“সৎকর্ম্মের জন্য সুসজ্জীভূত”
১ যিহোবার লোকেরা আজকের দিনে পর্যাপ্ত মূল্যবান আধ্যাত্মিক খাদ্যের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত। (যিশা. ২৫:৬) ব্যক্তিগত ও পারিবারিক অধ্যয়নের মাধ্যমে এবং মণ্ডলীর সভা, অধিবেশন ও সম্মেলনগুলিতে উপভোগ করার মত আমাদের জন্য প্রচুর শাস্ত্রীয় বিষয়বস্তু রয়েছে। কিন্তু “সমস্ত সৎকর্ম্মের জন্য সুসজ্জীভূত” হওয়ার মনোভাব নিয়ে আমরা কি এগুলির পূর্ণ সদ্ব্যবহার করছি?—২ তীম. ৩:১৭.
২ কেবল ১৯৯৮ সালের আধ্যাত্মিক খাদ্য তালিকার বিষয়টিই চিন্তা করুন, যেটির অর্ধেক ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে! মণ্ডলীর সাপ্তাহিক সভাগুলির মাধ্যমে, আমরা খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রাবলীর ২৩টি পুস্তকের কিছু মুখ্য বিষয় আলোচনা করছি, মুখ্য অধ্যয়ন প্রবন্ধগুলি ছাড়া প্রহরীদুর্গ-এ প্রাপ্ত বাইবেলের জ্ঞান ও খ্রীষ্টীয় গুণাবলি সম্বন্ধীয় ২২টি বিভিন্ন বিষয়ের উপর তথ্যাদি পুনরালোচনা করছি এবং আলোচনার জন্য প্রসঙ্গ থেকে ৪৮টি বিষয় বিবেচনা করছি যা ক্ষেত্র পরিচর্যায় আমাদের সাহায্য করবে। এছাড়া আমরা সম্পূর্ণ জ্ঞান বই আর পারিবারিক সুখ (ইংরাজি) বইটিরও প্রত্যেকটি অনুচ্ছেদ পুনরালোচনা করছি। অধিকন্তু, আমাদের রাজ্যের পরিচর্যা-র ১২টি সংখ্যা, প্রহরীদুর্গ-এর ৫২টি পাঠ প্রবন্ধ এবং বিভিন্ন বাইবেল বিষয় ভিত্তিক প্রায় ৫২টি জনসাধারণের বক্তৃতার দ্বারা আমরা পরিপোষিত হচ্ছি। মূল্যবান সম্মেলন ও অধিবেশন কার্যক্রম এগুলির আর এক অতিরিক্ত সংযোজন। আধ্যাত্মিক উত্তম জিনিসের কী পর্যাপ্ত সরবরাহই না আমাদের জন্য সহজলভ্য করা হয়েছে!
৩ যিহোবার ব্যবস্থাদিকে উপলব্ধি করুন: পূর্ণভাবে উপকৃত হওয়ার জন্য, আমাদের বোঝা প্রয়োজন যে কেন যিহোবা এরূপ পর্যাপ্ত আধ্যাত্মিক খাদ্য যোগান। এই উত্তম বিষয়গুলিকে গ্রহণ করা আমাদের বিশ্বাসকে গড়ে তোলে এবং তাঁর সাথে আমাদের সম্পকর্কে শক্তিশালী করে। (১ তীম. ৪:৬) কিন্তু, আধ্যাত্মিক খাদ্য শুধুমাত্র আমাদের নিজেদের নির্দেশনার জন্য সরবরাহ করা হয়নি। এটি আমাদের অন্যদের সাথে সত্যকে বন্টন করে নিতে অনুপ্রাণিত করে এবং সুসমাচারের পরিচারক হিসাবে তা করার ক্ষেত্রে আমাদের কার্যকারী হতে সুসজ্জিত করে।—২ তীম. ৪:৫.
৪ আসুন আমরা যেন আমাদের আধ্যাত্মিক প্রয়োজনগুলিকে উপেক্ষা না করি কিন্তু সর্বদা যিহোবার মেজ থেকে প্রাপ্ত মূল্যবান ও আধ্যাত্মিকভাবে তৃপ্তিদায়ক ব্যবস্থাদির জন্য এক আকাঙ্ক্ষা গড়ে তুলি। (মথি ৫:৩; ১ পিতর ২:২) পূর্ণভাবে উপকৃত হওয়ার জন্য নিয়মিত ব্যক্তিগত ও পারিবারিক বাইবেল অধ্যয়ন এবং সভায় উপস্থিতির মত গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য যথেষ্ট সময় পৃথক করে রাখা আবশ্যক। (ইফি. ৫:১৫, ১৬) আর এটি করলে তার সুখকর পুরস্কারগুলি ইব্রীয় ১৩:২০, ২১ পদে লিপিবদ্ধ অনুপ্রাণিত উৎসাহের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে যা পৌল বিশ্বস্ত ইব্রীয় খ্রীষ্টানদের উদ্দেশে লিখেছিলেন।