ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০৮ পৃষ্ঠা ৪
  • ধন আপনার হতে পারে!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ধন আপনার হতে পারে!
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলো
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলি
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার জন্য কি এখনই অগ্রগামী কাজের দরজা খোলা রয়েছে?
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এখনই প্রচার করার সময়!
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০৮ পৃষ্ঠা ৪

ধন আপনার হতে পারে!

১ আপনি কি আপনার জীবনে আরও বেশি আনন্দ ও পরিপূর্ণতা খোঁজেন? অন্যদেরকে সাহায্য করার মধ্যে কি আপনি সুখ ও পরিতৃপ্তি খুঁজে পান? যিহোবার প্রতি আপনার সেবাকে বাড়ানোর জন্য কি আপনি আকাঙ্ক্ষা করেন? এই প্রশ্নগুলোর যেকোনো একটাতে আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার নিয়মিত অগ্রগামীর কাজ করার কথা বিবেচনা করা উচিত। অবশ্য, পরিবার ও অন্যান্য শাস্ত্রীয় দায়িত্ব এবং সেইসঙ্গে স্বাস্থ্য ও শারীরিক সীমাবদ্ধতার বিষয়গুলোকে অবশ্যই বিবেচনা করতে হবে।

২ ঐশিকভাবে অনুপ্রাণিত শলোমনের লেখাগুলো যিহোবার আশীর্বাদকে ধনের সঙ্গে সম্পর্কযুক্ত করে। (হিতো. ১০:২২) বর্তমানে, যিহোবার আশীর্বাদ মূলত আধ্যাত্মিকভাবে ধনবান করে। নিয়মিত অগ্রগামীদের জন্য এই ধন উপচে পড়ে। উদাহরণস্বরূপ, তারা তাদের ব্যক্তিগত কাজগুলো থেকে সময় বা ‘সুযোগ কিনিয়া লইয়া’ অন্যদেরকে দেওয়ার পরম সুখ লাভ করে। (কল. ৪:৫; প্রেরিত ২০:​৩৫, NW) প্রেমের সঙ্গে করা তাদের পরিশ্রম যিহোবা লক্ষ করেন এবং উপলব্ধি করেন। এভাবে ‘স্বর্গে সঞ্চয় করা ধন’ কখনো তার মূল্য হারাবে না। (মথি ৬:২০; ইব্রীয় ৬:১০) অধিকন্তু, অগ্রগামীরা যখন তাদের ‘চক্ষু সরল’ রাখে এবং প্রয়োজনগুলো সরবরাহ করার ক্ষেত্রে যিহোবার ওপর নির্ভর করে, তখন তাঁর সঙ্গে তাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়।​—⁠মথি ৬:​২২, ২৫, ৩২; ইব্রীয় ১৩:​৫, ৬.

৩ ধনের পিছনে ছোটা প্রায়ই ‘নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষের’ দিকে নিয়ে যায়। (১ তীম. ৬:​৯, ১০; যাকোব ৫:​১-৩) যিহোবার কাছ থেকে পাওয়া আশীর্বাদের ক্ষেত্রে কখনোই তা ঘটে না। তাদের সময়ের অধিকাংশ পরিচর্যার জন্য ব্যয় করা, অগ্রগামীদের আধ্যাত্মিক ভারসাম্য বজায় রাখতে এবং আরও ‘বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর’ দিকে মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে। (ফিলি. ১:​১০, NW) একজন ভাই অগ্রগামীর কাজ করার জন্য প্রকৌশলী হিসেবে তার চাকরি ছেড়ে দিয়েছিলেন, যেটা তার অনেক সময় কেড়ে নিত। তিনি বলেছিলেন: “আমি দেখেছিলাম যে, আমার চাকরি অত্যন্ত চাপপূর্ণ ছিল। কিন্তু, অগ্রগামী কাজের ক্ষেত্রে তা নয়। এখন আমি লোকেদের সাহায্য করতে পারি এবং তাদেরকে সত্য শেখাতে পারি। এই কাজটা আরও বেশি পরিতৃপ্তিদায়ক ও আগ্রহজনক হয়েছে।”

৪ অন্যদের জন্য আশীর্বাদস্বরূপ: আজকে, প্রত্যেকে ‘বিষম সময়ের’ মুখোমুখি হচ্ছে। (২ তীম. ৩:১) সব জায়গার লোকেদের তীব্রভাবে প্রত্যাশার প্রয়োজন আছে। রাজ্যের প্রকাশকরা স্বচক্ষে এটা দেখে আনন্দিত হয় যে, সেই লোকেদের হতাশ মুখ আশাবাদী মুখে পরিবর্তিত হতে পারে যখন তারা সুসমাচারের প্রতি সাড়া দেয়। সেই নিয়মিত অগ্রগামীদের জন্য এটা কতই না আনন্দের বিষয়, যারা এই জীবনরক্ষাকারী কাজের জন্য প্রতি বছর ৮০০ ঘন্টারও বেশি সময় ব্যয় করে!​—⁠১ তীম. ৪:⁠১৬.

৫ আপনি কি একজন নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করার কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন? এটার জন্য কম গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে সময় বা ‘সুযোগ কিনিয়া লইবার’ দরকার হতে পারে। (ইফি. ৫:​১৫, ১৬) অনেকে তা করেছে এবং তাদের জীবনকে সাধাসিধে রেখেছে, যা তাদেরকে রাজ্যের কাজগুলোর প্রতি আরও বেশি সময় দেওয়ার জন্য চাকরি থেকে সময় কাটছাঁট করতে সমর্থ করেছে। তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনি কি আপনার কাজে কিছু রদবদল করতে পারেন?

৬ এক ব্যবহারিক তালিকা তৈরি করার জন্য যিহোবার কাছ থেকে প্রজ্ঞা চান। (যাকোব ১:⁠৫) এর বিনিময়ে আপনি কীরকম আশীর্বাদ আশা করতে পারেন? প্রচুর পরিমাণে আধ্যাত্মিক ধন! এ ছাড়া, যিহোবা আপনাকে বস্তুগত দিক দিয়েও আপনার যা প্রয়োজন, তা দিয়ে আশীর্বাদ করবেন। (মথি ৬:৩৩) যারা এই ব্যাপারে যিহোবার পরীক্ষা করেন, তারা “অপরিমেয় আশীর্ব্বাদ” লাভ করবে।​—⁠মালাখি ৩:⁠১০.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. নিয়মিত অগ্রগামীর কাজ করার কথা কেন বিবেচনা করবেন?

২. নিয়মিত অগ্রগামীরা যে-আধ্যাত্মিক ধন অর্জন করে, সেগুলোর কয়েকটা উল্লেখ করুন।

৩. আধ্যাত্মিক ধনের পিছনে ছোটার ও বস্তুগত ধনের পিছনে ছোটার মধ্যে কোন পার্থক্য রয়েছে?

৪. কীভাবে নিয়মিত অগ্রগামীরা অন্যদের কাছে আশীর্বাদগুলো এনে দেওয়ার দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয়?

৫, ৬. কী আপনাকে একজন নিয়মিত অগ্রগামী হতে সাহায্য করবে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার