প্রচুর আধ্যাত্মিক পুষ্টি জোগাচ্ছেন, সেগুলো থেকে উপকার পাওয়ায় আমরা কতই না আশীর্বাদপ্রাপ্ত! আমরা যেন আনন্দের সঙ্গে তাঁর প্রশংসা করতে ক্রমাগত উচ্চরব করে চলি।—যিশা. ৬৫:১৩, ১৪.