পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! জুলাই-সেপ্টে.
“ভূমিকম্পগুলো আমাদের দিনে প্রচুর ধ্বংস নিয়ে এসেছে আর তাতে লক্ষ লক্ষ লোক তাদের জীবন হারিয়েছে। প্রায়ই রক্ষাপ্রাপ্ত ব্যক্তিরা গৃহহীন হয়ে পড়ে আর তা ফিরে পাওয়ার কোনো উপায়ও থাকে না। সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা দেখায় যে, যারা ভূমিকম্পের শিকার হয়েছে তারা কীভাবে ভূমিকম্পের পরের অবস্থার সঙ্গে মোকাবিলা করতে পেরেছে। এ ছাড়া, এটা এও জানায় যে, কীভাবে ভূমিকম্পগুলো বাইবেলের এক অতি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণীকে প্রকাশ করে।”
The Watchtower সেপ্টেম্বর ১৫
“লক্ষ লক্ষ লোক বিশ্বাস করে যে, ‘সাধুদের’ বিশেষ ক্ষমতা রয়েছে আর তাই তাদের মাধ্যমে প্রার্থনা করা উপকারজনক। আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] লক্ষ করুন যীশু খ্রীষ্ট কী বলেছিলেন। [যোহন ১৪:৬ পদ পড়ুন।] এটাই কিছুজনকে ‘সাধুদের’ মাধ্যমে প্রার্থনা করা সম্বন্ধে চিন্তান্বিত করেছে। প্রহরীদুর্গ এর এই সংখ্যা গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করে।”
Awake! জুলাই-সেপ্টে.
“আমি নিশ্চিত যে, আপনি আপনার স্বাস্থ্য সম্বন্ধে চিন্তিত, তাই নয় কি? আপনি অথবা এমন কেউ যাকে আপনি জানেন তিনি হয়তো উচ্চ রক্তচাপের দ্বারা আক্রান্ত? [উত্তর দেওয়ার সুযোগ দিন এবং ১৫ পৃষ্ঠার প্রবন্ধটা দেখান।] লক্ষ করুন সৃষ্টিকর্তা কী প্রতিজ্ঞা করেছেন। [যিশাইয় ৩৩:২৪ পদ পড়ুন।] আমি নিশ্চিত যে, এই প্রবন্ধটি তথ্যবহুল ও খুবই ব্যবহারিক বলে আপনার মনে হবে।”
The Watchtower অক্টোবর ১
“অনেকেই চিন্তা করেছে যে, আমাদের চারপাশে যে-সমস্যাগুলো যেমন, যুদ্ধ, অপরাধ এবং সন্ত্রাসী কাজগুলোকে আমরা দেখি সেগুলো কখনও শেষ হবে কি না। আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেল এই সান্ত্বনাজনক আশ্বাস দেয়। [গীতসংহিতা ৩৭:১০, ১১ পদ পড়ুন।] এই পত্রিকা জানায়, কেন ঈশ্বর এখনও পর্যন্ত মন্দতার ও দুঃখকষ্টের শেষ আনেননি।”