ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৮ পৃষ্ঠা ১
  • নতুন বিশেষ সম্মেলন দিন কার্যক্রম

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নতুন বিশেষ সম্মেলন দিন কার্যক্রম
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “উপযুক্ত সময়ে খাদ্য”
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ২০১০ সালের বিশেষ সম্মেলন দিন কার্যক্রম
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নতুন সীমা অধিবেশন কার্যক্রম
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৮ পৃষ্ঠা ১

নতুন বিশেষ সম্মেলন দিন কার্যক্রম

২০০৯ সালের পরিচর্যা বছরের বিশেষ সম্মেলন দিন কার্যক্রমের মূলভাব হল, ‘পরিচর্যার প্রতি লক্ষ রেখে চলো, যেন তুমি তা সম্পন্ন করো,’ যা কলসীয় ৪:১৭ (NW) পদের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। খ্রিস্টান হিসেবে, আমরা এই পরামর্শকে গুরুত্বের সঙ্গে নিয়ে থাকি। আমাদের লক্ষ্য হল, বিশ্বস্তভাবে আমাদের পরিচর্যা সম্পন্ন করা আর যিশুও তা-ই করেছিলেন। (যোহন ১৭:১৪) এ ছাড়া, প্রেরিত পৌলও এই বিষয়ে আমাদের জন্য এক চমৎকার উদাহরণ স্থাপন করেছেন। তিনি তার পরিচর্যা সম্পন্ন করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন।—প্রেরিত ২০:২৪.

সীমা অধ্যক্ষের বক্তৃতা দেখাবে যে, কীভাবে বিভিন্ন প্রকাশক তাদের পরিচর্যায় প্রতিদ্বন্দ্বিতাগুলোকে কাটিয়ে উঠছে। এরপর “আপনি যা বপন করেছেন, তা বৃদ্ধি করুন” শিরোনামের বক্তৃতাটি এই বিষয়ের ওপর জোর দেবে যে, কীভাবে আমরা সত্যিই “অনন্তজীবনের জন্য নিরূপিত [“সঠিক প্রবণতাসম্পন্ন,” NW]” ব্যক্তিদের সাহায্য করতে পারি। (প্রেরিত ১৩:৪৮) “যেভাবে আমরা পরিচারক হিসেবে নিজেদেরকে যোগ্যপাত্র দেখাই” শিরোনামের বক্তৃতায়, অতিথি বক্তা প্রথমে ২ করিন্থীয় ৬:১-১০ পদগুলোকে একটার পর একটা আলোচনা করবেন। দুপুরের অধিবেশনে, তিনি শ্রোতাদের উদ্দেশে “আপনার পরিচর্যাকে খুবই মূল্যবান বলে গণ্য করুন” এই মূলভাবের বক্তৃতাটি দেবেন। নিঃসন্দেহে আপনারা “যুবক ও বৃদ্ধরা পরিচর্যা উপভোগ করুন” এবং “যে-অল্পবয়সিরা পরিচর্যা সম্পন্ন করে” শিরোনামের বক্তৃতাগুলো থেকে উৎসাহ লাভ করবেন। আসন্ন সীমা অথবা বিশেষ সম্মেলনে যারা জলে বাপ্তিস্ম নিয়ে তাদের উৎসর্গীকরণকে প্রকাশ করতে চায়, তাদের যত তাড়াতাড়ি সম্ভব পরিচালক অধ্যক্ষকে তা জানানো উচিত। আমাদের সমস্ত সম্মেলনের একটা গুরুত্বপূর্ণ অংশ হল, প্রহরীদুর্গ বিবেচনা করা। বিশেষ সম্মেলন দিনের সপ্তাহে যে-সংখ্যা থেকে অধ্যয়ন হবে, সেই কপিটি সঙ্গে করে নিয়ে আসুন।

আমরা আমাদের পরিচর্যা সম্পন্ন করছি কি না, তা লক্ষ রাখার সময়, আমরা এই বিষয়টা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করি যে, অন্যান্য বিষয় ও কাজকর্ম যেন যিহোবা আস্থার সঙ্গে আমাদের ওপর যে-দায়িত্ব অর্পণ করেছেন, সেখান থেকে সময় কেড়ে না নেয়। এই বিশেষ সম্মেলন দিনের কার্যক্রমের মাধ্যমে জোগানো শাস্ত্রীয় উৎসাহ যেন আমাদের সকলকে এটা উপলব্ধি করতে সাহায্য করে যে, সঠিক বিষয়ের ওপর মনোযোগ বজায় রাখার ও আমাদের পরিচর্যা সম্পন্ন করতে আমরা যা করছি, সেবিষয়ে গভীরভাবে চিন্তা করার জন্য আমাদেরকে কী করতে হবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার