পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ সেপ্টে. ১৫
“এটি যা বলে, সেই সম্বন্ধে আমি আপনার মতামত জানতে চাই। [দ্বিতীয় বিবরণ ৩২:৪ পদ পড়ুন] আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, যদি ঈশ্বর সর্বশক্তিমান ও ন্যায্য হন, তা হলে কেন জগতে এত দুঃখকষ্ট ও দুষ্টতা রয়েছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা ব্যাখ্যা করে যে, ঈশ্বর কেন আমাদের দিন পর্যন্ত দুষ্টতা থাকতে দিয়েছেন।”
সচেতন থাক! জুলাই-সেপ্টে.
“বিয়ে ভেঙে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে, ব্যক্তি বিশেষদের বিজ্ঞতার সঙ্গে নিজের বিবাহ সঙ্গী বাছাই করা গুরুত্বপূর্ণ। কী আমাদেরকে সঠিক বাছাই করতে সাহায্য করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই প্রাচীন প্রবাদ অনেকের জন্য সাহায্যকারী বলে প্রমাণিত হয়েছে। [হিতোপদেশ ২২:৩ পদ পড়ুন এবং ১৬ পৃষ্ঠার প্রবন্ধটি খুলুন।] এই প্রবন্ধ সেই বিষয়ে চিন্তা করার মতো বিষয়বস্তু জোগায়, যা ব্যক্তি বিশেষদের সঠিক বাছাই করার জন্য সাহায্য করবে।”
প্রহরীদুর্গ অক্টো. ১
“আপনি কি কখনো মনে মনে বলেছেন, ‘ইস, আমি যদি অন্য কিছু বাছাই করতাম!’? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] লক্ষ করুন যে, কেন আমরা মাঝে মাঝে এমন বাছাইগুলো করে থাকি, যেগুলোর জন্য পরে আমরা আপশোস করি, সেই বিষয়ে এটি কী বলে। [যিরমিয় ১০:২৩ পদ পড়ুন।] এই পত্রিকা ব্যাখ্যা করে যে, বাইবেলে প্রাপ্ত ব্যবহারিক পরামর্শগুলো কীভাবে আমাদের সঠিক বাছাইগুলো করতে সাহায্য করে।”
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“আপনি কী মনে করেন, বাবামারা কোথায় এমন পরামর্শ পেতে পারে, যা তাদেরকে সত্যিই সাহায্য করবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেলে দেওয়া এই প্রতিজ্ঞাটি লক্ষ করুন। [২ তীমথিয় ৩:১৬ পদ পড়ুন।] এই পত্রিকা দেখায় যে, ছেলেমেয়েদের সুখী হিসেবে বড় করে তোলার জন্য বাবামাদের সাহায্য করতে বাইবেল কতখানি ব্যবহারিক হতে পারে।”