পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! জুলাই-সেপ্টে.
“আজকে, পোকামাকড় বাহিত রোগব্যাধি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বিপদগুলোর মধ্যে একটা। এর অর্থ কি এই যে আমরা চিরকাল কষ্ট পেয়েই যাব? [উত্তর দেওয়ার সুযোগ দিন এবং যিশাইয় ১১:৬-৯ পদ পড়ুন।] এই পত্রিকা এমন এক সময় সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়ে আলোচনা করে, যখন মানুষেরা ছোট-বড় অন্যান্য সমস্ত প্রাণীর সঙ্গে শান্তিতে বাস করতে পারবে।”
The Watchtower সেপ্টে. ১৫
“আজকের জগতে অনেকে মনে করে যে, ভালবাসা নেই এমন এক বিয়ের ফাঁদে তারা আটকা পড়েছে। এই ধরনের পরিস্থিতিতে লোকেরা কোথায় সাহায্য পেতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেল আমাদের নিশ্চয়তা দেয় যে, ঈশ্বরের নীতিগুলো আমাদের সাহায্য করতে পারে। [যিশাইয় ৪৮:১৭, ১৮ পদ পড়ুন।] প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যাটি বাইবেলের সেই নীতিগুলো আলোচনা করে, যেগুলো একটা বিয়েকে দৃঢ় করতে পারে।”
Awake! জুলাই-সেপ্টে.
“আমাদের চারপাশের সৃষ্টি দেখে আপনি কি কখনও সৃষ্টিকর্তার শিল্পবোধসম্পন্ন ক্ষমতায় বিস্মিত হয়েছেন?” উত্তর দেওয়ার সুযোগ দিন। ১৭ পৃষ্ঠার প্রবন্ধের প্রতি মনোযোগ আকর্ষণ করান এবং প্রবন্ধের শেষ অনুচ্ছেদ দেখান। শেষে প্রকাশিত বাক্য ৪:১১ পদ পড়ুন।
The Watchtower অক্টো. ১
“আপনি কি কখনও জিজ্ঞেস করেছেন, ‘ঈশ্বর যদি প্রেমময় ও সর্বশক্তিমান হন, তা হলে যারা কষ্টভোগ করছে তাদের পক্ষে কেন তিনি হস্তক্ষেপ করেন না?’ [উত্তর দেওয়ার সুযোগ দিন।] শীঘ্রই তিনি সমস্ত সমস্যা শেষ করবেন। [যিশাইয় ৬৫:১৭ পদ পড়ুন।] এই সময়ের মধ্যে ঈশ্বর কেবল আমাদের কষ্টভোগই পর্যবেক্ষণ করছেন না, যেমনটা এই পত্রিকা দেখায়।”