পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! জুলাই-সেপ্টে.
“জীবনে কোনো দুঃখদায়ক ঘটনা ভোগ করার সময় কেউ কেউ ঈশ্বরের প্রতি রাগান্বিত হয়। আপনি কি কখনও এরকম অনুভব করেছেন অথবা এমন কাউকে জানেন যিনি এরকম অনুভব করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই ধরনের অনুভূতি ঈশ্বরের প্রেম ও প্রজ্ঞাকে মূল্যবান বলে গণ্য করে না। [যাকোব ১:১৩, ১৭ পদ পড়ুন।] যে-কারণে ঈশ্বর মন্দতা থাকতে দেন, সচেতন থাক! পত্রিকার এই প্রবন্ধটি তা ব্যাখ্যা করে।”
The Watchtower সেপ্টে. ১৫
“সম্ভবত আপনি এক সুপরিচিত প্রার্থনার এই কথাগুলো শুনেছেন অথবা আপনি হয়তো আপনার নিজের প্রার্থনায় এগুলো ব্যবহার করেছেন। [মথি ৬:১০ পদ পড়ুন।] ঈশ্বরের ইচ্ছা যদি পৃথিবীতে পূর্ণরূপে সম্পাদিত হয়, তা হলে জীবন কেমন হবে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা, আমরা সবেমাত্র যে-অংশটুকু পড়েছি, সেটাসহ সুপরিচিত প্রভুর প্রার্থনার প্রত্যেকটা অংশের অর্থকে পূর্ণরূপে পরীক্ষা করে।”
Awake! জুলাই-সেপ্টে.
“এমনকি সবচেয়ে ভাল চিকিৎসা সংক্রান্ত গবেষণা করলেও, মনে হয় যে, সংক্রামক রোগগুলো এখনও কোটি কোটি লোকের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে রেখেছে। আপনি কি মনে করেন যে, ঈশ্বর মানবজাতির স্বাস্থ্য সম্বন্ধে আগ্রহী? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর যিশাইয় ২৫:৮ পদ পড়ুন।] এই পত্রিকা ঈশ্বরের চিন্তা ও রোগব্যাধি শেষ করার বিষয়ে তাঁর আশ্বাসের প্রমাণ সম্বন্ধে আর সেইসঙ্গে যে-বিষয়গুলো দুর্ভিক্ষ, দারিদ্র এবং যুদ্ধের মতো রোগব্যাধি ছড়াতে অবদান রাখে সেগুলো ব্যাখ্যা করে।”
The Watchtower অক্টো. ১
“আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, কেন আমরা অপরাধ, দৌরাত্ম্য এবং যুদ্ধের শেষ দেখতে পাই না? আপনার কি মনে হয় যে, আমরা কখনও এই কথাগুলোকে পূর্ণ হতে দেখব? [গীতসংহিতা ৩৭:১১ পদ পড়ুন এবং উত্তর দেওয়ার সুযোগ দিন।] মানবজাতির জন্য ঈশ্বরের আদি উদ্দেশ্যর সঙ্গে এই প্রতিজ্ঞাটি কীভাবে সম্পর্কযুক্ত এবং আমরা কীভাবে এতে অংশ নিতে পারি, সেই বিষয়ে এই পত্রিকায় উত্তম তথ্য রয়েছে।”